বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘদিন ধরেই অ্যাজমার সমস্যায় ভুগছেন কবীর সুমন। এ শারীরিক অবস্থা নিয়ে ৭২ বছর বয়সেও গান চালিয়ে যাচ্ছেন তিনি। তবে গত চারদিন ধরে গলায় ব্যথা অনুভব করছিলেন প্রখ্যাত এ সংগীতশিল্পী। ঢোক গিলতে পারছিলেন না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। অবশেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হলেন বাংলা গানের এই কিংবদন্তি।
রোববার মধ্যরাত থেকেই অসুস্থতা বাড়ছিল। তারপরই কলকাতার এসএসকেএম (শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল) হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আশঙ্কা ছিল, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে ভর্তির পরপরই করোনা পরীক্ষা করা হয় সুমনের। আজ রাত ৮টার দিকে পাওয়া গেছে কবীর সুমনের করোনা পরীক্ষার ফলাফল।
তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে গায়ে জ্বর আছে। শারীরিকভাবেও ভীষণ দুর্বল কবীর সুমন।
সৃজিত মুখার্জি, নির্মাতা
জানা যায়, কবীর সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছিল। তাঁর চিকিৎসার জন্য ২ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।
আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে কবীর সুমনকে। ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। টেস্টের ফলাফল হাতে পেলেই শুরু হবে চিকিৎসার পরবর্তী ধাপ।
হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষের অধীনে কবীর সুমনের চিকিৎসা চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০, যা স্বাভাবিকের তুলনায় বেশ কম। যে কারণে তাঁকে কৃত্রিম অক্সিজেন দিতে হচ্ছে। অন্যান্য ওষুধও চলছে। দেওয়া হচ্ছে স্যালাইনও।
ঢাকা: দীর্ঘদিন ধরেই অ্যাজমার সমস্যায় ভুগছেন কবীর সুমন। এ শারীরিক অবস্থা নিয়ে ৭২ বছর বয়সেও গান চালিয়ে যাচ্ছেন তিনি। তবে গত চারদিন ধরে গলায় ব্যথা অনুভব করছিলেন প্রখ্যাত এ সংগীতশিল্পী। ঢোক গিলতে পারছিলেন না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। অবশেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হলেন বাংলা গানের এই কিংবদন্তি।
রোববার মধ্যরাত থেকেই অসুস্থতা বাড়ছিল। তারপরই কলকাতার এসএসকেএম (শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল) হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আশঙ্কা ছিল, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে ভর্তির পরপরই করোনা পরীক্ষা করা হয় সুমনের। আজ রাত ৮টার দিকে পাওয়া গেছে কবীর সুমনের করোনা পরীক্ষার ফলাফল।
তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে গায়ে জ্বর আছে। শারীরিকভাবেও ভীষণ দুর্বল কবীর সুমন।
সৃজিত মুখার্জি, নির্মাতা
জানা যায়, কবীর সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছিল। তাঁর চিকিৎসার জন্য ২ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।
আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে কবীর সুমনকে। ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। টেস্টের ফলাফল হাতে পেলেই শুরু হবে চিকিৎসার পরবর্তী ধাপ।
হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষের অধীনে কবীর সুমনের চিকিৎসা চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০, যা স্বাভাবিকের তুলনায় বেশ কম। যে কারণে তাঁকে কৃত্রিম অক্সিজেন দিতে হচ্ছে। অন্যান্য ওষুধও চলছে। দেওয়া হচ্ছে স্যালাইনও।
আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
১৩ ঘণ্টা আগেবান্দ্রার বাসভবনে ১৬ জানুয়ারি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় আহত সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বোন সোহা আলী খান সম্প্রতি সাইফের স্বাস্থ্য বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন।
১৪ ঘণ্টা আগেনতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
১ দিন আগেসাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৌদি আরব। প্রতিবছর সেখানে যেমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় চলচ্চিত্র উৎসব হয়, তেমনি চার বছর ধরে আয়োজিত হচ্ছে জয় অ্যাওয়ার্ডস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তৈরি সিনেমা, সিরিজ ও গানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। জয় অ্যাওয়ার্ডসের..
১ দিন আগে