বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ বৃহস্পতিবার রাত ১টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে দ্বিতীয় মৌসুমের দ্বিতীয় গান ‘বনবিবি’। গানটির ১৫ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশের পর পুরো গানটি শোনার জন্য অপেক্ষায় রয়েছেন শ্রোতারা।
কোক স্টুডিও বাংলা দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু হয় চট্টগ্রাম, সিলেট ও খুলনার স্থানীয় ভাষায় গাওয়া গান ‘মুড়ির টিন’-এর মাধ্যমে। ফেব্রুয়ারির মাঝামাঝি গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। সেটির পর ব্যান্ড মেঘদল আনছে ‘বনবিবি’ গানটি। গানটির কথা লিখেছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন, সুর বেঁধেছেন শিবু কুমার শীল। মেঘদলের সংগীতায়োজনে গানটি গেয়েছেন শিবু কুমার শীল ও জহুরা বাউল, সঙ্গে রয়েছে গানের দল ঘাসফড়িং।
গান প্রকাশের জন্য মধ্যরাতকে কেন বেছে নেওয়া হলো—এমন প্রশ্নে শিবু কুমার শীল বললেন, ‘শহুরে জীবনযাপনের মধ্যে আমরা যখন প্রকৃতির নিস্তব্ধতাকে বুঝতে চাই, তখন কীভাবে বুঝতে চাই? যখন শহরের কোলাহল থেমে যায় তখনই হয়তো কিছুটা নীরবতা আসে। আটপৌরে শহুরে ব্যস্ততার মধ্যে ঝিঁঝিঁ পোকার ডাক পেতে চাইলে আমাদের গভীর রাতের জন্য অপেক্ষা করতে হয়।’
জানা গেছে, এ বছরই মেঘদলের দুই দশক পূর্তি হচ্ছে, নভেম্বরে জমকালো আয়োজনে শো করবে ব্যান্ডটি। এর মধ্যে ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামের বাকি গানগুলোও প্রকাশ করা হবে। মার্চের ৮ তারিখের জয় বাংলা কনসার্টেও গাইবে মেঘদল।
আজ বৃহস্পতিবার রাত ১টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে দ্বিতীয় মৌসুমের দ্বিতীয় গান ‘বনবিবি’। গানটির ১৫ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশের পর পুরো গানটি শোনার জন্য অপেক্ষায় রয়েছেন শ্রোতারা।
কোক স্টুডিও বাংলা দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু হয় চট্টগ্রাম, সিলেট ও খুলনার স্থানীয় ভাষায় গাওয়া গান ‘মুড়ির টিন’-এর মাধ্যমে। ফেব্রুয়ারির মাঝামাঝি গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। সেটির পর ব্যান্ড মেঘদল আনছে ‘বনবিবি’ গানটি। গানটির কথা লিখেছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন, সুর বেঁধেছেন শিবু কুমার শীল। মেঘদলের সংগীতায়োজনে গানটি গেয়েছেন শিবু কুমার শীল ও জহুরা বাউল, সঙ্গে রয়েছে গানের দল ঘাসফড়িং।
গান প্রকাশের জন্য মধ্যরাতকে কেন বেছে নেওয়া হলো—এমন প্রশ্নে শিবু কুমার শীল বললেন, ‘শহুরে জীবনযাপনের মধ্যে আমরা যখন প্রকৃতির নিস্তব্ধতাকে বুঝতে চাই, তখন কীভাবে বুঝতে চাই? যখন শহরের কোলাহল থেমে যায় তখনই হয়তো কিছুটা নীরবতা আসে। আটপৌরে শহুরে ব্যস্ততার মধ্যে ঝিঁঝিঁ পোকার ডাক পেতে চাইলে আমাদের গভীর রাতের জন্য অপেক্ষা করতে হয়।’
জানা গেছে, এ বছরই মেঘদলের দুই দশক পূর্তি হচ্ছে, নভেম্বরে জমকালো আয়োজনে শো করবে ব্যান্ডটি। এর মধ্যে ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামের বাকি গানগুলোও প্রকাশ করা হবে। মার্চের ৮ তারিখের জয় বাংলা কনসার্টেও গাইবে মেঘদল।
২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’। বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেয়েছে সিনেমার মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’।
৩ ঘণ্টা আগেইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় শুরু হয় সমাপনী আয়োজন। এরপর ঘোষণা করা হয় উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃত
৩ ঘণ্টা আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৮ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৯ ঘণ্টা আগে