নীলুর কণ্ঠে নতুন গান ‘যতই তোমায় ভালোবাসি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নব্বইয়ের দশকের আধুনিক বাংলা গানের জনপ্রিয় গায়কদের একজন মোখলেছুল ইসলাম নীলু। ‘সুখপাখি উড়ে গেছে’, ‘সাগরের নীল থেকে’, ‘তোমারই জন্যে’, ‘আমার যে দিকটায় তুমি’, ‘বরষার রিমঝিম’-এমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত এই শিল্পী তিন যুগের ক্যারিয়ারে প্রকাশ করেছেন ছয়টি একক অ্যালবাম। গেয়েছেন অসংখ্য অনুষ্ঠানে।

শনিবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন মোখলেছুল ইসলাম নীলু। ‘যতই তোমায় ভালোবাসি’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজনে আছেন আদিব কবির।

গানের সঙ্গে মিল রেখে গল্প সাজিয়ে এর ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হয়েছেন তারেক তাজ ও সাথী।

গানটি নিয়ে মোখলেছুল ইসলাম নীলু বলেন, ‘আমরা যখন গভীরভাবে কারো প্রেমে পড়ি, তখন তাকে যতই ভালোবাসি না কেন তা অল্প মনে হয়। আরও ভালোবাসার আকুলতায় ভরে ওঠে প্রেমিক মন। এমন অনুভূতি নিয়েই লেখা হয়েছে গানটি। ভিডিওটিও করা হয়েছে সে অনুযায়ী। শুদ্ধ ও সুরেলা গান যারা পছন্দ করেন, এ গানও তাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

‘যতই তোমায় ভালোবাসি’ গানটি প্রকাশিত হয়েছে ডেডলাইন মিউজিকের ইউটিউব চ্যানেলে।

শুনুন নীলুর গাওয়া ‘যতই তোমায় ভালোবাসি’:

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত