বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘দেওরা’ শিরোনামে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে গান মুক্তি পায় গত ৭ মে। ‘হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দাও সোনার দেওরা রে’ গানটি প্রকাশের পরই জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয়তার পাশাপাশি গানটি ইউটিউবে গড়েছে নতুন এক রেকর্ড। মাত্র ১৪ দিনেই গানটি ছুঁয়েছে কোক স্টুডিও বাংলায় সর্বাধিক দেখা গানের রেকর্ড। গানটি ইতিমধ্যে দেখা হয়েছে ২ কোটি ৪০ লাখ বারের চেয়েও বেশি। এর আগে, কোক স্টুডিও বাংলায় সর্বাধিক দেখা গান ছিল নিগার সুলতানা সুমি এবং জালালী সেটের ‘ভবের পাগল’ গানটি, যা ২ কোটি ৪০ লাখ বারের চেয়ে বেশিবার দেখা হয়েছে।
শুধু ভিউয়ের রেকর্ড নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রিলস, টিকটকে এই গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন তরুণ-তরুণীরা। ‘দেওরা’ গানের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বাইরেও। বিদেশি অনেকেই এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে বানাচ্ছেন বিভিন্ন কনটেন্ট। এর মধ্যে রয়েছেন তানজানিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দুই ভাই-বোন—কিলি পল ও নিমা পল।
ভারতীয় জনপ্রিয় কিছু গান দিয়েও কনটেন্ট বানিয়ে জনপ্রিয়তা পান তাঁরা। কিলি পলের তাঁর ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকে গত বৃহস্পতিবার ‘দেওরা’ গানের সঙ্গে তাঁদের নাচ এবং ঠোঁট মিলিয়ে একটি কনটেন্ট প্রকাশ করেন। প্রকাশের পরই কনটেন্টটি রীতিমতো ভাইরাল। তাঁর সবচেয়ে বেশি দেখা কনটেন্টগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এই ‘দেওরা’।
নৌকাবাইচে ‘হাত ছেড়ে দাও সোনার দেওরা রে’ গানের তালে বইঠা ঠেলেন মাঝিমাল্লারা। নৌকাবাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় এই সারি গানটি। এই গানটিই নতুন আয়োজনে গত ৭ মে নিয়ে আসেন প্রীতম হাসান এবং লোকসংগীত শিল্পী ইসলামউদ্দিন পালাকার। গানটিতে আরও আছেন আরমীন মুসা এবং তার কয়্যার ‘ঘাসফড়িং’।
গানটিতে ‘সারি গান, ’ ‘জাগ গান’-এর মতো লোকসংগীতের বিভিন্ন ধারা ব্যবহার করা হয়েছে। ‘সারি গান’ সাধারণত শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত, আর ‘জাগ গান’ পরিচিত এর অনুপ্রেরণামূলক কথার জন্য। গানটিতে ফজলু মাঝি (ফজলুল হক) এবং প্রীতম হাসানের লেখা কথায় মাঝিদের আবেগ ফুটে উঠেছে।
‘দেওরা’ শিরোনামে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে গান মুক্তি পায় গত ৭ মে। ‘হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দাও সোনার দেওরা রে’ গানটি প্রকাশের পরই জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয়তার পাশাপাশি গানটি ইউটিউবে গড়েছে নতুন এক রেকর্ড। মাত্র ১৪ দিনেই গানটি ছুঁয়েছে কোক স্টুডিও বাংলায় সর্বাধিক দেখা গানের রেকর্ড। গানটি ইতিমধ্যে দেখা হয়েছে ২ কোটি ৪০ লাখ বারের চেয়েও বেশি। এর আগে, কোক স্টুডিও বাংলায় সর্বাধিক দেখা গান ছিল নিগার সুলতানা সুমি এবং জালালী সেটের ‘ভবের পাগল’ গানটি, যা ২ কোটি ৪০ লাখ বারের চেয়ে বেশিবার দেখা হয়েছে।
শুধু ভিউয়ের রেকর্ড নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রিলস, টিকটকে এই গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন তরুণ-তরুণীরা। ‘দেওরা’ গানের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বাইরেও। বিদেশি অনেকেই এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে বানাচ্ছেন বিভিন্ন কনটেন্ট। এর মধ্যে রয়েছেন তানজানিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দুই ভাই-বোন—কিলি পল ও নিমা পল।
ভারতীয় জনপ্রিয় কিছু গান দিয়েও কনটেন্ট বানিয়ে জনপ্রিয়তা পান তাঁরা। কিলি পলের তাঁর ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকে গত বৃহস্পতিবার ‘দেওরা’ গানের সঙ্গে তাঁদের নাচ এবং ঠোঁট মিলিয়ে একটি কনটেন্ট প্রকাশ করেন। প্রকাশের পরই কনটেন্টটি রীতিমতো ভাইরাল। তাঁর সবচেয়ে বেশি দেখা কনটেন্টগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এই ‘দেওরা’।
নৌকাবাইচে ‘হাত ছেড়ে দাও সোনার দেওরা রে’ গানের তালে বইঠা ঠেলেন মাঝিমাল্লারা। নৌকাবাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় এই সারি গানটি। এই গানটিই নতুন আয়োজনে গত ৭ মে নিয়ে আসেন প্রীতম হাসান এবং লোকসংগীত শিল্পী ইসলামউদ্দিন পালাকার। গানটিতে আরও আছেন আরমীন মুসা এবং তার কয়্যার ‘ঘাসফড়িং’।
গানটিতে ‘সারি গান, ’ ‘জাগ গান’-এর মতো লোকসংগীতের বিভিন্ন ধারা ব্যবহার করা হয়েছে। ‘সারি গান’ সাধারণত শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত, আর ‘জাগ গান’ পরিচিত এর অনুপ্রেরণামূলক কথার জন্য। গানটিতে ফজলু মাঝি (ফজলুল হক) এবং প্রীতম হাসানের লেখা কথায় মাঝিদের আবেগ ফুটে উঠেছে।
বাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
৪ ঘণ্টা আগেশিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মাণ হলেও প্রচার হতে পারে সিরিজ আকারেও।
৪ ঘণ্টা আগেবলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন
৪ ঘণ্টা আগেআজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
৪ ঘণ্টা আগে