বিনোদন প্রতিবেদক, ঢাকা
করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘যত বাধা তত প্রতিরোধ এই বাংলা জানে, বন্ধু তুমি থেকো পাশে দুর্বার উজানে’ এমন কথায় ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের গানটি লিখেছেন চিরকুটের শারমিন সুলতানা সুমি। সুরও করেছেন তিনি। মিউজিক করেছে ব্যান্ড চিরকুট। রেকর্ডিং হয়েছে বাটার কমিউনিকেশন স্টুডিওতে। রামিম হাসানের নির্দেশনায় তৈরি হয়েছে গানের ভিডিও।
সুমি জানিয়েছেন, করোনার এই মহামারিতে দেশের অনেক মানুষের জীবন আজ হুমকির মুখে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা বড় অসহায় জীবন কাটাচ্ছে। অনেকেই দুই মুঠো খাবার জোগাতে হিমশিম খাচ্ছে। তাই সেসব মানুষের পাশে দাঁড়াতে ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের একটি প্রজেক্ট হাতে নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।
দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।
সুমি, ভোকাল–চিরকুট ব্যান্ড
‘ডাকছে আবার দেশ’ মূলত একটি ফান্ড রাইজিং প্রজেক্ট। এই প্রজেক্টে তাদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণফোন। ব্যান্ড চিরকুটও এই প্রচেষ্টায় শামিল হয়েছে। গানের দল হিসেবে তাই চিরকুটের এই গান। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন দেশ ও দশের কল্যাণে আবারও পাশে এসে দাঁড়ায়, সেই আহ্বান জানিয়েই গানটি প্রকাশ করেছে চিরকুট। মূলত দুস্থ মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করা হবে এই ফান্ড দিয়ে।
সুমি বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।’
সুমি জানিয়েছেন, এক দিনের আয়োজনেই তৈরি হয়েছে পুরো গানটি। তৈরি হয়েছে ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ভিডিও প্রকাশ করে তাঁরা সবাইকে আহ্বান জানিয়েছেন মানুষের সাহায্যে সবাই যেন হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যেই গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘যত বাধা তত প্রতিরোধ এই বাংলা জানে, বন্ধু তুমি থেকো পাশে দুর্বার উজানে’ এমন কথায় ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের গানটি লিখেছেন চিরকুটের শারমিন সুলতানা সুমি। সুরও করেছেন তিনি। মিউজিক করেছে ব্যান্ড চিরকুট। রেকর্ডিং হয়েছে বাটার কমিউনিকেশন স্টুডিওতে। রামিম হাসানের নির্দেশনায় তৈরি হয়েছে গানের ভিডিও।
সুমি জানিয়েছেন, করোনার এই মহামারিতে দেশের অনেক মানুষের জীবন আজ হুমকির মুখে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা বড় অসহায় জীবন কাটাচ্ছে। অনেকেই দুই মুঠো খাবার জোগাতে হিমশিম খাচ্ছে। তাই সেসব মানুষের পাশে দাঁড়াতে ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের একটি প্রজেক্ট হাতে নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।
দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।
সুমি, ভোকাল–চিরকুট ব্যান্ড
‘ডাকছে আবার দেশ’ মূলত একটি ফান্ড রাইজিং প্রজেক্ট। এই প্রজেক্টে তাদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণফোন। ব্যান্ড চিরকুটও এই প্রচেষ্টায় শামিল হয়েছে। গানের দল হিসেবে তাই চিরকুটের এই গান। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন দেশ ও দশের কল্যাণে আবারও পাশে এসে দাঁড়ায়, সেই আহ্বান জানিয়েই গানটি প্রকাশ করেছে চিরকুট। মূলত দুস্থ মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করা হবে এই ফান্ড দিয়ে।
সুমি বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।’
সুমি জানিয়েছেন, এক দিনের আয়োজনেই তৈরি হয়েছে পুরো গানটি। তৈরি হয়েছে ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ভিডিও প্রকাশ করে তাঁরা সবাইকে আহ্বান জানিয়েছেন মানুষের সাহায্যে সবাই যেন হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যেই গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
৮ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
৯ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১০ ঘণ্টা আগে