জি-সিরিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে শিরোনামহীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বেআইনি ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে ব্যান্ডটি। চিঠিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি শিরোনামহীনের নিজস্ব এবং কপিরাইটকৃত বেশ কিছু গান বিদেশি কিছু কোম্পানির নিকট বিক্রি করে অবৈধভাবে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে এবং যে সকল অর্থের বিপরীতে সরকারকে কোন ভ্যাট/ট্যাক্স প্রদান করছে না। এতে গানগুলোর প্রকৃত স্রষ্টা ও মালিক শিরোনামহীন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমানের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ‘বাংলাদেশের প্রথিতযশা ব্যান্ড শিরোনামহীন বাংলা ভাষাভাষী মানুষের নিকট পৃথিবীব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে, জি-সিরিজ নামক মিউজিক লেবেল প্রতিষ্ঠান আমাদের ব্যান্ডের নিজস্ব এবং কপিরাইটকৃত বেশ কিছু গান, যেমন–বন্ধ জানালা, হাসিমুখ, জাহাজি, পাখি, ইচ্ছে ঘুড়ি, ভালোবাসা মেঘ, ক্যাফেটেরিয়া ইত্যাদি গান বিদেশি কিছু কোম্পানির নিকট বিক্রি করে অবৈধভাবে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে এবং যে সকল অর্থের বিপরীতে সরকারকে কোন ভ্যাট/ট্যাক্স ও প্রদান করছে না। জি-সিরিজের এ রকম বেআইনি ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের কারণে গানগুলোর প্রকৃত স্রষ্টা ও মালিক “শিরোনামহীন” আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশ সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। দেশের মেধাসম্পদ রক্ষা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে দুর্নীতি রোধ করার জন্য উপর্যুক্ত বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। অতএব, উপর্যুক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে, জি-সিরিজের বেআইনি ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বিশেষ অনুরোধ করা হলো।’

শিরোনামহীনের প্রথম তিন অ্যালবাম জাহাজী, ইচ্ছেঘুড়ি ও বন্ধ জানালা জি-সিরিজ থেকে প্রকাশিত হয়। তিনটি অ্যালবাম প্রকাশের পরপরই শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর এসব গানের কপিরাইট নিজেদের নামে করে নেয় জি-সিরিজ। বিষয়টি নজরে এলে কপিরাইট বোর্ডে অভিযোগ জানায় শিরোনামহীন। ২০১৮ সালে শিরোনামহীনকে ওই তিন অ্যালবামের ৩০টি গানের কপিরাইট সনদ দেয় বাংলাদেশ কপিরাইট বোর্ড।

জি সিরিজের লোগো। ছবি: সংগৃহীততবে শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জানান, কপিরাইট বোর্ডের রায়কে অমান্য করে শিরোনামহীনের এসব গান ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে জি-সিরিজ। এ বিষয়ে কপিরাইট অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা। শিরোনামহীনের অভিযোগ আমলে নিয়ে গত সোমবার (২৬ মে) জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়ার কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস।

এ বিষয়ে জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আইন অনুযায়ী যে কোন শিল্পের কপিরাইট থাকে এর প্রণেতার অর্থাৎ যে ক্রিয়েটর তার। সেই হিসেবে শিরোনামহীনের গান শিরোনামহীনের ক্রিয়েশন হিসেবে কপিরাইট সার্টিফিকেট নেওয়া হয়েছে ২০১৭ সালে। জি-সিরিজ থেকে আমাদের অ্যালবামগুলো চুক্তি অনুযায়ী ডিস্ট্রিবিউশন হয়েছিল। আইন অনুযায়ী সেটার সময়সীমাও অতিবাহিত হয়ে গেলে তাদের কপিরাইট বাতিল করে আমাদের শিরোনামহীনের নামে কপিরাইট সার্টিফিকেট ইস্যু করে কপিরাইট অফিস। তাদের আপিলের ভিত্তিতে শুনানি হলে রায় আসে শিরোনামহীনের অনুকূলে। কিন্তু এরপরও আমরা ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের প্রথম তিন অ্যালবাম জাহাজী, ইচ্ছেঘুড়ি ও বন্ধ জানালা’র গানগুলো তুলতে পারছিলাম না। প্রতিবারই দেখা গেছে জি-সিরিজ সেখানে স্ট্রাইক দিচ্ছে বা টেক ডাউন নোটিশ পাঠাচ্ছে, গ্লোবালি ব্লক করে রাখছে, এ রকম নানা বিধ ডিজিটাল টেকনিক তাদের জানা আছে।’

জিয়াউর রহমান। ছবি: ফেসবুকজিয়া আরও বলেন, ‘একেবারে রিসেন্টলি তারা আমাদের বন্ধ জানালা গানটি স্ট্রাইক করেছে এবং আমাদের চ্যানেলকেই হুমকির মুখে ফেলেছে। এই দুর্নীতি আমরা আর কত দিন সহ্য করব? তাই এ বিষয়ে আমাদের মতো করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত