নতুন শিল্পীদের নিয়ে অর্ণবের অ্যালবাম

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব কয়েকজন বন্ধুকে নিয়ে একটি ব্যান্ড শুরু করেছিলেন ২০০৯ সালে। এ ব্যান্ড নিয়ে বেশ কিছু কনসার্টেও পারফর্ম করেছিলেন তাঁরা। ওই বছরই প্রকাশ হয়েছিল ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ’। ভিন্নমাত্রার গান আর সংগীতায়োজন—সব মিলিয়ে দারুণ সাড়া ফেলেছিল অ্যালবামটি। এরপর দীর্ঘ বিরতি।

এত দিনে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’-এর নতুন খবর এসেছে। এ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবামের কাজ করছেন অর্ণব। তবে এত দিনে ব্যান্ডের অনেক মুখ বদলে গেছে। যুক্ত হয়েছে আরও কিছু নতুন মুখ। যাঁদের সঙ্গে আগে কখনো কাজ করেননি তিনি। একদল নতুন শিল্পীকে নিয়েই চ্যালেঞ্জ নিয়েছেন অর্ণব। কারণ তিনি এ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান কিছু নতুন কণ্ঠকে। কিন্তু অ্যালবাম প্রকাশের আগে শিল্পীদের নাম বলতেন চান না অর্ণব।

অর্ণবঅ্যালবামের কাজ প্রায় শেষের দিকে। রেকর্ডিং চলছে অর্ণব ও বুনোর স্টুডিওতে। কী ধরনের গান থাকবে এ অ্যালবামে? অর্ণব জানিয়েছেন, অর্ণবের কণ্ঠে যে ধরনের গান শুনে অভ্যস্ত শ্রোতারা, তেমনই কিছু গান থাকবে। তবে সুরে আর সংগীতায়োজনে থাকবে নতুনত্ব। এ বছরই প্রকাশিত হবে অ্যালবামটি।

অর্ণব ইদানীং নিয়মিত গান করছেন তাঁর স্ত্রী রবীন্দ্রসংগীতশিল্পী সুনিধি নায়েকের সঙ্গে। প্রায়ই সুনিধির ইউটিউব চ্যানেলে পাওয়া যায় তাঁদের দ্বৈত গান। সুনিধিরও অ্যালবাম প্রকাশ হবে এ বছর। সেটিরও কাজ নিয়ে ব্যস্ত আছেন অর্ণব।

একটি মিউজিক্যাল ফিল্মও তৈরি হচ্ছে অর্ণবকে নিয়ে। গান ও গানের বাইরে অর্ণব কেমন, তা-ই উঠে আসবে ‘অর্ণব: আধখানা ভালো ছেলে আধা মস্তান’ নামের সেই ছবিতে। অনেকদূর এগিয়েছে সেই ফিল্মের কাজ। সব মিলিয়ে আবার সেই চেনা রাস্তায়ই হাঁটছেন অর্ণব। তিনি গান নিয়ে আবারও ব্যস্ত হয়েছেন—ভক্তদের জন্য এর চেয়ে বড় খবর আর কী হতে পারে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত