বিনোদন প্রতিবেদক
ঢাকা: এই করোনাকালেও থেমে নেই ঐশী। নতুন নতুন সিনেমায় প্লেব্যাক করার পাশাপাশি নিয়মিতই প্রকাশ করছেন নিজের মৌলিক গান। ২০২১ সালে এরইমধ্যে নিজের ইউটিউব চ্যানেল ‘ঐশী এক্সপ্রেস’ থেকে গায়িকা প্রকাশ করেছেন চারটি গান-‘আকাশ কিনতে চাই’, ‘খুঁজে ফিরি তাই’, ‘কলবে কলেমা’ এবং ‘আড়ালে চলো না’। এরইমধ্যে সর্বশেষ ‘আড়ালে চলো না’ প্রকাশ করেছেন এই সপ্তাহে।
এছাড়া জি সিরিজ থেকে ‘এতো ব্যথা কেন রে’, লেজার ভিশন থেকে ‘বাতাস ভরিয়া’, ফোকাস মাল্টিমিডিয়া থেকে ‘কালা রে’ এবং জিপি মিউজিকে প্রকাশিত হয়েছে ‘মরে গেলে বুঝবি’ শিরোনামে তার আরও চারটি গান।
পাশাপাশি নতুন কয়েকটি সিনেমায় প্লে-ব্যাক করেছেন তিনি। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমার টাইটেল সং-এ কণ্ঠ দিয়েছেন। নিরঞ্জন বিশ্বাসের একটি সিনেমা, অপূর্ব রানা’র ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমায়ও গেয়েছেন। এছাড়াও ফজলুল কবির তুহিন পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘গাঙকুমারী’তেও শোনা যাবে তার কণ্ঠ।
২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন নোয়াখালীর এই কন্যা। ঐশী এক্সপ্রেস যেন দুরন্ত গতিতে এগিয়েই চলছে!
মাত্র ছয় বছরের ক্যারিয়ারে দেশের জনপ্রিয় শিল্পীদের কাতারে নাম লিখিয়েছেন ঐশী। কিছুদিন আগেই সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঐশী বলেন, ‘একজন শিল্পীর জন্য সবচেয়ে আনন্দ এবং উপভোগের জায়গা হলো স্টেজ। কিন্তু করোনার কারণে সেই স্টেজ থেকে অনেক দিন থেকে বাইরে। তারপরও ঘরবন্দি দিনগুলোতে শ্রোতাদের কথা মাথায় রেখে নিয়মিত নতুন গান প্রকাশ করার চেষ্টা করছি। প্লেব্যাকও করছি। আশাকরি আমার নতুন কাজগুলো শ্রোতারা গ্রহণ করবেন।’
ঢাকা: এই করোনাকালেও থেমে নেই ঐশী। নতুন নতুন সিনেমায় প্লেব্যাক করার পাশাপাশি নিয়মিতই প্রকাশ করছেন নিজের মৌলিক গান। ২০২১ সালে এরইমধ্যে নিজের ইউটিউব চ্যানেল ‘ঐশী এক্সপ্রেস’ থেকে গায়িকা প্রকাশ করেছেন চারটি গান-‘আকাশ কিনতে চাই’, ‘খুঁজে ফিরি তাই’, ‘কলবে কলেমা’ এবং ‘আড়ালে চলো না’। এরইমধ্যে সর্বশেষ ‘আড়ালে চলো না’ প্রকাশ করেছেন এই সপ্তাহে।
এছাড়া জি সিরিজ থেকে ‘এতো ব্যথা কেন রে’, লেজার ভিশন থেকে ‘বাতাস ভরিয়া’, ফোকাস মাল্টিমিডিয়া থেকে ‘কালা রে’ এবং জিপি মিউজিকে প্রকাশিত হয়েছে ‘মরে গেলে বুঝবি’ শিরোনামে তার আরও চারটি গান।
পাশাপাশি নতুন কয়েকটি সিনেমায় প্লে-ব্যাক করেছেন তিনি। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমার টাইটেল সং-এ কণ্ঠ দিয়েছেন। নিরঞ্জন বিশ্বাসের একটি সিনেমা, অপূর্ব রানা’র ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমায়ও গেয়েছেন। এছাড়াও ফজলুল কবির তুহিন পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘গাঙকুমারী’তেও শোনা যাবে তার কণ্ঠ।
২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন নোয়াখালীর এই কন্যা। ঐশী এক্সপ্রেস যেন দুরন্ত গতিতে এগিয়েই চলছে!
মাত্র ছয় বছরের ক্যারিয়ারে দেশের জনপ্রিয় শিল্পীদের কাতারে নাম লিখিয়েছেন ঐশী। কিছুদিন আগেই সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঐশী বলেন, ‘একজন শিল্পীর জন্য সবচেয়ে আনন্দ এবং উপভোগের জায়গা হলো স্টেজ। কিন্তু করোনার কারণে সেই স্টেজ থেকে অনেক দিন থেকে বাইরে। তারপরও ঘরবন্দি দিনগুলোতে শ্রোতাদের কথা মাথায় রেখে নিয়মিত নতুন গান প্রকাশ করার চেষ্টা করছি। প্লেব্যাকও করছি। আশাকরি আমার নতুন কাজগুলো শ্রোতারা গ্রহণ করবেন।’
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
২ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে