বিনোদন প্রতিবেদক, ঢাকা
আফ্রিকার সংগীত অঙ্গনে পরিচিত হয়ে উঠছেন বাংলাদেশের জুয়েল চৌধুরী। এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়ক এসজাভাসহ দেশটির শীর্ষ সংগীতশিল্পীদের সঙ্গে বেশ কয়েকটি গান করেছেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কোলাবোরেশন করার ইচ্ছা আছে তাঁর।
নব্বইয়ের দশকে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ আফ্রিকায় যান জুয়েল। পরবর্তী সময়ে যুক্ত হন সেখানকার সংগীতের সঙ্গে। জুয়েল বলেন, ‘দেশে থাকতে আফ্রিকান মিউজিকের প্রতি আকর্ষণ ছিল। এখানে আসার পর বিভিন্ন ক্লাবে যেতাম গান শুনতে। এখানে যাঁরা গান করেন, তাঁদের সঙ্গে পরিচয় হয়। শুরুতে হাউস মিউজিকের কয়েকটি ট্র্যাক করি। ২০০৬ সালে আমি যখন প্রথম রেকর্ড করি। ট্র্যাকটির নাম ছিলো “মানি হানি”। আফ্রিকায় এটাই ছিল আমার প্রথম গান।’
২০১০ সালে প্রকাশ পায় জুয়েলের প্রথম অ্যালবাম ‘পেইন কিলার’। ২০১৪ সালের দিকে জুয়েলের পরিচয় হয় এসজাভার সঙ্গে। তাঁর সঙ্গে জুয়েল প্রথম গান করেন ২০১৫ সালে। গানটির শিরোনাম ‘শো মি দ্য মানি’। জুয়েল জানান, গানটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর এসজাভার সঙ্গে ২০১৬ সালে শরাব নামের আরও একটি গান করেন তিনি।
সম্প্রতি এসজাভার সঙ্গে নতুন আরেকটি গান করেছেন জুয়েল। হিপহপ ফিউশনধর্মী গানটির শিরোনাম ‘স্থান্ডাসাম’, ইংরেজিতে ‘লাভার’। এসজাভা গেয়েছেন জুলু ভাষায় আর ইংরেজি অংশটুকু গেয়েছেন জুয়েল। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানান জুয়েল।
আফ্রিকার সংগীত অঙ্গনে পরিচিত হয়ে উঠছেন বাংলাদেশের জুয়েল চৌধুরী। এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়ক এসজাভাসহ দেশটির শীর্ষ সংগীতশিল্পীদের সঙ্গে বেশ কয়েকটি গান করেছেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কোলাবোরেশন করার ইচ্ছা আছে তাঁর।
নব্বইয়ের দশকে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ আফ্রিকায় যান জুয়েল। পরবর্তী সময়ে যুক্ত হন সেখানকার সংগীতের সঙ্গে। জুয়েল বলেন, ‘দেশে থাকতে আফ্রিকান মিউজিকের প্রতি আকর্ষণ ছিল। এখানে আসার পর বিভিন্ন ক্লাবে যেতাম গান শুনতে। এখানে যাঁরা গান করেন, তাঁদের সঙ্গে পরিচয় হয়। শুরুতে হাউস মিউজিকের কয়েকটি ট্র্যাক করি। ২০০৬ সালে আমি যখন প্রথম রেকর্ড করি। ট্র্যাকটির নাম ছিলো “মানি হানি”। আফ্রিকায় এটাই ছিল আমার প্রথম গান।’
২০১০ সালে প্রকাশ পায় জুয়েলের প্রথম অ্যালবাম ‘পেইন কিলার’। ২০১৪ সালের দিকে জুয়েলের পরিচয় হয় এসজাভার সঙ্গে। তাঁর সঙ্গে জুয়েল প্রথম গান করেন ২০১৫ সালে। গানটির শিরোনাম ‘শো মি দ্য মানি’। জুয়েল জানান, গানটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর এসজাভার সঙ্গে ২০১৬ সালে শরাব নামের আরও একটি গান করেন তিনি।
সম্প্রতি এসজাভার সঙ্গে নতুন আরেকটি গান করেছেন জুয়েল। হিপহপ ফিউশনধর্মী গানটির শিরোনাম ‘স্থান্ডাসাম’, ইংরেজিতে ‘লাভার’। এসজাভা গেয়েছেন জুলু ভাষায় আর ইংরেজি অংশটুকু গেয়েছেন জুয়েল। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানান জুয়েল।
গত মাসে নিজের ৪১ তম জন্মদিনে বাঁধন জানিয়েছিলেন তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। এবার অভিনেত্রী জানালেন তিনিও জীবনসঙ্গী নিয়ে নতুন কর ভাবছেন।
৩ ঘণ্টা আগেশাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করেছে এক অজ্ঞাতনামা যুবক। এই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের সদস্য কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।
৯ ঘণ্টা আগেবলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন ‘টক অব দ্য টাউন।’ প্রায় দুই মাস ধরে খবর চাউর হয় ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে এক সঙ্গে পর্দায় জুটি বাধতে চলেছেন তাঁরা।
১০ ঘণ্টা আগেলেখক, বিজ্ঞাপন নির্মাতা, চিত্রশিল্পী, নাট্য পরিচালক—এক আফজাল হোসেন পরিচিত নানা পরিচয়ে। তবে সবকিছু ছাপিয়ে তাঁর অভিনয়শিল্পী পরিচয়। মঞ্চ, টেলিভিশন, সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘কারাগার’, ‘পেটকাটা ষ’ ও ‘বোধ’ সিরিজে।
১৭ ঘণ্টা আগে