অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে আইকনিক বাদ্যযন্ত্রগুলোর মধ্যে একটি পল ম্যাককার্টনির হফনার বাস গিটার। হারিয়ে যাওয়া সেই আসল গিটারটি খুঁজে পেতে বিশ্বব্যাপী অনুসন্ধান শুরু হয়েছে।
ম্যাককার্টনির গিটার খোঁজার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দ্য লস্ট বাস প্রজেক্ট’। এটিকে সংশ্লিষ্টরা ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গিটার’ বলে উল্লেখ করেছেন। সারা বিশ্ব থেকে এই গিটার সম্পর্কে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে।
ম্যাককার্টনি গিটারটি কিনেছিলেন ১৯৬১ সালে, তৎকালীন ৩৮ ডলার দিয়ে। তবে আট বছর পরেই সেটি হারিয়ে গেছে।
ম্যাককার্টনি সম্প্রতি এই গিটারের প্রস্তুতকারক কোম্পানি হফনারকে তাঁর সেই আদরের গিটার খুঁজে দেওয়ার অনুরোধ জানান। মূলত এর পরেই বিশ্বব্যাপী গিটার অনুসন্ধানের প্রকল্প হাতে নেওয়া হয়।
দ্য বিটলসের অনেক গানেই এই বাস গিটার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হিট গান হলো—লাভ মি ডু এবং শি লাভস ইউ।
রক অ্যান্ড রোলের ইতিহাসে ‘সবচেয়ে বড় এই রহস্যের সমাধান’ প্রকল্পে যুক্ত হয়েছেন হফনার কোম্পানির নিক ওয়াস এবং বিবিসির দুজন সাংবাদিক।
নিক ওয়াস ম্যাককার্টনিকে নানাভাবে সহযোগিতা করেছেন। হারিয়ে যাওয়া হফনার ৫০০/১ ভায়োলিন বাস নিয়ে একটি বইও লিখেছেন।
বিবিসিকে নিক ওয়াস বলেন, সম্প্রতি এক কথোপকথনে বিখ্যাত বিটল (ম্যাককার্টনি) সেই গিটার সম্পর্কে তাঁর কাছে জানতে চান। আর এখান থেকেই গিটার অনুসন্ধানের এই প্রকল্পের শুরু।
নিক বলেন, ১৯৬৯ সালে বিটলসের ‘গেট ব্যাক’ গানের শুটিং শেষ হওয়ার পর গিটারটি হারিয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে হারিয়ে যাওয়ার আগে গিটারটি ঠিক কোথায় ছিল, আর এখনই বা কোথায় আছে সে সম্পর্কে কিছুই জানা নেই।
বিশ্বের সবচেয়ে আইকনিক বাদ্যযন্ত্রগুলোর মধ্যে একটি পল ম্যাককার্টনির হফনার বাস গিটার। হারিয়ে যাওয়া সেই আসল গিটারটি খুঁজে পেতে বিশ্বব্যাপী অনুসন্ধান শুরু হয়েছে।
ম্যাককার্টনির গিটার খোঁজার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দ্য লস্ট বাস প্রজেক্ট’। এটিকে সংশ্লিষ্টরা ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গিটার’ বলে উল্লেখ করেছেন। সারা বিশ্ব থেকে এই গিটার সম্পর্কে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে।
ম্যাককার্টনি গিটারটি কিনেছিলেন ১৯৬১ সালে, তৎকালীন ৩৮ ডলার দিয়ে। তবে আট বছর পরেই সেটি হারিয়ে গেছে।
ম্যাককার্টনি সম্প্রতি এই গিটারের প্রস্তুতকারক কোম্পানি হফনারকে তাঁর সেই আদরের গিটার খুঁজে দেওয়ার অনুরোধ জানান। মূলত এর পরেই বিশ্বব্যাপী গিটার অনুসন্ধানের প্রকল্প হাতে নেওয়া হয়।
দ্য বিটলসের অনেক গানেই এই বাস গিটার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হিট গান হলো—লাভ মি ডু এবং শি লাভস ইউ।
রক অ্যান্ড রোলের ইতিহাসে ‘সবচেয়ে বড় এই রহস্যের সমাধান’ প্রকল্পে যুক্ত হয়েছেন হফনার কোম্পানির নিক ওয়াস এবং বিবিসির দুজন সাংবাদিক।
নিক ওয়াস ম্যাককার্টনিকে নানাভাবে সহযোগিতা করেছেন। হারিয়ে যাওয়া হফনার ৫০০/১ ভায়োলিন বাস নিয়ে একটি বইও লিখেছেন।
বিবিসিকে নিক ওয়াস বলেন, সম্প্রতি এক কথোপকথনে বিখ্যাত বিটল (ম্যাককার্টনি) সেই গিটার সম্পর্কে তাঁর কাছে জানতে চান। আর এখান থেকেই গিটার অনুসন্ধানের এই প্রকল্পের শুরু।
নিক বলেন, ১৯৬৯ সালে বিটলসের ‘গেট ব্যাক’ গানের শুটিং শেষ হওয়ার পর গিটারটি হারিয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে হারিয়ে যাওয়ার আগে গিটারটি ঠিক কোথায় ছিল, আর এখনই বা কোথায় আছে সে সম্পর্কে কিছুই জানা নেই।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৩ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৪ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৯ ঘণ্টা আগে