বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্টের দ্বিতীয় সংস্করণের জন্য প্রস্তুত কোক স্টুডিও বাংলা। আগামীকাল ১০ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বছরের অন্যতম বড় এই কনসার্ট। এতে দেশের অনেক তারকা শিল্পী ও জনপ্রিয় কয়েকটি ব্যান্ড অংশ নেবে। আয়োজনটিতে অংশ নেওয়ার কথা থাকলেও সেখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড লালন। গতকাল বুধবার রাতে ব্যান্ডটির অফিশিয়াল ফেসবুক প্ল্যাটফর্মে ব্যান্ডটি জানিয়েছে, যথেষ্ট সম্মান প্রদর্শন না করায় কনসার্টটিতে ব্যান্ড লালন অংশ নিচ্ছে না।
ব্যান্ডটি ফেসবুকে লিখেছে, ‘প্রচার-প্রচারণা ও জনসংযোগে লালন ব্যান্ড ও ব্যান্ডের ভোকাল সুমির যথেষ্ট সম্মান প্রদর্শন না করায় কোক স্টুডিও কনসার্টে লালন ব্যান্ড এবং সুমি অংশগ্রহণ করতে পারছে না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। জয় গুরু ফকির লালন সাঁই।’
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে ব্যান্ড লালন জানিয়েছে, ‘কনসার্টটির প্রচার-প্রচারণায় লালন ব্যান্ড ও ব্যান্ডের ভোকাল সুমির প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন হয়নি। প্রচারের বিভিন্ন মাধ্যমে ব্যান্ডটিকে অবহেলা করা হয়েছে। এমন পরিস্থিতেতে আমরা কনসার্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।’
উল্লেখ্য, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে মূল অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টায় শুরু হবে, তবে গেট খুলে যাবে দুপুর ১টা ৩০ মিনিটে। মূল আয়োজনের আগে বেলা ৩টা থেকে থাকছে প্রি-শো, এই সময়ে ভেন্যুতে উপস্থিত দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের মজার কার্যক্রম।
দর্শকদের কোক স্টুডিও বাংলার জাদুতে মাতাতে লাইনআপে থাকছেন—শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতুরাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা তালেব), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।
উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা ও অনুরাধা মণ্ডল। ব্যান্ড পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করতে থাকছে হাতিরপুল সেশনস ও আর্টসেল।
‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্টের দ্বিতীয় সংস্করণের জন্য প্রস্তুত কোক স্টুডিও বাংলা। আগামীকাল ১০ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বছরের অন্যতম বড় এই কনসার্ট। এতে দেশের অনেক তারকা শিল্পী ও জনপ্রিয় কয়েকটি ব্যান্ড অংশ নেবে। আয়োজনটিতে অংশ নেওয়ার কথা থাকলেও সেখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড লালন। গতকাল বুধবার রাতে ব্যান্ডটির অফিশিয়াল ফেসবুক প্ল্যাটফর্মে ব্যান্ডটি জানিয়েছে, যথেষ্ট সম্মান প্রদর্শন না করায় কনসার্টটিতে ব্যান্ড লালন অংশ নিচ্ছে না।
ব্যান্ডটি ফেসবুকে লিখেছে, ‘প্রচার-প্রচারণা ও জনসংযোগে লালন ব্যান্ড ও ব্যান্ডের ভোকাল সুমির যথেষ্ট সম্মান প্রদর্শন না করায় কোক স্টুডিও কনসার্টে লালন ব্যান্ড এবং সুমি অংশগ্রহণ করতে পারছে না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। জয় গুরু ফকির লালন সাঁই।’
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে ব্যান্ড লালন জানিয়েছে, ‘কনসার্টটির প্রচার-প্রচারণায় লালন ব্যান্ড ও ব্যান্ডের ভোকাল সুমির প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন হয়নি। প্রচারের বিভিন্ন মাধ্যমে ব্যান্ডটিকে অবহেলা করা হয়েছে। এমন পরিস্থিতেতে আমরা কনসার্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।’
উল্লেখ্য, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে মূল অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টায় শুরু হবে, তবে গেট খুলে যাবে দুপুর ১টা ৩০ মিনিটে। মূল আয়োজনের আগে বেলা ৩টা থেকে থাকছে প্রি-শো, এই সময়ে ভেন্যুতে উপস্থিত দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের মজার কার্যক্রম।
দর্শকদের কোক স্টুডিও বাংলার জাদুতে মাতাতে লাইনআপে থাকছেন—শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতুরাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা তালেব), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।
উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা ও অনুরাধা মণ্ডল। ব্যান্ড পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করতে থাকছে হাতিরপুল সেশনস ও আর্টসেল।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৩ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৫ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৮ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১০ ঘণ্টা আগে