বিনোদন ডেস্ক
১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল নায়ক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর সুবর্ণজয়ন্তীতে সংগীততারকা রবিশঙ্কর আর জর্জ হ্যারিসনের উত্তরসূরিরা স্মরণ করেছেন ঐতিহাসিক সেই কনসার্টের কথা। সেই কনসার্টের একটি ভিডিওর অংশ টুইটারে পোস্ট করে রবিশঙ্করের মেয়ে সুরকার ও সেতারবাদক আনুশকা শঙ্কর লিখেছেন: ‘আজ থেকে ৫০ বছর আগে এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তার জন্য বাবা ও জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। বেনিফিট কনসার্টের যে ধারণা আজ আমাদের মধ্যে রয়েছে, সেই সময় তার মানদণ্ড তাঁরা তৈরি করে দিয়েছিলেন।’
রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নিয়েছেন আনুশকা। বর্তমানে তিনি লন্ডনে থিতু হয়েছেন। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর সাত বছর পর জর্জ হ্যারিসন ও তাঁর দ্বিতীয় স্ত্রী ওলিভিয়া হ্যারিসনের সংসারে জন্ম নেন ধনি হ্যারিসন। তিনিও বাবার পথেই হেঁটেছেন। যুক্তরাজ্যের পরিচিত গায়ক, সুরকারদের একজন তিনি। এক টুইটে ধনি লেখেন: ‘৫০ বছর আগে আজকের এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তায় অর্থ সংগ্রহের জন্য জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সঙ্গে সেই লিগ্যাসি আজও অব্যাহত আছে।’
সুবর্ণজয়ন্তীর বছরে ভারত সরকারের আয়োজনে কনসার্ট ফর বাংলাদেশের পুনর্মঞ্চায়নের কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রবিশঙ্করের মেয়ের পাশাপাশি জর্জ হ্যারিসনের ছেলেরও। কিন্তু সেই আয়োজন করোনার কারণে সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল নায়ক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর সুবর্ণজয়ন্তীতে সংগীততারকা রবিশঙ্কর আর জর্জ হ্যারিসনের উত্তরসূরিরা স্মরণ করেছেন ঐতিহাসিক সেই কনসার্টের কথা। সেই কনসার্টের একটি ভিডিওর অংশ টুইটারে পোস্ট করে রবিশঙ্করের মেয়ে সুরকার ও সেতারবাদক আনুশকা শঙ্কর লিখেছেন: ‘আজ থেকে ৫০ বছর আগে এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তার জন্য বাবা ও জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। বেনিফিট কনসার্টের যে ধারণা আজ আমাদের মধ্যে রয়েছে, সেই সময় তার মানদণ্ড তাঁরা তৈরি করে দিয়েছিলেন।’
রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নিয়েছেন আনুশকা। বর্তমানে তিনি লন্ডনে থিতু হয়েছেন। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর সাত বছর পর জর্জ হ্যারিসন ও তাঁর দ্বিতীয় স্ত্রী ওলিভিয়া হ্যারিসনের সংসারে জন্ম নেন ধনি হ্যারিসন। তিনিও বাবার পথেই হেঁটেছেন। যুক্তরাজ্যের পরিচিত গায়ক, সুরকারদের একজন তিনি। এক টুইটে ধনি লেখেন: ‘৫০ বছর আগে আজকের এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তায় অর্থ সংগ্রহের জন্য জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সঙ্গে সেই লিগ্যাসি আজও অব্যাহত আছে।’
সুবর্ণজয়ন্তীর বছরে ভারত সরকারের আয়োজনে কনসার্ট ফর বাংলাদেশের পুনর্মঞ্চায়নের কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রবিশঙ্করের মেয়ের পাশাপাশি জর্জ হ্যারিসনের ছেলেরও। কিন্তু সেই আয়োজন করোনার কারণে সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
২০ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে