অঞ্জনের ‘বেলা বোস’ গান থেকে এখন সিনেমায়

বিনোদন ডেস্ক
আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৩: ৩৭
Thumbnail image

অভিনেতা, সংগীতশিল্পী ও নির্মাতা অঞ্জন দত্ত প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানিয়েছেন। ‘মার্ডার ইন দ্য হিলস’ নামের ওয়েব সিরিজটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ। সিরিজটি নিয়ে আক্ষরিক অর্থেই তুমুল হইচই চলছে। এই উন্মাদনার মধ্যে নতুন কাজের খবর জানালেন অঞ্জন দত্ত।

সিরিজ নয়, খবরটি সিনেমার। অঞ্জন দত্তের বিখ্যাত গানের চরিত্র ‘বেলা বোস’ এবার গান থেকে আসবে সিনেমায়। যেহেতু অঞ্জন দত্তের ছবি, তাই প্রাধান্য পাবে গান। মিউজিক্যাল ফিল্ম। নাম হবে ‘বেলা বোসের জন্য’।

২০১০ সালে আরেক বিখ্যাত চরিত্র ‘রঞ্জনা’কে নিয়ে ছবি বানিয়েছিলেন অঞ্জন। ‘রঞ্জনা আমি আর আসব না’ নামের ওই ছবিটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। প্রযোজনা করেছিলেন রানা সরকার। ‘বেলা বোসের জন্য’ ছবিটির প্রযোজকও তিনি। একাধিক ভারতীয় গণমাধ্যমকে অঞ্জন বলেছেন, ‘রঞ্জনা আমার কাছে বড় ঘটনা ছিল। তিনটি জাতীয় পুরস্কার পেয়েছিল। এবার রানা এসে বলল, আমরা আবার আরেকটা ছবি করব এবং মিউজিক্যাল। এই নিয়ে চিন্তাভাবনা শুরু হলো। লেখালেখি শুরু করলাম আবার।’

একই সঙ্গে অঞ্জন এটাও জানিয়েছেন, ‘রঞ্জনা আমি আর আসব না’ গানের সঙ্গে যেমন ছবির কোনো মিল নেই, বেলা বোসের ক্ষেত্রে তেমনি হতে চলেছে। তবে গানটা একই থাকবে। একেবারে সমসাময়িক প্রেক্ষাপটে গল্প বানানো হচ্ছে। এই সময়ের প্রেম, রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে গল্পে।

৬৬ বছর বয়সে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। গানটায় বেলার বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছিল না বলে তার অন্যত্র বিয়ে হয়ে গিয়েছিল। সিনেমার বেলা সে রকম ন্যাকা নয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে বেলাকে অন্যভাবে নিয়ে আসব।

–অঞ্জন দত্ত

বরাবরের মতো ছবির সংগীত পরিচালনায় থাকবেন অঞ্জন আর তাঁর ছেলে নীল দত্ত। সব ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে ‘বেলা বোসের জন্য’ ছবির শুটিং শুরু হবে। এর মাঝে অঞ্জন আরেকটি ওয়েব সিরিজের শুটিং করবেন। তারপর পুরো সময়টাই বরাদ্দ ‘বেলা বোস’-এর জন্য।

আগামী বছর ‘বেলা বোসের জন্য’ ছবির শুটিং করবেন অঞ্জন১৯৯৪ সালে ‘শুনতে কি পাও’ অ্যালবামে প্রথম শোনা যায় ‘২৪৪১১৩৯’ গানটি। ওই গানের ‘বেলা বোস’ এখনো বাঙালির মন কেমনের কারণ। এত বছর পর বেলা বোসকে পর্দায় আনা কতটা কঠিন? অঞ্জন বলেছেন, ‘ভীষণ কঠিন। কিন্তু ৬৬ বছর বয়সে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। গানটায় বেলার বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছিল না বলে তার অন্যত্র বিয়ে হয়ে গিয়েছিল। সিনেমার বেলা সে রকম ন্যাকা নয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে বেলাকে অন্যভাবে নিয়ে আসব।’

কে হবে বেলা বোস?

কে হবেন অঞ্জন দত্তের বেলা বোস, কাকে দেখা যাবে পর্দায় বেলা বোসের চরিত্রে– তা এখনও ঠিক হয়নি। ভাবনা–চিন্তা চলছে। প্রযোজক রানা সরকার গণমাধ্যমে জানিয়েছেন, এই বেলা বোস নতুন কেউ হতে পারে। আবার পুরনোও। অঞ্জন দত্ত বেলাকে যেভাবে এঁকেছেন গল্পে– তাতে নাকি দীপিকা পাড়ুকোনকেই বেশি মানায়! তবে তারা এ নিয়ে এখনও স্থির কোনো সিদ্ধান্তে আসেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত