বিনোদন ডেস্ক
২৭ জুন কিংবদন্তি ভারতীয় সুরকার রাহুল দেব বর্মণের ৮৫তম জন্মদিন। জন্মদিনে তাঁর অপ্রকাশিত পাঁচটি গান নিয়ে প্রকাশ পাচ্ছে নতুন অ্যালবাম। ৪০ বছর আগে সুর করা গানগুলো নিয়ে ‘পাঁচে পঞ্চম’ শিরোনামের অ্যালবামে থাকছে চারটি বাংলা গান ও একটি হিন্দি গান।
অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, স্বপ্না মুখোপাধ্যায়, জোজো নাথালিয়া। গানগুলো শোনা যাবে ‘ফ্লিক্সবাগ মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে।
রাহুল দেব বর্মণের জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য এই বিশেষ পদক্ষেপ। পাঁচটি গানের মধ্যে—‘চোখে চোখে’ গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার শানু ও আশা ভোঁসলে। ‘ভালোবাসা ভালোবাসা’ গানটি গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। আশা ভোঁসলে এককভাবে গেয়েছেন ‘খেলিস কেন দিদিভাই’। অমিত কুমার এবং স্বপ্না মুখোপাধ্যায় গেয়েছেন ‘আমি তুমি দুজনাতে’। আর ‘তেরা দিল মেরা হুয়া’ হিন্দি গানটি গেয়েছেন জোজো।
জানা গেছে, রাহুল দেব বর্মণ ৪০ বছর আগে একটি বাংলা সিনেমার জন্য গানগুলো তৈরি করেছিলেন। কোনও বিশেষ কারণে সেগুলো ব্যবহার করা হয়নি। তাঁর ৮৫তম জন্মদিনকে স্মরণীয় করতে সংস্থার এই বিশেষ পদক্ষেপ।
আর ডি বর্মণ সংগীত পরিচালনায় তাঁর ক্যারিয়ার শুরু করেন ১৯৬১ সালে অভিনেতা মেহমুদ প্রযোজিত ‘ছোটে নবাব’ সিনেমায়। পরের তিন দশকেরও বেশি সময় ধরে তার সুরেই জনপ্রিয়তা লাভ করেছে ‘ইয়াদো কি বারাত’, ‘গোলমাল’, ‘খুবসুরাত’, ‘সানাম তেরি কাসাম’, ‘শোলে’, ‘রকি’র মতো সিনেমার গানগুলো।
২৭ জুন কিংবদন্তি ভারতীয় সুরকার রাহুল দেব বর্মণের ৮৫তম জন্মদিন। জন্মদিনে তাঁর অপ্রকাশিত পাঁচটি গান নিয়ে প্রকাশ পাচ্ছে নতুন অ্যালবাম। ৪০ বছর আগে সুর করা গানগুলো নিয়ে ‘পাঁচে পঞ্চম’ শিরোনামের অ্যালবামে থাকছে চারটি বাংলা গান ও একটি হিন্দি গান।
অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, স্বপ্না মুখোপাধ্যায়, জোজো নাথালিয়া। গানগুলো শোনা যাবে ‘ফ্লিক্সবাগ মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে।
রাহুল দেব বর্মণের জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য এই বিশেষ পদক্ষেপ। পাঁচটি গানের মধ্যে—‘চোখে চোখে’ গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার শানু ও আশা ভোঁসলে। ‘ভালোবাসা ভালোবাসা’ গানটি গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। আশা ভোঁসলে এককভাবে গেয়েছেন ‘খেলিস কেন দিদিভাই’। অমিত কুমার এবং স্বপ্না মুখোপাধ্যায় গেয়েছেন ‘আমি তুমি দুজনাতে’। আর ‘তেরা দিল মেরা হুয়া’ হিন্দি গানটি গেয়েছেন জোজো।
জানা গেছে, রাহুল দেব বর্মণ ৪০ বছর আগে একটি বাংলা সিনেমার জন্য গানগুলো তৈরি করেছিলেন। কোনও বিশেষ কারণে সেগুলো ব্যবহার করা হয়নি। তাঁর ৮৫তম জন্মদিনকে স্মরণীয় করতে সংস্থার এই বিশেষ পদক্ষেপ।
আর ডি বর্মণ সংগীত পরিচালনায় তাঁর ক্যারিয়ার শুরু করেন ১৯৬১ সালে অভিনেতা মেহমুদ প্রযোজিত ‘ছোটে নবাব’ সিনেমায়। পরের তিন দশকেরও বেশি সময় ধরে তার সুরেই জনপ্রিয়তা লাভ করেছে ‘ইয়াদো কি বারাত’, ‘গোলমাল’, ‘খুবসুরাত’, ‘সানাম তেরি কাসাম’, ‘শোলে’, ‘রকি’র মতো সিনেমার গানগুলো।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
৬ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৫ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
১৬ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
১৬ ঘণ্টা আগে