জন্মদিনে আর ডি বর্মণের অপ্রকাশিত পাঁচ গান নিয়ে অ্যালবাম

বিনোদন ডেস্ক
আপডেট : ২৭ জুন ২০২৪, ১৭: ৪০
Thumbnail image

২৭ জুন কিংবদন্তি ভারতীয় সুরকার রাহুল দেব বর্মণের ৮৫তম জন্মদিন। জন্মদিনে তাঁর অপ্রকাশিত পাঁচটি গান নিয়ে প্রকাশ পাচ্ছে নতুন অ্যালবাম। ৪০ বছর আগে সুর করা গানগুলো নিয়ে ‘পাঁচে পঞ্চম’ শিরোনামের অ্যালবামে থাকছে চারটি বাংলা গান ও একটি হিন্দি গান।

অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, স্বপ্না মুখোপাধ্যায়, জোজো নাথালিয়া। গানগুলো শোনা যাবে ‘ফ্লিক্সবাগ মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে।

রাহুল দেব বর্মণের জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য এই বিশেষ পদক্ষেপ। পাঁচটি গানের মধ্যে—‘চোখে চোখে’ গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার শানু ও আশা ভোঁসলে। ‘ভালোবাসা ভালোবাসা’ গানটি গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। আশা ভোঁসলে এককভাবে গেয়েছেন ‘খেলিস কেন দিদিভাই’। অমিত কুমার এবং স্বপ্না মুখোপাধ্যায় গেয়েছেন ‘আমি তুমি দুজনাতে’। আর ‘তেরা দিল মেরা হুয়া’ হিন্দি গানটি গেয়েছেন জোজো।

‘পাঁচে পঞ্চম’ শিরোনামের অ্যালবামে থাকছে চারটি বাংলা গান ও একটি হিন্দি গান। ছবি: সংগৃহীতজানা গেছে, রাহুল দেব বর্মণ ৪০ বছর আগে একটি বাংলা সিনেমার জন্য গানগুলো তৈরি করেছিলেন। কোনও বিশেষ কারণে সেগুলো ব্যবহার করা হয়নি। তাঁর ৮৫তম জন্মদিনকে স্মরণীয় করতে সংস্থার এই বিশেষ পদক্ষেপ।

আর ডি বর্মণ সংগীত পরিচালনায় তাঁর ক্যারিয়ার শুরু করেন ১৯৬১ সালে অভিনেতা মেহমুদ প্রযোজিত ‘ছোটে নবাব’ সিনেমায়। পরের তিন দশকেরও বেশি সময় ধরে তার সুরেই জনপ্রিয়তা লাভ করেছে ‘ইয়াদো কি বারাত’, ‘গোলমাল’, ‘খুবসুরাত’, ‘সানাম তেরি কাসাম’, ‘শোলে’, ‘রকি’র মতো সিনেমার গানগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত