বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদের সকালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল জেমসের নতুন গান ‘সবই ভুল’। প্রয়াত গীতিকার বিশু শিকদারের সঙ্গে যৌথভাবে গানটি লিখেছেন জেমস নিজেই, সুরও করেছেন তিনি।
আজ শনিবার সকালে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নতুন এই গানের ভিডিওচিত্রে জেমসও অংশ নিয়েছেন। গিটার হাতে চিরায়ত ভঙ্গিতে দেখা গেছে উপমহাদেশের নন্দিত এই সংগীতশিল্পীকে। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
‘তারে হারিয়ে বুঝেছি, সে যে কী ছিল আমার’—দরাজ কণ্ঠে সেই চিরচেনা জেমস। কে বলবে মানুষটার বয়স ষাটের কাছাকাছি! গুরুর এমন গানের জন্যই তো যুগ যুগ অপেক্ষা করে আছে তাঁর ভক্তরা।
যে বিশুর ‘দুষ্টু ছেলের দল’, ‘তুফান’, ‘বিজলী’, ‘সেলাই দিদিমণি’সহ জেমসের গাওয়া এমন অনেক গানে শ্রোতারা উন্মাতাল হয়েছিল, সেই বিশুর সঙ্গে জেমসের বন্ধুত্ব অনেক দিনের। গত ২২ জানুয়ারি দীর্ঘদিনের সহযাত্রী এই গীতিকবির মৃত্যুতে শোকাহত জেমস ছুটে গিয়েছিলেন নড়াইলের লোহাগড়ায় বিশুর পরিবারের সঙ্গে দেখা করতে। দেখভালের দায়িত্ব নিয়েছিলেন বিশুর পরিবারের।
গত ১৭ এপ্রিল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এর কনফারেন্স রুমে জেমসের এই নতুন গান উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে স্মারক তুলে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জেমস বলেন, ‘গতবারের গানটি থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, সেটি মাথায় রেখেই নতুন এই গান করা। কাজের স্বাধীনতা ছিল বলে সময় নিয়েছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই প্ল্যাটফর্মে ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব।’
বসুন্ধরা ডিজিটাল চ্যানেলের জন্য বেশ কয়েকটি গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জেমস। ‘আই লাভ ইউ’ শিরোনামে তাঁর প্রথম গানটি প্রকাশিত হয়েছিল গত বছরের ঈদুল ফিতরে।
দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। দেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশের নন্দিত এই সংগীতশিল্পী বলিউডেও গেয়েছেন।
ঈদের সকালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল জেমসের নতুন গান ‘সবই ভুল’। প্রয়াত গীতিকার বিশু শিকদারের সঙ্গে যৌথভাবে গানটি লিখেছেন জেমস নিজেই, সুরও করেছেন তিনি।
আজ শনিবার সকালে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নতুন এই গানের ভিডিওচিত্রে জেমসও অংশ নিয়েছেন। গিটার হাতে চিরায়ত ভঙ্গিতে দেখা গেছে উপমহাদেশের নন্দিত এই সংগীতশিল্পীকে। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
‘তারে হারিয়ে বুঝেছি, সে যে কী ছিল আমার’—দরাজ কণ্ঠে সেই চিরচেনা জেমস। কে বলবে মানুষটার বয়স ষাটের কাছাকাছি! গুরুর এমন গানের জন্যই তো যুগ যুগ অপেক্ষা করে আছে তাঁর ভক্তরা।
যে বিশুর ‘দুষ্টু ছেলের দল’, ‘তুফান’, ‘বিজলী’, ‘সেলাই দিদিমণি’সহ জেমসের গাওয়া এমন অনেক গানে শ্রোতারা উন্মাতাল হয়েছিল, সেই বিশুর সঙ্গে জেমসের বন্ধুত্ব অনেক দিনের। গত ২২ জানুয়ারি দীর্ঘদিনের সহযাত্রী এই গীতিকবির মৃত্যুতে শোকাহত জেমস ছুটে গিয়েছিলেন নড়াইলের লোহাগড়ায় বিশুর পরিবারের সঙ্গে দেখা করতে। দেখভালের দায়িত্ব নিয়েছিলেন বিশুর পরিবারের।
গত ১৭ এপ্রিল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এর কনফারেন্স রুমে জেমসের এই নতুন গান উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে স্মারক তুলে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জেমস বলেন, ‘গতবারের গানটি থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, সেটি মাথায় রেখেই নতুন এই গান করা। কাজের স্বাধীনতা ছিল বলে সময় নিয়েছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই প্ল্যাটফর্মে ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব।’
বসুন্ধরা ডিজিটাল চ্যানেলের জন্য বেশ কয়েকটি গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জেমস। ‘আই লাভ ইউ’ শিরোনামে তাঁর প্রথম গানটি প্রকাশিত হয়েছিল গত বছরের ঈদুল ফিতরে।
দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। দেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশের নন্দিত এই সংগীতশিল্পী বলিউডেও গেয়েছেন।
ইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় শুরু হয় সমাপনী আয়োজন। এরপর ঘোষণা করা হয় উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃত
১৮ মিনিট আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৬ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৬ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
৭ ঘণ্টা আগে