বিনোদন প্রতিবেদক, ঢাকা
আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে বসবেন গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীতশিল্পী প্রতীক হাসান ও সাবরিনা পড়শী।
এবার তৈরি হলো এই রিয়েলিটি শোয়ের থিম সং। আর তাতে কণ্ঠ দিলেন তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। ‘গলা ছেড়ে গাও, কণ্ঠে তোল সুর’—এমন কথার গানটি লিখেছেন এ মিজান। গতকাল শুক্রবার ইবরার টিপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
গানটি সম্পর্কে ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’
প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। গানের কথা, সুর ও সংগীত সবমিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। এককথায় অসাধারণ একটা থিম সং শুনতে পারবে শ্রোতারা।’
পড়শী বলেন, ‘থিম সং যেমন হয় এটা আসলে একটু ভিন্ন হয়েছে। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে।’
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।
রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা বাদ্যযন্ত্রের মাধ্যমে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও rtvonline.com/youngstar, অথবা [email protected], অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ অক্টোরব পর্যন্ত।
আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে বসবেন গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীতশিল্পী প্রতীক হাসান ও সাবরিনা পড়শী।
এবার তৈরি হলো এই রিয়েলিটি শোয়ের থিম সং। আর তাতে কণ্ঠ দিলেন তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। ‘গলা ছেড়ে গাও, কণ্ঠে তোল সুর’—এমন কথার গানটি লিখেছেন এ মিজান। গতকাল শুক্রবার ইবরার টিপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
গানটি সম্পর্কে ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’
প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। গানের কথা, সুর ও সংগীত সবমিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। এককথায় অসাধারণ একটা থিম সং শুনতে পারবে শ্রোতারা।’
পড়শী বলেন, ‘থিম সং যেমন হয় এটা আসলে একটু ভিন্ন হয়েছে। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে।’
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।
রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা বাদ্যযন্ত্রের মাধ্যমে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও rtvonline.com/youngstar, অথবা [email protected], অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ অক্টোরব পর্যন্ত।
আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
৪ ঘণ্টা আগেবান্দ্রার বাসভবনে গত ১৬ জানুয়ারি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় আহত সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বোন সোহা আলী খান সম্প্রতি সাইফের স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন।
৫ ঘণ্টা আগেনতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
১৫ ঘণ্টা আগেসাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৌদি আরব। প্রতিবছর সেখানে যেমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় চলচ্চিত্র উৎসব হয়, তেমনি চার বছর ধরে আয়োজিত হচ্ছে জয় অ্যাওয়ার্ডস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তৈরি সিনেমা, সিরিজ ও গানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। জয় অ্যাওয়ার্ডসের..
১৫ ঘণ্টা আগে