বিনোদন ডেস্ক
বিষয়ভিত্তিক বাংলা গানের অন্যতম শিল্পী কবীর সুমন। মানবতার প্রশ্নে বরারবরই যিনি হাতে তুলে নিয়েছেন কলম আর গিটার। কণ্ঠে তুলে নিয়েছেন গান। নিপীড়িত মানুষের জন্য যার আহ্বান, হাল ছেড় না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোড়ে। সেই সুমন এবার লিখলেন যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান। সুমন জানিয়েছেন, ইউক্রেনের উপর রুশ হামলার ঘটনাটি তিনি কেয়াল করছেন। এরই মধ্যে তাঁর ছেলে অনির্বাণ সাধুর দাবি করায় নতুন গানটি লিখেছেন।
গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।’
কবীর সুমন জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি সকালেই গানটি লিখেছেন তিনি। গানটি হিন্দিতে ধরার দায়িত্ব দিয়েছেন তাঁর ছেলে অনির্বাণ সাধুকে। নতুন গান প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’
সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণেও একটি গান লিকেছেন কবীর সুমন। ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।
বিষয়ভিত্তিক বাংলা গানের অন্যতম শিল্পী কবীর সুমন। মানবতার প্রশ্নে বরারবরই যিনি হাতে তুলে নিয়েছেন কলম আর গিটার। কণ্ঠে তুলে নিয়েছেন গান। নিপীড়িত মানুষের জন্য যার আহ্বান, হাল ছেড় না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোড়ে। সেই সুমন এবার লিখলেন যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান। সুমন জানিয়েছেন, ইউক্রেনের উপর রুশ হামলার ঘটনাটি তিনি কেয়াল করছেন। এরই মধ্যে তাঁর ছেলে অনির্বাণ সাধুর দাবি করায় নতুন গানটি লিখেছেন।
গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।’
কবীর সুমন জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি সকালেই গানটি লিখেছেন তিনি। গানটি হিন্দিতে ধরার দায়িত্ব দিয়েছেন তাঁর ছেলে অনির্বাণ সাধুকে। নতুন গান প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’
সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণেও একটি গান লিকেছেন কবীর সুমন। ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
১০ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১১ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৬ ঘণ্টা আগে