বিনোদন ডেস্ক
হালের তুমুল জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস তাঁদের নতুন অ্যালবাম নিয়ে আসছে শিগগিরই। বিটিএস এর ব্যবস্থাপনা সংস্থা বিগহিট মিউজিক স্থানীয় সময় রোববার নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা করে।
বিগহিট মিউজিক এক বিবৃতিতে জানায়, ‘বিটিএস ১০ জুন, ২০২২-এ আরেকটি নতুন অ্যালবাম নিয়ে ফিরছে। নতুন অ্যালবামের জন্য আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছি।’ নতুন অ্যালবামের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে একটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিটিএসও তাঁদের অফিশিয়াল টুইটার পেজে নতুন অ্যালবামের একটি টিজার শেয়ার করে। ৫০ সেকেন্ডের ভিডিও ক্লিপটির শেষ দিকে ‘আমরা বুলেটপ্রুফ’ এবং ‘২০২২.০৬. ১০’ লেখা ফ্ল্যাশ করতে থাকে।
এর পর বেশ সাড়া পড়ে যায় বিটিএস এর ভক্তদের মধ্যে। শুভ কামনা জানানোর পাশাপাশি অনেক ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চায় যে, নতুন অ্যালবামের নাম ‘আমরা বুলেটপ্রুফ’ কিনা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে বিটিএস তাঁদের সবশেষ অ্যালবাম ‘বিই’ প্রকাশ করে। এর পর, ২০২১ সালের মে ও জুলাইয়ে যথাক্রমে দুটি ব্যাক-টু-ব্যাক ইংরেজি একক ‘বাটার’ ও ‘পারমিশন টু ডান্স’ গান প্রকাশ করে বিটিএস।
‘বাটার’-এর জন্য সেরা পপ গ্রুপ পারফরম্যান্স বিভাগে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিল ব্যান্ডটি, কিন্তু দোজা ক্যাট ও এসজেডএ-এর ‘কিস মি মোর’ জিতে নেয় পুরস্কার।
বর্তমানে বিটিএস তাঁদের ‘পারমিশন টু ডান্স অন স্টেজ’ ট্যুরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থান করছে।
২০১৩ সালে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে জনপ্রিয় কে–পপ ব্যান্ড বিটিএস। দলটিতে রয়েছেন আরএম, জিন, সুগা, জে–হোপ, ভি, জিমিন ও জাংকুক।
হালের তুমুল জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস তাঁদের নতুন অ্যালবাম নিয়ে আসছে শিগগিরই। বিটিএস এর ব্যবস্থাপনা সংস্থা বিগহিট মিউজিক স্থানীয় সময় রোববার নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা করে।
বিগহিট মিউজিক এক বিবৃতিতে জানায়, ‘বিটিএস ১০ জুন, ২০২২-এ আরেকটি নতুন অ্যালবাম নিয়ে ফিরছে। নতুন অ্যালবামের জন্য আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছি।’ নতুন অ্যালবামের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে একটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিটিএসও তাঁদের অফিশিয়াল টুইটার পেজে নতুন অ্যালবামের একটি টিজার শেয়ার করে। ৫০ সেকেন্ডের ভিডিও ক্লিপটির শেষ দিকে ‘আমরা বুলেটপ্রুফ’ এবং ‘২০২২.০৬. ১০’ লেখা ফ্ল্যাশ করতে থাকে।
এর পর বেশ সাড়া পড়ে যায় বিটিএস এর ভক্তদের মধ্যে। শুভ কামনা জানানোর পাশাপাশি অনেক ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চায় যে, নতুন অ্যালবামের নাম ‘আমরা বুলেটপ্রুফ’ কিনা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে বিটিএস তাঁদের সবশেষ অ্যালবাম ‘বিই’ প্রকাশ করে। এর পর, ২০২১ সালের মে ও জুলাইয়ে যথাক্রমে দুটি ব্যাক-টু-ব্যাক ইংরেজি একক ‘বাটার’ ও ‘পারমিশন টু ডান্স’ গান প্রকাশ করে বিটিএস।
‘বাটার’-এর জন্য সেরা পপ গ্রুপ পারফরম্যান্স বিভাগে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিল ব্যান্ডটি, কিন্তু দোজা ক্যাট ও এসজেডএ-এর ‘কিস মি মোর’ জিতে নেয় পুরস্কার।
বর্তমানে বিটিএস তাঁদের ‘পারমিশন টু ডান্স অন স্টেজ’ ট্যুরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থান করছে।
২০১৩ সালে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে জনপ্রিয় কে–পপ ব্যান্ড বিটিএস। দলটিতে রয়েছেন আরএম, জিন, সুগা, জে–হোপ, ভি, জিমিন ও জাংকুক।
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
১১ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
১১ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে