বিনোদন ডেস্ক
চোখে রোদচশমা, গলায় সোনার চেইন। একেবারে যেন বাপ্পি লাহিড়ী। গান গাওয়ার আদব কায়দাতেও দারুণ মিল। আর হবে নাই বা কেন, কিংবদন্তি নানার যোগ্য উত্তরসূরী বলে কথা। নানার পথেই নাতির বিচরণ। নানার শরীরী ভাষা অর্থাৎ স্টাইল তা প্রায় রপ্ত করতে শুরু করে দিয়েছে নাতি রেগো। বলিউডে ৫০ বছরের ক্যারিয়ারে নানা অসংখ্য হিট গান উপহার দিয়েছেন।
সারেগামাপা থেকে এবার পুজায় মুক্তি পেল বাপ্পি লাহিড়ীর নাতি রেগোর প্রথম গান ‘বাচ্চা পার্টি’। প্রথম গানেই রেগো বুঝিয়ে দিলেন, তিনি খুব শীঘ্রই স্টার হতে চলেছেন। নেটিজেনরা ইতিমধ্য়েই প্রশংসা করেছে রেগোর এই গান। অনেকেই বলছেন, রেগো যেন একেবারেই দাদু বাপ্পি লাহিড়ীর মতো।
এই গানের মিউজিক করেছেন সমীর ট্যান্ডন এবং কোরিওগ্রাফি করেছেন রাহুল শেঠি। সদ্য ‘সারেগামা’ থেকে এই গানের ভিডিও মুক্তি পেয়েছে। এই মিউজিক ভিডিওতে বহু শিশুশিল্পী রয়েছে।
ভিডিও অ্যালবামের একটি দৃশ্যে নাতির সঙ্গে বাপ্পি লাহিড়ীকেও দেখা যাবে। গানটি ছোটদের জন্য হলেও বড়দেরও বেশ পছন্দ হয়েছে। নাতির এই কাজে দারুণ খুশি হয়েছে বাপ্পি নিজে। এত অল্প বয়সে মিউজিকের ক্যারিয়ার শুরু করার জন্য নাতির জন্যে গর্বিত বলিউডের এই মিউজিশিয়ান। ভারতীয় গণমাধ্যমের কাছে নাতির গান শুনে অনুভূতি প্রকাশ করেছেন বাপ্পি লাহিড়ী। তিনি বলেন,‘আমার নাতি যে এত অল্প বয়সে মিউজিকে ক্যারিয়ার শুরু করল, এতে আমি দারুণ খুশি এবং গর্বিত। বাচ্চা পার্টি এমন একটা গান যা ওর স্টাইল বা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। সমীরকে ধন্যবাদ, ও রেগোর মধ্যে যে স্পার্ক আছে তা খুঁজে বের করেছে।’
সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর মেয়ে রিমা ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘লিটল স্টার’ রিলিজ করেন। রিমারও প্রথম কাজ ছিল সারেগামাপা থেকেই। এ বার তাঁর ছেলে রেগোর সংগীত সফর শুরু হল সেই একই জায়গা থেকে।
পুজায় এবার ঋতুপর্ণার সঙ্গে ‘ফুলমতি’ গান তৈরি করেছেন বাপ্পি লাহিড়ী। বহু দিন পর গানে সুর দিলেন বাপ্পি। মাঝে রটেছিল, অসুস্থতার জন্য় নাকি বাপ্পি লাহিড়ী কণ্ঠস্বর হারিয়েছেন। তবে খবরকে মিথ্য়ে বলেই ক্ষোভ প্রকাশ করেছেন বাপ্পি। আপাতত, নাতি রেগোর গানেই মেতে আছেন এই সংগীত পরিচালক।
চোখে রোদচশমা, গলায় সোনার চেইন। একেবারে যেন বাপ্পি লাহিড়ী। গান গাওয়ার আদব কায়দাতেও দারুণ মিল। আর হবে নাই বা কেন, কিংবদন্তি নানার যোগ্য উত্তরসূরী বলে কথা। নানার পথেই নাতির বিচরণ। নানার শরীরী ভাষা অর্থাৎ স্টাইল তা প্রায় রপ্ত করতে শুরু করে দিয়েছে নাতি রেগো। বলিউডে ৫০ বছরের ক্যারিয়ারে নানা অসংখ্য হিট গান উপহার দিয়েছেন।
সারেগামাপা থেকে এবার পুজায় মুক্তি পেল বাপ্পি লাহিড়ীর নাতি রেগোর প্রথম গান ‘বাচ্চা পার্টি’। প্রথম গানেই রেগো বুঝিয়ে দিলেন, তিনি খুব শীঘ্রই স্টার হতে চলেছেন। নেটিজেনরা ইতিমধ্য়েই প্রশংসা করেছে রেগোর এই গান। অনেকেই বলছেন, রেগো যেন একেবারেই দাদু বাপ্পি লাহিড়ীর মতো।
এই গানের মিউজিক করেছেন সমীর ট্যান্ডন এবং কোরিওগ্রাফি করেছেন রাহুল শেঠি। সদ্য ‘সারেগামা’ থেকে এই গানের ভিডিও মুক্তি পেয়েছে। এই মিউজিক ভিডিওতে বহু শিশুশিল্পী রয়েছে।
ভিডিও অ্যালবামের একটি দৃশ্যে নাতির সঙ্গে বাপ্পি লাহিড়ীকেও দেখা যাবে। গানটি ছোটদের জন্য হলেও বড়দেরও বেশ পছন্দ হয়েছে। নাতির এই কাজে দারুণ খুশি হয়েছে বাপ্পি নিজে। এত অল্প বয়সে মিউজিকের ক্যারিয়ার শুরু করার জন্য নাতির জন্যে গর্বিত বলিউডের এই মিউজিশিয়ান। ভারতীয় গণমাধ্যমের কাছে নাতির গান শুনে অনুভূতি প্রকাশ করেছেন বাপ্পি লাহিড়ী। তিনি বলেন,‘আমার নাতি যে এত অল্প বয়সে মিউজিকে ক্যারিয়ার শুরু করল, এতে আমি দারুণ খুশি এবং গর্বিত। বাচ্চা পার্টি এমন একটা গান যা ওর স্টাইল বা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। সমীরকে ধন্যবাদ, ও রেগোর মধ্যে যে স্পার্ক আছে তা খুঁজে বের করেছে।’
সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর মেয়ে রিমা ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘লিটল স্টার’ রিলিজ করেন। রিমারও প্রথম কাজ ছিল সারেগামাপা থেকেই। এ বার তাঁর ছেলে রেগোর সংগীত সফর শুরু হল সেই একই জায়গা থেকে।
পুজায় এবার ঋতুপর্ণার সঙ্গে ‘ফুলমতি’ গান তৈরি করেছেন বাপ্পি লাহিড়ী। বহু দিন পর গানে সুর দিলেন বাপ্পি। মাঝে রটেছিল, অসুস্থতার জন্য় নাকি বাপ্পি লাহিড়ী কণ্ঠস্বর হারিয়েছেন। তবে খবরকে মিথ্য়ে বলেই ক্ষোভ প্রকাশ করেছেন বাপ্পি। আপাতত, নাতি রেগোর গানেই মেতে আছেন এই সংগীত পরিচালক।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
২ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে