জীবনের কথায় আনিসার নতুন গান

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৮: ৪৪
Thumbnail image

গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা কণ্ঠশিল্পী আতিয়া আনিসা এবং গীতিকার রবিউল ইসলাম জীবন উপহার দিলেন নতুন গান ‘আমি তোমারই সাথে’। জীবনের কথায় রোমান্টিক ধাঁচের গানটির সুর-সংগীত করেছেন মাহাবুবুল হক তন্ময়। গানটি ‘তোমারই সাথে’ নামের একটি নাটকের টাইটেল গান হিসেবে ব্যবহৃত হয়েছে।

নতুন এই গান নিয়ে জীবন বলেন, ‘আনিসার সঙ্গে আমার চেনাজানা অনেক দিনের। তাঁর ক্যারিয়ারের প্রথম মৌলিক গান ‘মেঘেরই খামে’ আমার লেখা। এ বছর এটি আমাদের প্রথম কাজ। প্রকাশের পর থেকে শ্রোতাদের যে ভালোবাসা পাচ্ছি, তাতে মনে হচ্ছে, চেষ্টা বৃথা যায়নি।’

আনিসা বলেন, ‘এই গান আমার খুব পছন্দের। কথা-সুর ও গায়কিতে ভিন্নতা আছে। যাঁরাই শুনছেন ভালো বলছেন। আশা করি ধীরে ধীরে গানটি শ্রোতাদের মাঝে ছড়িয়ে যাবে।’

প্রসঙ্গত, এল আর সোহেল নির্মিত ‘তোমারই সাথে’ নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি নাটকের পাশাপাশি গানটিও প্রকাশিত হয়েছে কেএস এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ ‘পরাণ’ সিনেমার ‘ফিরে ফিরে’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন জীবন। আর আনিসা পেয়েছেন ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত