প্রথম বাংলাদেশি হিসেবে স্পটিফাইয়ে অ্যাশেজের ইভান

বিনোদন প্রতিবেদক
Thumbnail image

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের আমন্ত্রণে প্রতিষ্ঠানটির দুবাই কার্যালয়ে গিয়েছেন জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের শিল্পী জুনায়েদ ইভান। গতকাল বুধবার বুধবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে যান তিনি। এ সময় প্রতিষ্ঠানটির কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাঁকে। 

কার্যালয় পরিদর্শনের পাশাপাশি তাঁর সংগীতজীবনের নানা দিক নিয়েও আলোচনা হয় সেখানে। স্পটিফাইর স্টুডিওতে লাইভ গান করেন ইভান। নির্মাণ করা হয় একটি বিশেষ প্রোমোশনাল কনটেন্ট। শুধু তাই নয়, অ্যাশেজের সঙ্গে বছরব্যাপী নতুন কিছু চমকপ্রদ প্রজেক্টও করতে আগ্রহী হয় স্পটিফাই।

দুবাইয়ে স্পটিফাই কার্যালয়ে ইভানকে সঙ্গ দেন স্পটিফাইয়ে প্রথম দুই বাংলাদেশি হিসেবে কর্মরত আর্টিস্ট অ্যান্ড লেবেল পার্টনারশিপ কো–অর্ডিনেটর মো. একরামুজ্জামান একরাম ও এডিটোরিয়াল কো–অর্ডিনেটর মীর রাসেল আহমেদ। 

দুবাই থেকে ইভান জানান, ‘সম্প্রতি আমার ব্যান্ড ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে স্পটিফাই। সে সূত্রেই দুবাইয়ে তাদের আমন্ত্রণে আসা। দারুণ একটা সময় কেটেছে। বাংলাদেশে স্পটিফাইর নতুন যাত্রায় প্রথমেই আমাকে সঙ্গী করায় আমি গর্বিত ও আনন্দিত। তাদের সঙ্গে বেশ কিছু চমকপ্রদ প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। ২০২৩ সাল জুড়ে আমিসহ বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কি ধরনের পরিকল্পনা রয়েছে তা নিয়ে আমাকে জানায় তারা। সেই ধারাবাহিকতায় আমার ব্যান্ড অ্যাশেজের সঙ্গেও পৃথকভাবে কিছু কাজ করতে আগ্রহী তারা।’ 

শুধু তাই নয়, আসছে নতুন বছর বাংলাদেশের নতুন নতুন মিউজিক্যাল ইভেন্টগুলোতেও সহযোগী হিসেবে যুক্ত হবে স্পটিফাই। এটি আমাদের দেশের সংগীতাঙ্গনের জন্য আনন্দের খবর বলেও জানান ইভান। 

আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশে প্রায় এক বছর হল যাত্রা শুরু করেছে স্পটিফাই। দুবাইয়ে অবস্থিত স্পটিফাইের কার্যালয়টির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও সাউথ এশিয়ায় তাদের কার্যক্রম পরিচালিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত