গান নিয়ে পড়শীর সংশয়

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২১, ২২: ৪৩
Thumbnail image


সংগীতশিল্পী সাবরিনা পড়শীর সর্বশেষ গান এসেছিল মাস দুয়েক আগে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে ভালোই সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানটি ঈদে প্রকাশ করতে চান। কিন্তু বিপাকে পড়েছেন গানের ভিডিও নিয়ে। লকডাউনের কারণে গানের ভিডিও শুট করতে পারেননি। অথচ, হাতে সময় খুব কম। তাই গানটি  ঈদে প্রকাশ করতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

পড়শী

পড়শী বললেন, ‘ঈদের জন্য কিছু গান করা আছে। আরও আছে আমার কথা–সুরে একটি গান। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু এখনো ভিডিও শুট করতে পরিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পরে। তা ছাড়া, ঈদে এত এত গান বাজারে আসে! অনেক গান যখন একসঙ্গে মুক্তি পায়, তখন শ্রোতারা কোনো নির্দিষ্ট গানের প্রতি ফোকাস করতে পারেন না। তাই ঈদের পরে প্রকাশ পেলে ভালোই হবে হয়তো।’

পড়শী এখন ব্যস্ত আছেন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠান নিয়ে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। বলছেন, ‘গতকাল শুটিং করলাম বিটিভির একটা অনুষ্ঠানের। এর আগে আরটিভি, এনটিভির শুটিং করেছি। আরও কয়েকটা চ্যানেলের শুট বাকি আছে।’

পড়শীগানের বাইরে কয়েক বছর ধরে আরজে পড়শীকে দেখা যাচ্ছে। একটি এফএম রেডিওতে প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি। গান শোনান। তাঁদের পাঠানো মেসেজের উত্তর দেন। শোনান নিজের গল্প। কাজটা পড়শীর দারুণ লাগে। নতুন গান নিয়ে নিয়মিত হাজির হতে না পারলেও শ্রোতাদের সঙ্গে তাঁর যোগাযোগ বহাল থাকছে আরজে হওয়ার কারণে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত