বিনোদন ডেস্ক
ঢাকা: আজ প্রখ্যাত সংগীত পরিচালক ও গায়ক রাহুল দেব বর্মনের জন্মদিন। ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত তিনি ২৯২টি হিন্দি সিনেমা এবং ৩১টি বাংলা সিনেমার সংগীত পরিচালনা করেছেন। রাহুলের জন্ম কলকাতায়। বাবা শচীন দেব বর্মন একজন খ্যাতিমান সংগীতজ্ঞ। মা মীরা দাশগুপ্তও ছিলেন গানের লোক। গীতিকার ছিলেন তিনি।
রাহুল দেব বর্মনের জন্মদিনে তাঁকে নিয়ে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।
রাহুল দেব বর্মনের ডাকনাম পঞ্চম– এটা সবারই জানা। কিন্তু এ ডাকনামটি জন্মের কয়েকবছর পর রাখা হয়েছিল। প্রথমদিকে টুবলু বলেই ডাকতেন সবাই তাঁকে। এই নাম দিয়েছিলেন তাঁর ঠাকুমা।
তাঁর সুর করা প্রথম গান ছিল ‘অ্যায় মেরি টোপি পলটকে আ’। এই গানটি পরে ‘মিস্টার ফান্টুস’ সিনেমায় ব্যবহার করেছিলেন বাহুল দেব বর্মনের বাবা শচীন দেব বর্মন। অবাক করা ব্যাপার হলো, রাহুল এই গানের সুর করেছিলেন মাত্র ৯ বছর বয়সে!
বাবা শচীন দেব বর্মন দেশের এত বড় সুরকার, তবুও রাহুল দেব বর্মন নিজের গুরু মানতেন আরেক কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীকে।
তিনি সরোদ বাজানো শিখেছিলেন উস্তাদ আলি আকবর খানের কাছে। সমতা প্রসাদের কাছে শিখেছিলেন তবলা। এছাড়াও রাহুল দেব বর্মন খুব ভালো মাউথ অর্গান বাজাতে পারতেন।
তিনি এককভাবে প্রথম কোনো সিনেমায় সুর দেন ‘ছোটে নবাব’-এ, ১৯৬১ সালে। এ সিনেমার পরিচালক মেহমুদ চেয়েছিলেন তাঁর বাবাকে দিয়ে সুর করাতে। কিন্তু শচীন দেব বর্মন জানিয়ে দেন যে, তাঁর হাতে সময় একেবারে নেই। উপায়ান্তর না দেখে রাহুল দেব বর্মনকে দায়িত্ব দেন পরিচালক। এভাবেই শুরু হয় সুরকার রাহুলের যাত্রা।
ঢাকা: আজ প্রখ্যাত সংগীত পরিচালক ও গায়ক রাহুল দেব বর্মনের জন্মদিন। ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত তিনি ২৯২টি হিন্দি সিনেমা এবং ৩১টি বাংলা সিনেমার সংগীত পরিচালনা করেছেন। রাহুলের জন্ম কলকাতায়। বাবা শচীন দেব বর্মন একজন খ্যাতিমান সংগীতজ্ঞ। মা মীরা দাশগুপ্তও ছিলেন গানের লোক। গীতিকার ছিলেন তিনি।
রাহুল দেব বর্মনের জন্মদিনে তাঁকে নিয়ে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।
রাহুল দেব বর্মনের ডাকনাম পঞ্চম– এটা সবারই জানা। কিন্তু এ ডাকনামটি জন্মের কয়েকবছর পর রাখা হয়েছিল। প্রথমদিকে টুবলু বলেই ডাকতেন সবাই তাঁকে। এই নাম দিয়েছিলেন তাঁর ঠাকুমা।
তাঁর সুর করা প্রথম গান ছিল ‘অ্যায় মেরি টোপি পলটকে আ’। এই গানটি পরে ‘মিস্টার ফান্টুস’ সিনেমায় ব্যবহার করেছিলেন বাহুল দেব বর্মনের বাবা শচীন দেব বর্মন। অবাক করা ব্যাপার হলো, রাহুল এই গানের সুর করেছিলেন মাত্র ৯ বছর বয়সে!
বাবা শচীন দেব বর্মন দেশের এত বড় সুরকার, তবুও রাহুল দেব বর্মন নিজের গুরু মানতেন আরেক কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীকে।
তিনি সরোদ বাজানো শিখেছিলেন উস্তাদ আলি আকবর খানের কাছে। সমতা প্রসাদের কাছে শিখেছিলেন তবলা। এছাড়াও রাহুল দেব বর্মন খুব ভালো মাউথ অর্গান বাজাতে পারতেন।
তিনি এককভাবে প্রথম কোনো সিনেমায় সুর দেন ‘ছোটে নবাব’-এ, ১৯৬১ সালে। এ সিনেমার পরিচালক মেহমুদ চেয়েছিলেন তাঁর বাবাকে দিয়ে সুর করাতে। কিন্তু শচীন দেব বর্মন জানিয়ে দেন যে, তাঁর হাতে সময় একেবারে নেই। উপায়ান্তর না দেখে রাহুল দেব বর্মনকে দায়িত্ব দেন পরিচালক। এভাবেই শুরু হয় সুরকার রাহুলের যাত্রা।
আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
১২ ঘণ্টা আগেবান্দ্রার বাসভবনে ১৬ জানুয়ারি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় আহত সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বোন সোহা আলী খান সম্প্রতি সাইফের স্বাস্থ্য বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন।
১৪ ঘণ্টা আগেনতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
১ দিন আগেসাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৌদি আরব। প্রতিবছর সেখানে যেমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় চলচ্চিত্র উৎসব হয়, তেমনি চার বছর ধরে আয়োজিত হচ্ছে জয় অ্যাওয়ার্ডস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তৈরি সিনেমা, সিরিজ ও গানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। জয় অ্যাওয়ার্ডসের..
১ দিন আগে