Ajker Patrika

ষড়যন্ত্রের কবলে পড়েছিলেন এ আর রাহমান

বিনোদন ডেস্ক
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৮: ৩৬
ষড়যন্ত্রের কবলে পড়েছিলেন এ আর রাহমান

নব্বইয়ের দশকে ‘রোজা’ দিয়ে সিনেমায় সংগীত পরিচালনা শুরু করেন এ আর রাহমান। ভিন্নধর্মী কাজ দিয়ে অল্প সময়েই সবার মন জয় করেন। পরে বলিউডেও সংগীত পরিচালনার জন্য নিয়মিত ডাক পেতে থাকেন। ‘দিল সে’, ‘তাল’, ‘লগান’, ‘স্বদেশ’, ‘দ্য লিজেন্ড অব ভগৎ সিং’, ‘রং দে বাসন্তী’, ‘যোধা আকবর’, ‘রকস্টার’ সিনেমাগুলোও সমৃদ্ধ হয়েছে রাহমানের সংগীতে। কিন্তু একটা সময়ে বলিউড থেকে কাজের প্রস্তাব কমতে থাকে তাঁর।

রাহমান নিজেও জানতেন না, বলিউডে একটি বিশেষ গ্রুপ তাঁর নামে অপবাদ রটাতে লিপ্ত ছিল। যাঁরাই রাহমানের সঙ্গে কাজ করতে চাইতেন, তাঁদের ওই গ্রুপ নিরুৎসাহিত করত। এমন অনেক মিথ্যা তথ্য ছড়ানো হতো তাঁর নামে, যাতে রাহমানের কাছে আর কেউ কাজের প্রস্তাব নিয়ে না যায়। বিষয়টি প্রথম তাঁকে জানান জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।

‘দিল বেচারা’ নামে একটি সিনেমা বানিয়েছিলেন মুকেশ। সেটার সংগীত পরিচালনার জন্য যান রাহমানের কাছে। মুকেশকে তিনি মাত্র দুই দিনে চারটি গান তৈরি করে দিয়েছিলেন। তাঁর কাছেই জানতে পারেন, বলিউডের অনেকেই রাহমানের কাছে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন মুকেশকে।

রেডিও মির্চির সাক্ষাৎকারে রাহমান বলেন, ‘তখনই আমি প্রথম বুঝতে পারি, কেন হিন্দি সিনেমায় কাজের প্রস্তাব কম পাচ্ছি। ওই সময় আমার কাছে বলিউড থেকে ভালো কোনো কাজের প্রস্তাব আসত না। কারণ, পুরো একটা গ্রুপ আমার নামে অপপ্রচারে ব্যস্ত ছিল। আমি তাদের চিনতামও না, জানতামও না, অথচ তারা এভাবে আমার ক্ষতি করছে।’ রাহমান যেহেতু স্বল্পভাষী, ফলে এ সুযোগই নিয়েছে অপপ্রচারকারীরা। এ কাজে বলিউডের অনেক প্রভাবশালী প্রযোজকও জড়িত ছিলেন।

গত মঙ্গলবার ‘পন্নিয়েন সেলভান পার্ট ওয়ান’ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সপ্তমবারের মতো ভারতের জাতীয় পুরস্কার হাতে উঠল রাহমানের। ইমতিয়াজ আলীর ‘অমর সিং চামকিলা’র সংগীত করে এ বছর আবার বলিউডে প্রশংসিত হয়েছেন তিনি। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে আবার ষড়যন্ত্রের বিষয়টি তোলেন সাংবাদিক ফারিদুন শাহরিয়ার।

জবাবে এ আর রাহমান বলেন, ‘ওই সময় অনেকে আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। নানা বানোয়াট গল্প বলে তাদের নিরুৎসাহিত করা হয়েছে। তবে এখন যাদের সঙ্গে কাজ করছি, যেমন ইমতিয়াজ বা মনিরত্নম, তাদের সঙ্গে কাজ করে আমি সন্তুষ্ট। কাজের স্বাধীনতাও পাচ্ছি। বলিউডের আরও কিছু কাজ নিয়ে কথাবার্তা হচ্ছে। সব মিলিয়ে আমার ভান্ডার এখন পূর্ণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত