বিনোদন ডেস্ক
চলে গেলেন ইংল্যান্ডের মঞ্চ ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, হ্যারি পটারের ‘প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল’খ্যাত ডেম ম্যাগি স্মিথ। আজ শুক্রবার সকালে লন্ডনের এক হাসপাতালে ৮৯ বছর বয়সে প্রয়াত হন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী।
ম্যাগি স্মিথের দুই ছেলে টবি স্টিফেনস ও ক্রিস লারকিন এক যৌথ বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ডেম ম্যাগি স্মিথ মারা গেছেন। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকালে তিনি প্রয়াত হন। শেষ মুহূর্ত পর্যন্ত পরিবার এবং বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন তিনি। তাঁকে হারিয়ে পরিবার শোকস্তব্ধ।’
১৯৫০ সালে মঞ্চনাটক দিয়ে ম্যাগি স্মিথের অভিনয়জীবন শুরু। এরপর নানা ঘরানার অভিনয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। পুরস্কৃত হয়েছেন অস্কার থেকে শুরু করে বাফটা, এমি, গোল্ডেন গ্লোবস, টনি অ্যাওয়ার্ড, লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ডসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সব আসরে। ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অব মিস জিন ব্রডি’ সিনেমায় স্কুলশিক্ষিকা চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন ম্যাগি স্মিথ।
এরপর ১৯৭৮ সালে ‘ক্যালিফোর্নিয়া সুইট’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে অস্কার পান। অস্কারে মনোনীত হয়েছেন আরও চারবার। তবে হ্যারি পটারের প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী ম্যাগি।
ম্যাগি স্মিথকে হারিয়ে হ্যারি পটার যেন একেবারেই অভিভাবকহীন হয়ে পড়ল। ঠিক এক বছর আগে ২৮ সেপ্টেম্বর প্রয়াত হন হগওয়ার্টসের হেডমাস্টার ‘ডাম্বলডোর’ অভিনেতা মাইকেল গ্যাম্বন। তার আগের বছর, ২০২২ সালের অক্টোবরের মারা যান হ্যারি পটারের আরেক প্রফেসর ‘হ্যাগরিড’ তথা অভিনেতা রবি কোলট্র্যান। পর পর তিন বছরের মধ্যে হ্যারি হারিয়ে ফেলল তার তিন প্রফেসরকে। ফলে হ্যারি পটারের জাদুনগরী এখন যেন অনেকটাই নিষ্প্রভ।
চলে গেলেন ইংল্যান্ডের মঞ্চ ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, হ্যারি পটারের ‘প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল’খ্যাত ডেম ম্যাগি স্মিথ। আজ শুক্রবার সকালে লন্ডনের এক হাসপাতালে ৮৯ বছর বয়সে প্রয়াত হন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী।
ম্যাগি স্মিথের দুই ছেলে টবি স্টিফেনস ও ক্রিস লারকিন এক যৌথ বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ডেম ম্যাগি স্মিথ মারা গেছেন। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকালে তিনি প্রয়াত হন। শেষ মুহূর্ত পর্যন্ত পরিবার এবং বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন তিনি। তাঁকে হারিয়ে পরিবার শোকস্তব্ধ।’
১৯৫০ সালে মঞ্চনাটক দিয়ে ম্যাগি স্মিথের অভিনয়জীবন শুরু। এরপর নানা ঘরানার অভিনয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। পুরস্কৃত হয়েছেন অস্কার থেকে শুরু করে বাফটা, এমি, গোল্ডেন গ্লোবস, টনি অ্যাওয়ার্ড, লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ডসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সব আসরে। ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অব মিস জিন ব্রডি’ সিনেমায় স্কুলশিক্ষিকা চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন ম্যাগি স্মিথ।
এরপর ১৯৭৮ সালে ‘ক্যালিফোর্নিয়া সুইট’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে অস্কার পান। অস্কারে মনোনীত হয়েছেন আরও চারবার। তবে হ্যারি পটারের প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী ম্যাগি।
ম্যাগি স্মিথকে হারিয়ে হ্যারি পটার যেন একেবারেই অভিভাবকহীন হয়ে পড়ল। ঠিক এক বছর আগে ২৮ সেপ্টেম্বর প্রয়াত হন হগওয়ার্টসের হেডমাস্টার ‘ডাম্বলডোর’ অভিনেতা মাইকেল গ্যাম্বন। তার আগের বছর, ২০২২ সালের অক্টোবরের মারা যান হ্যারি পটারের আরেক প্রফেসর ‘হ্যাগরিড’ তথা অভিনেতা রবি কোলট্র্যান। পর পর তিন বছরের মধ্যে হ্যারি হারিয়ে ফেলল তার তিন প্রফেসরকে। ফলে হ্যারি পটারের জাদুনগরী এখন যেন অনেকটাই নিষ্প্রভ।
গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল দেয়ালের দেশ। এরপর মুক্তি পায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর নানা দেশে। এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমাটি।
৪ ঘণ্টা আগে‘মিটু’ আন্দোলনের জেরে সাসপেন্ড করা হয়েছিল বলিউড নির্মাতা সাজিদ খানকে। সেই ঘটনার প্রায় ছয় বছর পার হয়েছে, এখনো ছন্দে ফিরতে পারেননি সাজিদ খান। নতুন আর কোনো সিনেমায় ডাক পাননি তিনি, ভুগেছেন অর্থকষ্টে। দুঃখে-অবসাদে আত্মহননের কথাও ভেবেছিলেন একাধিকবার।
৪ ঘণ্টা আগেআন্দোলন থেকে এবার পাঠ্যবইয়ের পাতায় উঠে এল র্যাপার মুহাম্মদ সেজান ও হান্নান। সপ্তম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ের নিউ জেনারেশন অধ্যায়ে স্থান পেয়েছেন এই দুই সংগীতশিল্পী।
৪ ঘণ্টা আগেচিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। অভিনেত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
৭ ঘণ্টা আগে