বিনোদন প্রতিবেদক, ঢাকা
আফ্রিকার সংগীত অঙ্গনে পরিচিত হয়ে উঠছেন বাংলাদেশের জুয়েল চৌধুরী। এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়ক এসজাভাসহ দেশটির শীর্ষ সংগীতশিল্পীদের সঙ্গে বেশ কয়েকটি গান করেছেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কোলাবোরেশন করার ইচ্ছা আছে তাঁর।
নব্বইয়ের দশকে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ আফ্রিকায় যান জুয়েল। পরবর্তী সময়ে যুক্ত হন সেখানকার সংগীতের সঙ্গে। জুয়েল বলেন, ‘দেশে থাকতে আফ্রিকান মিউজিকের প্রতি আকর্ষণ ছিল। এখানে আসার পর বিভিন্ন ক্লাবে যেতাম গান শুনতে। এখানে যাঁরা গান করেন, তাঁদের সঙ্গে পরিচয় হয়। শুরুতে হাউস মিউজিকের কয়েকটি ট্র্যাক করি। ২০০৬ সালে আমি যখন প্রথম রেকর্ড করি। ট্র্যাকটির নাম ছিলো “মানি হানি”। আফ্রিকায় এটাই ছিল আমার প্রথম গান।’
২০১০ সালে প্রকাশ পায় জুয়েলের প্রথম অ্যালবাম ‘পেইন কিলার’। ২০১৪ সালের দিকে জুয়েলের পরিচয় হয় এসজাভার সঙ্গে। তাঁর সঙ্গে জুয়েল প্রথম গান করেন ২০১৫ সালে। গানটির শিরোনাম ‘শো মি দ্য মানি’। জুয়েল জানান, গানটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর এসজাভার সঙ্গে ২০১৬ সালে শরাব নামের আরও একটি গান করেন তিনি।
সম্প্রতি এসজাভার সঙ্গে নতুন আরেকটি গান করেছেন জুয়েল। হিপহপ ফিউশনধর্মী গানটির শিরোনাম ‘স্থান্ডাসাম’, ইংরেজিতে ‘লাভার’। এসজাভা গেয়েছেন জুলু ভাষায় আর ইংরেজি অংশটুকু গেয়েছেন জুয়েল। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানান জুয়েল।
আফ্রিকার সংগীত অঙ্গনে পরিচিত হয়ে উঠছেন বাংলাদেশের জুয়েল চৌধুরী। এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়ক এসজাভাসহ দেশটির শীর্ষ সংগীতশিল্পীদের সঙ্গে বেশ কয়েকটি গান করেছেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কোলাবোরেশন করার ইচ্ছা আছে তাঁর।
নব্বইয়ের দশকে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ আফ্রিকায় যান জুয়েল। পরবর্তী সময়ে যুক্ত হন সেখানকার সংগীতের সঙ্গে। জুয়েল বলেন, ‘দেশে থাকতে আফ্রিকান মিউজিকের প্রতি আকর্ষণ ছিল। এখানে আসার পর বিভিন্ন ক্লাবে যেতাম গান শুনতে। এখানে যাঁরা গান করেন, তাঁদের সঙ্গে পরিচয় হয়। শুরুতে হাউস মিউজিকের কয়েকটি ট্র্যাক করি। ২০০৬ সালে আমি যখন প্রথম রেকর্ড করি। ট্র্যাকটির নাম ছিলো “মানি হানি”। আফ্রিকায় এটাই ছিল আমার প্রথম গান।’
২০১০ সালে প্রকাশ পায় জুয়েলের প্রথম অ্যালবাম ‘পেইন কিলার’। ২০১৪ সালের দিকে জুয়েলের পরিচয় হয় এসজাভার সঙ্গে। তাঁর সঙ্গে জুয়েল প্রথম গান করেন ২০১৫ সালে। গানটির শিরোনাম ‘শো মি দ্য মানি’। জুয়েল জানান, গানটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর এসজাভার সঙ্গে ২০১৬ সালে শরাব নামের আরও একটি গান করেন তিনি।
সম্প্রতি এসজাভার সঙ্গে নতুন আরেকটি গান করেছেন জুয়েল। হিপহপ ফিউশনধর্মী গানটির শিরোনাম ‘স্থান্ডাসাম’, ইংরেজিতে ‘লাভার’। এসজাভা গেয়েছেন জুলু ভাষায় আর ইংরেজি অংশটুকু গেয়েছেন জুয়েল। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানান জুয়েল।
দাফন সম্পন্ন হয়েছে রবীন্দ্র সংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের। গতকাল দুপুরে ধানমন্ডি-৬ এর ঈদগাহ মসজিদে বাদ জুমা জানাজা শেষে বনানী কবরস্থানে নেওয়া হয় শিল্পীর মরদেহ। সেখানেই দাফন সম্পন্ন হয় তাঁর।
২ ঘণ্টা আগেহাইকোর্ট থেকে কী রায় আসে, সেদিকে তাকিয়ে ছিলেন সবাই। দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে সন্ধ্যায় এল সুখবর। তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।
২ ঘণ্টা আগেপ্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে নিয়ে যাওয়া হয় গান্ধী হাসপাতালে। মেডিকেল পরীক্ষার পর নামপল্লী কোর্টে হাজির করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হল আল্লুকে।
৩ ঘণ্টা আগেরাজধানীর জিন্দা পার্কে শুক্রবার সকাল থেকে চলছিল হাউ সুইট ওয়েব ফিল্মের শুটিং। দুপুর ১২টার দিকে একটি ড্রাইভিং দৃশ্যে শুট চলা অবস্থায় দুর্ঘটনার শিকার হন তিন অভিনয়শিল্পী।
৪ ঘণ্টা আগে