বিনোদন ডেস্ক
মুক্তি পেতে যাচ্ছে মার্কিন গায়িকা ও গীতিকার কেটি পেরির নতুন গান ‘উইমেন্স ওয়ার্ল্ড’। আর এর প্রচারে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি লাল রঙা ওয়ান শোল্ডার মিডি ড্রেসে উপস্থিত হয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানেই তাঁর পোশাক তাক লাগাল অনুরাগীদের। কেটির এই পোশাকের সঙ্গে ছিল ৫০০ ফুটের একটি লম্বা অংশ। লাক্সারি ব্র্যান্ড বেলেনসিয়াগার এই সুইপিং ট্রেনে লেখা ছিল গায়িকার নতুন গানের লিরিক।
এই পোশাক পরা কেটি পেরির একটি ভিডিও হয়েছে ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চোখ ধাঁধানো লাল পোশাক পরে একটি লিমোজিন গাড়ি থেকে বেরিয়ে আসছেন পেরি। গায়িকা তাঁর ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় তাঁর পোশাকে ৫০০ ফুটের একটা লম্বা অংশ ছিল। যাতে তাঁর মুক্তি পেতে যাওয়া গানের কথা ছিল।
২০২০-র পর আবার কেটির নতুন গান মুক্তি পেতে চলেছে। অনুরাগীদের মধ্যে এই নিয়ে উচ্ছ্বাস ছিল। গায়িকার অভিনব পোশাক গানটি নিয়ে চর্চা বাড়িয়ে দিল।
নেটিজেনরা অবশ্য কেটির এই পোশাক দেখে খুশি। একজন লিখেছেন, ‘কেটি পেরি জানেন কীভাবে আলোচনায় থাকতে হয়। তাঁর পোশাক এই গানটি নিয়ে উৎসাহ বাড়িয়ে দিল সাধারণ মানুষের মধ্যে।’
মুক্তি পেতে যাচ্ছে মার্কিন গায়িকা ও গীতিকার কেটি পেরির নতুন গান ‘উইমেন্স ওয়ার্ল্ড’। আর এর প্রচারে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি লাল রঙা ওয়ান শোল্ডার মিডি ড্রেসে উপস্থিত হয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানেই তাঁর পোশাক তাক লাগাল অনুরাগীদের। কেটির এই পোশাকের সঙ্গে ছিল ৫০০ ফুটের একটি লম্বা অংশ। লাক্সারি ব্র্যান্ড বেলেনসিয়াগার এই সুইপিং ট্রেনে লেখা ছিল গায়িকার নতুন গানের লিরিক।
এই পোশাক পরা কেটি পেরির একটি ভিডিও হয়েছে ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চোখ ধাঁধানো লাল পোশাক পরে একটি লিমোজিন গাড়ি থেকে বেরিয়ে আসছেন পেরি। গায়িকা তাঁর ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় তাঁর পোশাকে ৫০০ ফুটের একটা লম্বা অংশ ছিল। যাতে তাঁর মুক্তি পেতে যাওয়া গানের কথা ছিল।
২০২০-র পর আবার কেটির নতুন গান মুক্তি পেতে চলেছে। অনুরাগীদের মধ্যে এই নিয়ে উচ্ছ্বাস ছিল। গায়িকার অভিনব পোশাক গানটি নিয়ে চর্চা বাড়িয়ে দিল।
নেটিজেনরা অবশ্য কেটির এই পোশাক দেখে খুশি। একজন লিখেছেন, ‘কেটি পেরি জানেন কীভাবে আলোচনায় থাকতে হয়। তাঁর পোশাক এই গানটি নিয়ে উৎসাহ বাড়িয়ে দিল সাধারণ মানুষের মধ্যে।’
দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে মুহাম্মদ কাইউম বানিয়েছিলেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। প্রায় পাঁচ বছর ধরে নির্মাণের পর ২০২২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হয়েছিল সিনেমাটি।
১২ ঘণ্টা আগে২০২১ সালে দেহদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। সে বছর ২২ সেপ্টেম্বর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর করার সময়ের ছবি শেয়ার করে এ তথ্য নিজেই নিশ্চিত করেছিলেন কবীর সুমন।
১২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য জেনি। এ দলের আরেক সদস্য রোজির মতো জেনিও দলীয় কার্যক্রমের পাশাপাশি মন দিয়েছেন একক ক্যারিয়ারে। নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন একক গান।
১২ ঘণ্টা আগেডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান...
১২ ঘণ্টা আগে