বিনোদন ডেস্ক
বিষয়ভিত্তিক বাংলা গানের অন্যতম শিল্পী কবীর সুমন। মানবতার প্রশ্নে বরারবরই যিনি হাতে তুলে নিয়েছেন কলম আর গিটার। কণ্ঠে তুলে নিয়েছেন গান। নিপীড়িত মানুষের জন্য যার আহ্বান, হাল ছেড় না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোড়ে। সেই সুমন এবার লিখলেন যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান। সুমন জানিয়েছেন, ইউক্রেনের উপর রুশ হামলার ঘটনাটি তিনি কেয়াল করছেন। এরই মধ্যে তাঁর ছেলে অনির্বাণ সাধুর দাবি করায় নতুন গানটি লিখেছেন।
গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।’
কবীর সুমন জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি সকালেই গানটি লিখেছেন তিনি। গানটি হিন্দিতে ধরার দায়িত্ব দিয়েছেন তাঁর ছেলে অনির্বাণ সাধুকে। নতুন গান প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’
সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণেও একটি গান লিকেছেন কবীর সুমন। ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।
বিষয়ভিত্তিক বাংলা গানের অন্যতম শিল্পী কবীর সুমন। মানবতার প্রশ্নে বরারবরই যিনি হাতে তুলে নিয়েছেন কলম আর গিটার। কণ্ঠে তুলে নিয়েছেন গান। নিপীড়িত মানুষের জন্য যার আহ্বান, হাল ছেড় না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোড়ে। সেই সুমন এবার লিখলেন যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান। সুমন জানিয়েছেন, ইউক্রেনের উপর রুশ হামলার ঘটনাটি তিনি কেয়াল করছেন। এরই মধ্যে তাঁর ছেলে অনির্বাণ সাধুর দাবি করায় নতুন গানটি লিখেছেন।
গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।’
কবীর সুমন জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি সকালেই গানটি লিখেছেন তিনি। গানটি হিন্দিতে ধরার দায়িত্ব দিয়েছেন তাঁর ছেলে অনির্বাণ সাধুকে। নতুন গান প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’
সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণেও একটি গান লিকেছেন কবীর সুমন। ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।
বান্দ্রার বাসভবনে গত ১৬ জানুয়ারি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় আহত সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বোন সোহা আলী খান সম্প্রতি সাইফের স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন।
৩০ মিনিট আগেনতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
১০ ঘণ্টা আগেসাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৌদি আরব। প্রতিবছর সেখানে যেমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় চলচ্চিত্র উৎসব হয়, তেমনি চার বছর ধরে আয়োজিত হচ্ছে জয় অ্যাওয়ার্ডস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তৈরি সিনেমা, সিরিজ ও গানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। জয় অ্যাওয়ার্ডসের..
১০ ঘণ্টা আগেঅভিনেতা মোশাররফ করিম গান করেন, এটা তাঁর সহশিল্পীরা কমবেশি সবাই জানেন। বিভিন্ন আড্ডায় গান গেয়ে মাতিয়ে রাখেন তিনি। এবার তিনি গাইলেন সিনেমায়। ফজলুল কবীর তুহিনের ‘বিলডাকিনি’ সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করলেন তিনি। ‘ভালো ভালো লাগে না’ শিরোনামের গানটির কথা ও সুর মোশাররফ করিমের...
১০ ঘণ্টা আগে