বিনোদন ডেস্ক
১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল নায়ক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর সুবর্ণজয়ন্তীতে সংগীততারকা রবিশঙ্কর আর জর্জ হ্যারিসনের উত্তরসূরিরা স্মরণ করেছেন ঐতিহাসিক সেই কনসার্টের কথা। সেই কনসার্টের একটি ভিডিওর অংশ টুইটারে পোস্ট করে রবিশঙ্করের মেয়ে সুরকার ও সেতারবাদক আনুশকা শঙ্কর লিখেছেন: ‘আজ থেকে ৫০ বছর আগে এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তার জন্য বাবা ও জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। বেনিফিট কনসার্টের যে ধারণা আজ আমাদের মধ্যে রয়েছে, সেই সময় তার মানদণ্ড তাঁরা তৈরি করে দিয়েছিলেন।’
রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নিয়েছেন আনুশকা। বর্তমানে তিনি লন্ডনে থিতু হয়েছেন। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর সাত বছর পর জর্জ হ্যারিসন ও তাঁর দ্বিতীয় স্ত্রী ওলিভিয়া হ্যারিসনের সংসারে জন্ম নেন ধনি হ্যারিসন। তিনিও বাবার পথেই হেঁটেছেন। যুক্তরাজ্যের পরিচিত গায়ক, সুরকারদের একজন তিনি। এক টুইটে ধনি লেখেন: ‘৫০ বছর আগে আজকের এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তায় অর্থ সংগ্রহের জন্য জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সঙ্গে সেই লিগ্যাসি আজও অব্যাহত আছে।’
সুবর্ণজয়ন্তীর বছরে ভারত সরকারের আয়োজনে কনসার্ট ফর বাংলাদেশের পুনর্মঞ্চায়নের কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রবিশঙ্করের মেয়ের পাশাপাশি জর্জ হ্যারিসনের ছেলেরও। কিন্তু সেই আয়োজন করোনার কারণে সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল নায়ক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর সুবর্ণজয়ন্তীতে সংগীততারকা রবিশঙ্কর আর জর্জ হ্যারিসনের উত্তরসূরিরা স্মরণ করেছেন ঐতিহাসিক সেই কনসার্টের কথা। সেই কনসার্টের একটি ভিডিওর অংশ টুইটারে পোস্ট করে রবিশঙ্করের মেয়ে সুরকার ও সেতারবাদক আনুশকা শঙ্কর লিখেছেন: ‘আজ থেকে ৫০ বছর আগে এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তার জন্য বাবা ও জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। বেনিফিট কনসার্টের যে ধারণা আজ আমাদের মধ্যে রয়েছে, সেই সময় তার মানদণ্ড তাঁরা তৈরি করে দিয়েছিলেন।’
রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নিয়েছেন আনুশকা। বর্তমানে তিনি লন্ডনে থিতু হয়েছেন। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর সাত বছর পর জর্জ হ্যারিসন ও তাঁর দ্বিতীয় স্ত্রী ওলিভিয়া হ্যারিসনের সংসারে জন্ম নেন ধনি হ্যারিসন। তিনিও বাবার পথেই হেঁটেছেন। যুক্তরাজ্যের পরিচিত গায়ক, সুরকারদের একজন তিনি। এক টুইটে ধনি লেখেন: ‘৫০ বছর আগে আজকের এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তায় অর্থ সংগ্রহের জন্য জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সঙ্গে সেই লিগ্যাসি আজও অব্যাহত আছে।’
সুবর্ণজয়ন্তীর বছরে ভারত সরকারের আয়োজনে কনসার্ট ফর বাংলাদেশের পুনর্মঞ্চায়নের কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রবিশঙ্করের মেয়ের পাশাপাশি জর্জ হ্যারিসনের ছেলেরও। কিন্তু সেই আয়োজন করোনার কারণে সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
বাংলা ভাষায় জনপ্রিয় গান ‘লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে...’ গানের লেখক, কবি অরুণ চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার গভীর রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ৮০ বছর বয়স হয়েছিল গুণী এই লেখকের...
২৩ মিনিট আগেপ্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা...
৫ ঘণ্টা আগেঅডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’।
৬ ঘণ্টা আগেএকটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় হৃদয়ে বসবাস নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক। আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।
৬ ঘণ্টা আগে