বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার অনেক দিনের ইচ্ছা এমন একটি প্রতিষ্ঠান তৈরি করার, যেখানে সবাই গান শিখবে। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের কাছে এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন কর্ণিয়া। কিন্তু নিজের গান, কনসার্ট ইত্যাদি নিয়ে ব্যস্ততার কারণে গুছিয়ে আনতে পারছিলেন না। এত দিনে সেটা সম্ভব হলো। সংগীত শিক্ষালয় প্রতিষ্ঠা করলেন কর্ণিয়া।
কলাবাগানের লেক সার্কাস ডলফিন গলিতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘ইন্সপায়ার মিউজিক একাডেমি ও ইন্সপায়ার মিউজিক স্টুডিও’। এখানে যেকোনো বয়সের মানুষ সংগীতবিষয়ক শিক্ষা নিতে পারবেন। ভোকাল ট্রেনিং থেকে শুরু করে ড্রাম, পিয়ানো, গিটারসহ অন্যান্য যন্ত্র বাজানো শেখানো হবে এখানে।
কর্ণিয়া জানিয়েছেন, এখানে মূলত ক্ল্যাসিক্যাল গান শেখানো হবে। গান শেখাবেন বাংলাদেশের প্রতিভাবান সংগীতশিল্পীরা। এ মিউজিক একাডেমি প্রচলিত কোনো প্রতিষ্ঠানের মতো নয়। এখানে
সবাই মনের আনন্দ নিয়ে স্বাধীনভাবে গানবাজনা চর্চা করতে পারবেন।
কর্ণিয়া বলেন, ‘অনেকেই গান শিখতে চান, কিন্তু সঠিক শিক্ষালয় খুঁজে পান না। চেষ্টা করছি, সেই অভাবটা পূরণ করার। সবার সহযোগিতা কামনা করছি।’ আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে কর্ণিয়ার এই মিউজিক একাডেমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
নতুন গানের খবরও দিয়েছেন কর্ণিয়া। এবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ একটি গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘জয় জয় দুর্গা মায়ের জয়’। এতে কর্ণিয়া ছাড়াও বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস ও স্বপ্নীল সজীব কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী ও উজ্জ্বল সিনহা। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার অনেক দিনের ইচ্ছা এমন একটি প্রতিষ্ঠান তৈরি করার, যেখানে সবাই গান শিখবে। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের কাছে এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন কর্ণিয়া। কিন্তু নিজের গান, কনসার্ট ইত্যাদি নিয়ে ব্যস্ততার কারণে গুছিয়ে আনতে পারছিলেন না। এত দিনে সেটা সম্ভব হলো। সংগীত শিক্ষালয় প্রতিষ্ঠা করলেন কর্ণিয়া।
কলাবাগানের লেক সার্কাস ডলফিন গলিতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘ইন্সপায়ার মিউজিক একাডেমি ও ইন্সপায়ার মিউজিক স্টুডিও’। এখানে যেকোনো বয়সের মানুষ সংগীতবিষয়ক শিক্ষা নিতে পারবেন। ভোকাল ট্রেনিং থেকে শুরু করে ড্রাম, পিয়ানো, গিটারসহ অন্যান্য যন্ত্র বাজানো শেখানো হবে এখানে।
কর্ণিয়া জানিয়েছেন, এখানে মূলত ক্ল্যাসিক্যাল গান শেখানো হবে। গান শেখাবেন বাংলাদেশের প্রতিভাবান সংগীতশিল্পীরা। এ মিউজিক একাডেমি প্রচলিত কোনো প্রতিষ্ঠানের মতো নয়। এখানে
সবাই মনের আনন্দ নিয়ে স্বাধীনভাবে গানবাজনা চর্চা করতে পারবেন।
কর্ণিয়া বলেন, ‘অনেকেই গান শিখতে চান, কিন্তু সঠিক শিক্ষালয় খুঁজে পান না। চেষ্টা করছি, সেই অভাবটা পূরণ করার। সবার সহযোগিতা কামনা করছি।’ আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে কর্ণিয়ার এই মিউজিক একাডেমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
নতুন গানের খবরও দিয়েছেন কর্ণিয়া। এবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ একটি গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘জয় জয় দুর্গা মায়ের জয়’। এতে কর্ণিয়া ছাড়াও বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস ও স্বপ্নীল সজীব কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী ও উজ্জ্বল সিনহা। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
১০ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১০ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৫ ঘণ্টা আগে