ভালো আছেন কবীর সুমন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২১, ১২: ২৭
আপডেট : ৩০ জুন ২০২১, ১২: ৪৬

ঢাকা: প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। স্বাভাবিকভাবেই কথা বলতে পারছেন তিনি। আগের মতো গলায় তীব্র ব্যথা নেই। ঢোক গিলতে একটু কষ্ট হলেও স্বাভাবিক খাবার খেতে পারছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কবীর সুমনের ঘনিষ্ঠ এক আত্মীয়।

ওই আত্মীয় আরও জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে ভালো ঘুম হয়েছে কবীর সুমনের। রাত তিনটার দিকে একবার ঘুম থেকে উঠে সবার সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করে আবার ঘুমিয়েছেন। সোমবার রাত পর্যন্ত তাঁকে সাত লিটার করে অক্সিজেন দিতে হয়েছিল। সেটা কমিয়ে এখন চার লিটারে আনা হয়েছে। শ্বাসকষ্টও মোটামুটি কমে গেছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক।

গত রোববার রাতে জ্বর, শ্বাসকষ্ট আর গলাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা গানের এই কিংবদন্তি। করোনা সন্দেহে পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ এসেছে তাঁর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত