বিনোদন ডেস্ক
বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় ‘মার্ভেল কমিকস’ এর স্বপ্নদ্রষ্টা স্ট্যান লির ১০০ তম জন্মদিনে একটি ডকুমেন্টারি নির্মাণের ঘোষণা দিয়েছে ডিজনি প্লাস। গত ২৮ ডিসেম্বর ছিল কিংবদন্তি এই কমিকস স্রষ্টার জন্মদিন।
একটি টুইটের মাধ্যমে ডিজনি প্লাস জানায় ২০২৩ সালে ডকুমেন্টারিটি মুক্তি পাবে।
টুইট বার্তায় ২৫ সেকেন্ডের টিজার শেয়ার করা হয়। টিজারের ক্যাপশনে ডিজনি লিখেছে, ‘আমাদের স্বপ্ন দেখার ১০০ বছর। সৃষ্টির ১০০ বছর। স্ট্যান লির ১০০ বছর। স্ট্যান লিকে নিয়ে একটি তথ্যচিত্র ২০২৩ সালে মুক্তি পাবে।’
১৯২২ সালের ২৮ ডিসেম্বর একটি অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন লি। তাঁর বাবা জ্যাক লিয়েবার ছিলেন একজন দরজি। পারিবারিক অসচ্ছলতাকে পেছনে ফেলে নিজের চেষ্টায় পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকায় উঠে আসেন তিনি।
১৭ বছর বয়সে পরিবার চালাতে টাইমলি ম্যাগাজিন–এর কমিকস বিভাগে চাকরি নিয়েছিলেন লি। জ্যাক কার্বি ও স্টিভ ডিটকোর সঙ্গে যৌথভাবে তিনি অসংখ্য কাল্পনিক চরিত্র জন্ম দিয়েছেন, যার মধ্যে রয়েছে স্পাইডার-ম্যান, হাল্ক, ডক্টর স্ট্রেঞ্জ, ফ্যান্টাস্টিক ফোর, ডেয়ারডেভিল, ব্ল্যাক প্যান্থার, এক্স-মেন। তাঁর ভাই ল্যারি লিবারের সঙ্গে যৌথভাবে অ্যান্ট-ম্যান, আয়রন ম্যান এবং থর চরিত্রের সৃষ্টিও করেছেন তিনি।
১৯৯৪ সালে কমিক বই শিল্পের ‘উইল এইসনার অ্যাওয়ার্ড হল অব ফেমে’ এবং ১৯৯৫ সালে ‘জ্যাক কার্বি হল অব ফেমে’ তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালে তিনি ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ লাভ করেন। ২০১৮ সালের ১২ নভেম্বর ৯৫ বছর বয়সে মারা যান কিংবদন্তি স্ট্যান লি।
বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় ‘মার্ভেল কমিকস’ এর স্বপ্নদ্রষ্টা স্ট্যান লির ১০০ তম জন্মদিনে একটি ডকুমেন্টারি নির্মাণের ঘোষণা দিয়েছে ডিজনি প্লাস। গত ২৮ ডিসেম্বর ছিল কিংবদন্তি এই কমিকস স্রষ্টার জন্মদিন।
একটি টুইটের মাধ্যমে ডিজনি প্লাস জানায় ২০২৩ সালে ডকুমেন্টারিটি মুক্তি পাবে।
টুইট বার্তায় ২৫ সেকেন্ডের টিজার শেয়ার করা হয়। টিজারের ক্যাপশনে ডিজনি লিখেছে, ‘আমাদের স্বপ্ন দেখার ১০০ বছর। সৃষ্টির ১০০ বছর। স্ট্যান লির ১০০ বছর। স্ট্যান লিকে নিয়ে একটি তথ্যচিত্র ২০২৩ সালে মুক্তি পাবে।’
১৯২২ সালের ২৮ ডিসেম্বর একটি অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন লি। তাঁর বাবা জ্যাক লিয়েবার ছিলেন একজন দরজি। পারিবারিক অসচ্ছলতাকে পেছনে ফেলে নিজের চেষ্টায় পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকায় উঠে আসেন তিনি।
১৭ বছর বয়সে পরিবার চালাতে টাইমলি ম্যাগাজিন–এর কমিকস বিভাগে চাকরি নিয়েছিলেন লি। জ্যাক কার্বি ও স্টিভ ডিটকোর সঙ্গে যৌথভাবে তিনি অসংখ্য কাল্পনিক চরিত্র জন্ম দিয়েছেন, যার মধ্যে রয়েছে স্পাইডার-ম্যান, হাল্ক, ডক্টর স্ট্রেঞ্জ, ফ্যান্টাস্টিক ফোর, ডেয়ারডেভিল, ব্ল্যাক প্যান্থার, এক্স-মেন। তাঁর ভাই ল্যারি লিবারের সঙ্গে যৌথভাবে অ্যান্ট-ম্যান, আয়রন ম্যান এবং থর চরিত্রের সৃষ্টিও করেছেন তিনি।
১৯৯৪ সালে কমিক বই শিল্পের ‘উইল এইসনার অ্যাওয়ার্ড হল অব ফেমে’ এবং ১৯৯৫ সালে ‘জ্যাক কার্বি হল অব ফেমে’ তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালে তিনি ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ লাভ করেন। ২০১৮ সালের ১২ নভেম্বর ৯৫ বছর বয়সে মারা যান কিংবদন্তি স্ট্যান লি।
ভারতীয় গায়ক অরিজিৎ সিং তাঁর সরলতা এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। অনেকেই বলে থাকেন, বিখ্যাত এই গায়ক বস্তুবাদী দুনিয়ার ধারণায় বিশ্বাস করেন না। তিনি মিডিয়ার উন্মাদনা থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং সাদামাটা জীবনযাপন করেন।
২ ঘণ্টা আগেএ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম।
৪ ঘণ্টা আগেপুষ্পার প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বের বাজেট যেমন বেশি, তেমনি বেশি জোর দেওয়া হয়েছে প্রচারেও। কিসিকের মুক্তি ঘিরেও ছিল বড় ইভেন্ট। তবে তাতে লাভ তেমন হলো না। ভক্তদের মন জয় করতে পারল না কিসিক।
৪ ঘণ্টা আগে২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি।
৫ ঘণ্টা আগে