বিনোদন প্রতিবেদক
ঢাকা: মাসখানেক ধরেই ফেসবুকে নতুন কিছুর আভাস দিচ্ছিলেন আঁখি আলমগীর। বাহারি শাড়িতে আকর্ষণীয় ফটোশুটে হাজির হয়েছেন প্রায়ই। অনুমান করা যাচ্ছিল, নতুন কিছু ঘটতে যাচ্ছে। তবে এমন ‘নতুন’-এর খবর দেবেন আঁখি, সেটা ভাবতেই পারেননি কেউ!
দেশের সংগীতশিল্পীদের মধ্যে আঁখি আলমগীর শুরু থেকেই ব্যতিক্রম। গানের বাইরে প্রায় সবাই অন্য পেশার সঙ্গেও জড়িত। কারও প্রযোজনা প্রতিষ্ঠান আছে, কারও রেস্তোরাঁ। গানের বাইরে প্রায় সবাই কোনো না কোনো ব্যবসার সঙ্গে জড়িত। তবে আঁখি আলমগীর কেবল গান নিয়েই ছিলেন।
এত দিন পরে এসে নতুন উদ্যোগ নিয়ে হাজির হলেন আঁখি। ফ্যাশন হাউস শুরুর ঘোষণা দিলেন তিনি। এ উদ্যোগের নাম রেখেছেন ‘মখমল’। এখানে পাওয়া যাবে আঁখির নিজের ডিজাইন করা পোশাক।
আপনারা জানেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন মানুষ। আমার ডিজাইন করা শাড়ির প্রশংসা অনেক পেয়েছি। এত দিন নিজের জন্যই ডিজাইন করতাম। এবার উন্মুক্ত করলাম সবার জন্য।
আঁখি আলমগীর, সংগীতশিল্পী ও ‘মখমল’ উদ্যোক্তা
করোনা পরিস্থিতির কারণে ‘মখমল’ আপাতত সীমাবদ্ধ অনলাইনে। ফেসবুক পেজ খুলেছেন। সেখান থেকেই ক্রেতারা কিনতে পারবেন আঁখি আলমগীরের ডিজাইন করা শাড়ি। তবে পরিস্থিতির উন্নতি হলে খোলা হবে আউটলেট। গায়িকার স্বপ্ন, মখমল একদিন ছড়িয়ে যাবে সারা বিশ্বে।
মখমলের শুরুটা হচ্ছে আঁখির ডিজাইন করা মসলিন, শিফন, সিল্ক আর জর্জেট শাড়ি দিয়ে। পাওয়া যাবে কামিজও। আঁখি আলমগীর জানালেন, ডিজাইন ও পোশাকের কালেকশন ক্রমেই বাড়বে।
আঁখি আলমগীরের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁর মেয়ে স্নেহা। মায়ের ডিজাইনের শাড়ি পরে মডেল হয়েছেন তিনি।
ঢাকা: মাসখানেক ধরেই ফেসবুকে নতুন কিছুর আভাস দিচ্ছিলেন আঁখি আলমগীর। বাহারি শাড়িতে আকর্ষণীয় ফটোশুটে হাজির হয়েছেন প্রায়ই। অনুমান করা যাচ্ছিল, নতুন কিছু ঘটতে যাচ্ছে। তবে এমন ‘নতুন’-এর খবর দেবেন আঁখি, সেটা ভাবতেই পারেননি কেউ!
দেশের সংগীতশিল্পীদের মধ্যে আঁখি আলমগীর শুরু থেকেই ব্যতিক্রম। গানের বাইরে প্রায় সবাই অন্য পেশার সঙ্গেও জড়িত। কারও প্রযোজনা প্রতিষ্ঠান আছে, কারও রেস্তোরাঁ। গানের বাইরে প্রায় সবাই কোনো না কোনো ব্যবসার সঙ্গে জড়িত। তবে আঁখি আলমগীর কেবল গান নিয়েই ছিলেন।
এত দিন পরে এসে নতুন উদ্যোগ নিয়ে হাজির হলেন আঁখি। ফ্যাশন হাউস শুরুর ঘোষণা দিলেন তিনি। এ উদ্যোগের নাম রেখেছেন ‘মখমল’। এখানে পাওয়া যাবে আঁখির নিজের ডিজাইন করা পোশাক।
আপনারা জানেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন মানুষ। আমার ডিজাইন করা শাড়ির প্রশংসা অনেক পেয়েছি। এত দিন নিজের জন্যই ডিজাইন করতাম। এবার উন্মুক্ত করলাম সবার জন্য।
আঁখি আলমগীর, সংগীতশিল্পী ও ‘মখমল’ উদ্যোক্তা
করোনা পরিস্থিতির কারণে ‘মখমল’ আপাতত সীমাবদ্ধ অনলাইনে। ফেসবুক পেজ খুলেছেন। সেখান থেকেই ক্রেতারা কিনতে পারবেন আঁখি আলমগীরের ডিজাইন করা শাড়ি। তবে পরিস্থিতির উন্নতি হলে খোলা হবে আউটলেট। গায়িকার স্বপ্ন, মখমল একদিন ছড়িয়ে যাবে সারা বিশ্বে।
মখমলের শুরুটা হচ্ছে আঁখির ডিজাইন করা মসলিন, শিফন, সিল্ক আর জর্জেট শাড়ি দিয়ে। পাওয়া যাবে কামিজও। আঁখি আলমগীর জানালেন, ডিজাইন ও পোশাকের কালেকশন ক্রমেই বাড়বে।
আঁখি আলমগীরের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁর মেয়ে স্নেহা। মায়ের ডিজাইনের শাড়ি পরে মডেল হয়েছেন তিনি।
২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’। বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেয়েছে সিনেমার মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’।
৩ মিনিট আগেইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় শুরু হয় সমাপনী আয়োজন। এরপর ঘোষণা করা হয় উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃত
২৮ মিনিট আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৬ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৭ ঘণ্টা আগে