বিনোদন ডেস্ক
হালের গ্লোবাল পপ সেনসেশন ব্ল্যাকপিঙ্ক। তাদের ২০২২ সালের ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ নির্বাচিত করেছে বিখ্যাত টাইম সাময়িকী।
এর আগে ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস এই তকমা জিতেছিল। এবার দ্বিতীয় কে–পপ ব্যান্ড হিসেবে দক্ষিণ কোরিয়ার চার সদস্যের নারী ব্যান্ডটি টাইমের শিরোনাম হলো।
দক্ষিণ কোরিয়ার বৃহৎ রেকর্ড লেবেল ওয়াইজি ২০১৬ সালে জেনি, জিসু, লিসা এবং রোজকে আবিষ্কার করে। পরবর্তীতে এই চারজনই দ্রুত আন্তর্জাতিক খ্যাতি পান। দক্ষিণ কোরিয়ার রেকর্ড লেবেলটি সম্ভাবনাময় পারফরমারদের খুঁজে বের করে। এরপর তাদের নিবিড়ভাবে প্রশিক্ষণ দেয়। এ ছাড়া দেশের তারকা মানের পারফরমারদের স্ক্রিনে কাজ করার সুযোগ দেয় তারা।
ব্ল্যাকপিঙ্কের প্রথম এলপি ‘দ্য অ্যালবাম’, ২০২০ সালে প্রকাশ পায়। প্রকাশের এক মাসেরও কম সময়ের মধ্যে ১০ লাখের বেশি কপি বিক্রি হয় অ্যালবামটি।
ব্ল্যাকপিঙ্কের র্যাপার জেনি টাইমকে বলেন, ‘আমরা অনেক কাজ করেছি যাতে আমাদের সুপার ওমেনের মতো দেখায়। কিন্তু দিন শেষে আমরা খুব সাধারণ মেয়ে।’
এই ব্যান্ডের বৈশ্বিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তাঁদের প্রত্যেকের একটি আন্তর্জাতিক পটভূমি। যেমন: গায়িকা রোজের জন্ম নিউজিল্যান্ডে এবং বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়।
জেনির জন্ম দক্ষিণ কোরিয়ায় কিন্তু বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। আর নৃত্যশিল্পী লিসা থাইল্যান্ডের। গায়িকা জিসু গ্রুপের একমাত্র সদস্য যার জন্ম এবং বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়।
ব্ল্যাকপিঙ্ক বর্তমানে ‘বর্ন পিঙ্ক’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ইউরোপজুড়ে পারফর্ম করছে। গত অক্টোবরে শুরু হওয়া সফর শেষ হবে এ বছরের শেষ নাগাদ।
হালের গ্লোবাল পপ সেনসেশন ব্ল্যাকপিঙ্ক। তাদের ২০২২ সালের ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ নির্বাচিত করেছে বিখ্যাত টাইম সাময়িকী।
এর আগে ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস এই তকমা জিতেছিল। এবার দ্বিতীয় কে–পপ ব্যান্ড হিসেবে দক্ষিণ কোরিয়ার চার সদস্যের নারী ব্যান্ডটি টাইমের শিরোনাম হলো।
দক্ষিণ কোরিয়ার বৃহৎ রেকর্ড লেবেল ওয়াইজি ২০১৬ সালে জেনি, জিসু, লিসা এবং রোজকে আবিষ্কার করে। পরবর্তীতে এই চারজনই দ্রুত আন্তর্জাতিক খ্যাতি পান। দক্ষিণ কোরিয়ার রেকর্ড লেবেলটি সম্ভাবনাময় পারফরমারদের খুঁজে বের করে। এরপর তাদের নিবিড়ভাবে প্রশিক্ষণ দেয়। এ ছাড়া দেশের তারকা মানের পারফরমারদের স্ক্রিনে কাজ করার সুযোগ দেয় তারা।
ব্ল্যাকপিঙ্কের প্রথম এলপি ‘দ্য অ্যালবাম’, ২০২০ সালে প্রকাশ পায়। প্রকাশের এক মাসেরও কম সময়ের মধ্যে ১০ লাখের বেশি কপি বিক্রি হয় অ্যালবামটি।
ব্ল্যাকপিঙ্কের র্যাপার জেনি টাইমকে বলেন, ‘আমরা অনেক কাজ করেছি যাতে আমাদের সুপার ওমেনের মতো দেখায়। কিন্তু দিন শেষে আমরা খুব সাধারণ মেয়ে।’
এই ব্যান্ডের বৈশ্বিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তাঁদের প্রত্যেকের একটি আন্তর্জাতিক পটভূমি। যেমন: গায়িকা রোজের জন্ম নিউজিল্যান্ডে এবং বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়।
জেনির জন্ম দক্ষিণ কোরিয়ায় কিন্তু বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। আর নৃত্যশিল্পী লিসা থাইল্যান্ডের। গায়িকা জিসু গ্রুপের একমাত্র সদস্য যার জন্ম এবং বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়।
ব্ল্যাকপিঙ্ক বর্তমানে ‘বর্ন পিঙ্ক’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ইউরোপজুড়ে পারফর্ম করছে। গত অক্টোবরে শুরু হওয়া সফর শেষ হবে এ বছরের শেষ নাগাদ।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
৫ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
৭ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
৯ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
১১ ঘণ্টা আগে