বিটিভির অনুষ্ঠানে কলকাতার সুরজিৎ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২২, ২০: ১৫
Thumbnail image

‘বারান্দায় রোদ্দুর’, ‘কান্দে শুধু মন কে কান্দে রে’, ‘ফাগুনের মোহনায়’, ‘লাল পাহাড়ের দেশে যা’, ‘এই ফাল্গুনী পূর্ণিমা রাতে চল পালায়ে যাই’—এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। এবার ঈদে তাঁকে পাওয়া যাবে বাংলাদেশ টেলিভিশনের গানের আয়োজনে।

 বিটিভির ‘উৎসবের গান’ অনুষ্ঠানে গেয়েছেন সুরজিৎমাসখানেক আগে বাংলাদেশে এসেছিলেন সুরজিৎ। তখন অংশ নেন বিটিভির গানের অনুষ্ঠান ‘উৎসবের গান’-এ। এ অনুষ্ঠানের নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে শুনিয়েছেন শিল্পী। তাঁর সঙ্গে উপস্থাপনায় ছিলেন সংগীতশিল্পী দেবলীনা সুর।

সুমন সাহার গ্রন্থনায় ‘উৎসবের গান’ প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। জানা গেছে, ঈদের ২য় দিন সকাল ১০টা ১০ মিনিটে বিটিভিতে দেখা যাবে সুরজিতের গান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত