‘পাগলা হাওয়ায়’ বসন্তের আগমনী বার্তা দিলেন জেমস

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৩৩
Thumbnail image

মাঘের শেষ হতে এখনো বাকি কয়েক দিন। এরই মধ্যে প্রকৃতিতে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। বসন্তের আগমনীর মধ্যেই অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী ‘হোপ ফেস্টিভ্যাল ২০২৩ ’। গতকাল শনিবার ছিল আয়োজনের শেষ দিন। 

গতকাল সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামের পাশের সড়কে ছিল মানুষের স্রোত। ট্রাফিক জ্যাম উপেক্ষা করে তাঁদের গন্তব্য ছিল স্টেডিয়ামের ভেতর। 

মাহফুজ আনাম জেমস‘হোপ’ ফেস্টিভ্যালের শেষ দিনের সন্ধ্যাটা যেন ছিল বাংলা ব্যান্ড মিউজিকের। নেমেসিস শেষে আর্টসেলের পরিবেশনা। তাঁরা একে একে গাইলেন জনপ্রিয় গানগুলো। কিন্তু আর্মি স্টেডিয়াম যেন অন্য কারও অপেক্ষায় উদ্‌গ্রীব। আর্টসেল তাঁদের পারফরম্যান্স শেষ করার ঠিক ৩০ মিনিট পর রাত সাড়ে ৯টায় চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল একটি আওয়াজ, গুরু-গুরু। ঠিক তখনই নেভি ব্লু সোয়েটার পরা একজন লোক ধীরে ধীরে মঞ্চে উঠে এলেন। গুরু, জেমস! তিনি তাঁর গোলাপি গিটার হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই জনতা উল্লাসের উন্মত্ততায় ফেটে পড়েন। বাংলাদেশের ব্যান্ড মিউজিকের নক্ষত্র মাহফুজ আনাম, যাঁকে জেমস নামেই সবাই চেনেন। 

ব্যান্ডদল আর্টসেল তাঁদের জনপ্রিয় সাতটি গান পরিবেশন করেদরাজ কণ্ঠে স্বভাবজাত ভঙ্গিমায় তিনি কণ্ঠে তুললেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিয়ো না’। তাঁর সঙ্গে পুরো স্টেডিয়ামের দর্শকেরাও গলা মেলালেন। গান শেষ করে জেমস দর্শকদের বললেন, ‘লাভ ইউ’। এরপর তিনি একে একে গাইলেন দিওয়ানা মাস্তানা, গুরু ঘর বানাইলা, মা, দুষ্টু ছেলের দল। ‘মাঠে কি দুষ্টু ছেলেদের দল আছে?’ প্রশ্ন শেষ না হতেই সমস্বরের একটা ঢেউ খেলে গেল পুরো মাঠে, হাজিরা দিল ‘দুষ্টু ছেলের দল’। এই গানে ভক্তদের মাতিয়ে জেমস বলে উঠলেন, ‘তোমরাই আমার জান, তোমরাই আমার প্রাণ। যত দিন তোমরা আছ, তত দিন আমি আছি।’ 

এরপর তিনি গাইলেন ‘আসবার কালে আসলাম একা’, অতঃপর ‘সুলতানা বিবিয়ানা’, ‘তারায় তারায়’। আনন্দ-উল্লাসে ফেটে পড়ে আগত অতিথি থেকে দর্শকসারির প্রত্যেক মানুষ। এরপর তিনি গাইলেন ‘মীরা বাঈ’ ও ‘পাগলা হাওয়া’। এতটুকু ক্লান্তি নেই তাঁর! গানের বিরতিতে বারবার ভালোবাসা জানান ভক্তদের। গিটার দিয়েও খেল দেখিয়েছেন গুরু, তাঁর সুরের ঝংকারে বিমোহিত করেছেন সবাইকে। 

নেমেসিস ব্যান্ডটি ‘কোনোদিন’, ‘বীর ও ‘কবে’ সহ তাদের বেশ কিছু জনপ্রিয় পরিবেশন করে। ছবি: আয়োজকদের সৌজন্যেব্র্যাক হোপ উৎসবের শেষ দিনটি উৎসর্গ করা হয়েছিল বাংলাদেশের ইয়ুথ ও চেঞ্জমেকারদের জন্য। চন্দনা মজুমদার, মাশা ইসলাম, শিথি সরকার ও সানজিদা মাহমুদ নন্দিতার সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ দিনের সংগীতায়োজনের সূচনা হয়। এরপর মঞ্চে আসেন জনপ্রিয় ব্যান্ড দল নেমেসিস। ব্যান্ডটি ‘কোনো দিন’, বীর ও ‘কবে’সহ তাদের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করে। সন্ধ্যায় মঞ্চে আসে ব্যান্ড দল আর্টসেল। ব্যান্ডটি তাঁদের জনপ্রিয় সাতটি গান পরিবেশন করে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম দীর্ঘতম গান ‘অনিকেত প্রান্তর’-এ পুরো স্টেডিয়াম মুখর হয়ে যায় তখন। আর সর্বশেষে জেমসের পারফরম্যান্স শেষে সমাপ্তি টানা হয় ব্র্যাকের ৫০ বছর পূর্তি উৎসব ‘হোপ ফেস্টিভ্যাল ২০২৩’-এর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত