বিনোদন প্রতিবেদক
ঢাকা: ঈদ মানেই নতুন গান। প্রতি ঈদে প্রকাশ পায় অসংখ্য একক, দ্বৈত গান ও ভিডিও। সুর আর সংগীতে মাতোয়ারা হন শ্রোতারা। সংগীতশিল্পীরাও প্রস্তুত থাকেন এ সময় দর্শকদের সেরা গানটা উপহার দেওয়ার। ফলে এবারের ঈদেও অনেকগুলো গান প্রকাশিত হবে। এরই মধ্যে কিছু গান প্রকাশও হয়েছে।
ঈদ উপলক্ষে অডিও-ভিডিও প্রকাশকদের পাশাপাশি শিল্পী ও সংগীতায়োজকরা নিজ নিজ ইউটিউব চ্যানেলে নানা ধরনের আয়োজন সাজিয়েছেন।
তারকা শিল্পীর চ্যানেল
হাবিব ওয়াহিদের নিজস্ব গানের চ্যানেল এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ন্যানসির সঙ্গে গাওয়া তাঁর দ্বৈত গান ‘বন্ধুরে’। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর শ্রোতা পেয়েছেন হাবিব-ন্যানসি জুটির নতুন দ্বৈত গান।
সামিনা চৌধুরী নিজস্ব চ্যানেল থেকে প্রকাশ করেছেন তাঁর কণ্ঠে গাওয়া জগজিৎ সিংয়ের ‘ইয়া আল্লাহ’ গানের রিমেক ভার্সন। এর পাশাপাশি ঈদে নতুন মৌলিক গান প্রকাশ করবেন বলেও জানিয়েছেন তিনি।
বেলাল খান তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ক্লোজআপ ওয়ান তারকা লিজার সঙ্গে গাওয়া তাঁর নতুন গান ‘পাখি’। মুসা কে মাহমুদের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী বেলাল খান নিজে।
প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান
সিএমভি থেকে প্রকাশ পেয়েছে ইমরান ও পড়শীর নতুন দ্বৈত গান ‘এক দেখায়’। স্নেহাশীষ ঘোষের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজে। এর পাশাপাশি প্রকাশ পাচ্ছে ইমরান ও পনী চাকমার দ্বৈত আয়োজন ‘আলো’সহ আরও কিছু গান ও ভিডিও।
৩০ বছরের পুরোনো ‘হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’ নামের বিখ্যাত গানটি অনুপম রেকর্ডিংয়ে নতুন করে প্রকাশ পাবে। ইমন চৌধুরীর নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। মনিরুজ্জামান মনিরের কথায় আলাউদ্দিন আলীর সুরে এই গানটি নব্বইয়ের দশকের শুরুতে বিটিভির জন্য প্রথম গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। এরপর অডিও ক্যাসেটের জন্য গেয়েছেন মিতালী মুখার্জি। মূলত মিতালীর সূত্র ধরেই গানটি জনপ্রিয়তা পায়।
প্রযোজনা ও প্রকাশনা প্রতিষ্ঠান সংগীতা ঈদ উপলক্ষে নতুন আঙ্গিকে প্রকাশ করেছে এন্ড্রু কিশোরের ‘কেড়ে নাও দু’চোখের দৃষ্টি’, বেবী নাজনীনের ‘অবলা ভাবিয়া’, হাসানের ‘হারিয়ে ফেলেছি’, আসিফের ‘বিন্দু বিন্দু করে’, বিপ্লবের ‘ঝাঁপ’সহ আরও বেশ কিছু গানের ভিডিও। এ ছাড়া সংগীতার ঈদের তালিকায় আছে ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়ার ‘আমার বাড়ি’, ফকির শাহাবুদ্দিনের ‘আমারে আসিবার কথা কইয়া’সহ আরও কিছু নতুন আয়োজন।
গানচিল মিউজিক ইশান মিত্রের ‘বাড়ি যাবো বাড়ি যাচ্ছি’, জারিফ কবিরের ‘একটি গল্প’সহ আরও বেশ কিছু তারকা শিল্পীর গান ও ভিডিও প্রকাশ করছে এই ঈদে।
ধ্রুব মিউজিক স্টেশন এবার ঈদেও তারকা শিল্পীদের পাশাপাশি তরুণদের কাজ প্রাধান্য দিয়েছে। এরই মধ্যে তারা প্রকাশ করেছে শেখ সাদীর ‘অভিমান’, বিজয় রথ ব্যান্ডের ‘গোধূলি লগ্নে’, আকাশের ‘একলা আকাশ’সহ আরও বেশ কিছু গানের ভিডিও। এই প্রযোজনা ও প্রকাশনা প্রতিষ্ঠান আরও বেশ কিছু গানের ভিডিও প্রকাশ করবে। পাশাপাশি তাদের অঙ্গ প্রতিষ্ঠান থেকে অডিও আকারে প্রকাশ পাবে বেশ কিছু তারকা ও তরুণ শিল্পীর গান।
জি-সিরিজ ঈদ আয়োজনের তালিকা দীর্ঘ। এর মধ্যে অবশ্য নতুন শিল্পীদের গানই বেশি। সে তালিকায় পাওয়া যাচ্ছে এফ এ সুমনের ‘মন জমিনে’, কামরুজ্জামান রাব্বির ‘কৃষ্ণকলির প্রেম’, মোহাম্মদ ইলিয়াসের ‘জিন্দা লাশ’, রন্টি দাস ও প্রীত মহাজনের ‘তোমার পাগল’, রাজু মণ্ডলের ‘প্রশ্ন’, মাসুদের ‘কলিজার টান’, সাব্বির আহমেদের ‘সুখ পাখি’ ইত্যাদি। বেশ কিছু জি-সিরিজ নতুন আঙ্গিকে প্রকাশ করেছে। সে তালিকায় আছে ফুয়াদ আল মুক্তাদিরের সুর-সংগীতে আনিলার গাওয়া ‘তীর্যক’, তাহসান ও মিনারের ‘ঘুম’, উপলের ‘যাও শত ঘুরছে কত’, অভির ‘মুর্শিদ’সহ আরও কিছু গান।
সুরঞ্জলি মিউজিক এরই মধ্যে নতুন করে প্রকাশ করেছে আশরাফ উদাস ও মমতাজের গাওয়া চারটি দ্বৈত গান ‘ভালোবাসার মোটরগাড়ি’, ‘তোর লাগিয়া ঘর ছাড়া’, ‘কত দিন হইলো গত’ ও ‘কি মায়ায় জড়াইলি বন্ধু’। পাশাপাশি প্রকাশ করছে সুইটির ‘ঢাকাইয়া মাইয়া আমি’সহ আরও কিছু গান ও ভিডিও।
সিডি প্লাস প্রকাশ করছে রেজওয়ান শেখের সুর ও সংগীতায়োজনে সালমার গাওয়া নতুন গান ‘পরদেশি’। ঈদে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও কিছু মৌলিক গান প্রকাশ পাবে বলেও প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন।
ঈগল মিউজিক প্রকাশ করেছে ঐশীর একক গান ‘আজব মানুষ’। অনন্য পলাশের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন নাহিদ নোমান অরূপ। একই সঙ্গে প্রকাশ করেছে মুহাম্মদ মিলন ও পূজার গাওয়া ‘তুমি আছো তুমি নেই’ ছবির টাইটেল গান। সাউন্ডটেক এরই মধ্যে প্রকাশ করেছে তরুণ শিল্পী তারেক হামিমের ‘সিগারেট’, সালেহীন সরকারের ‘মালেক সাই’, বাউল শফি মণ্ডলের ‘লখাই বেহুলা’, ইমরানের ‘বেহেস্তের বাগান’সহ আরও কিছু গান। দু-এক দিনের মধ্যে এই প্রতিষ্ঠান থেকে একে একে বেশ কিছু তারকা শিল্পীর অডিও এবং ভিডিও গান প্রকাশ পাবে বলেও সাউন্ডটেক কর্মকর্তারা জানিয়েছেন।
গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি ঈদের গান প্রকাশ পাবে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও মায়া মনি। গানের শিরোনাম ‘ঈদ মোবারক’।
এ ছাড়া বাংলা ঢোল, জিপি মিউজিক, স্টুডিও প্রোটিউনস বিডিসহ অন্যান্য প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে নতুন আরও বেশ কিছু গান ও ভিডিও প্রকাশ করবে।
নাটক-সিনেমার গান
সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন নাটকের গান শ্রোতার মাঝে দারুণভাবে সাড়া ফেলেছে। যে কারণে একক গানের পাশাপাশি তাঁরা নাটক, টেলিছবির গান তৈরির দিকেও মনোযোগ দিয়েছেন। ঈদের নাটকের গানগুলো প্রকাশ পাবে। প্রকাশ পাবে ‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’ ছবিতে গাওয়া বাপ্পা মজুমদার ও কনার ‘নিভিয়ে দিওনা আলো’, এলিটা করিম ও অন্তুর গাওয়া মোট চারটি গান। কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবীর গাওয়া ‘সুরঞ্জনা’ ছবির দ্বৈত গান ‘সুরঞ্জনা এই বুকে ঠিকানা তোমার’ প্রকাশ পাবে শিগগিরই।
ঢাকা: ঈদ মানেই নতুন গান। প্রতি ঈদে প্রকাশ পায় অসংখ্য একক, দ্বৈত গান ও ভিডিও। সুর আর সংগীতে মাতোয়ারা হন শ্রোতারা। সংগীতশিল্পীরাও প্রস্তুত থাকেন এ সময় দর্শকদের সেরা গানটা উপহার দেওয়ার। ফলে এবারের ঈদেও অনেকগুলো গান প্রকাশিত হবে। এরই মধ্যে কিছু গান প্রকাশও হয়েছে।
ঈদ উপলক্ষে অডিও-ভিডিও প্রকাশকদের পাশাপাশি শিল্পী ও সংগীতায়োজকরা নিজ নিজ ইউটিউব চ্যানেলে নানা ধরনের আয়োজন সাজিয়েছেন।
তারকা শিল্পীর চ্যানেল
হাবিব ওয়াহিদের নিজস্ব গানের চ্যানেল এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ন্যানসির সঙ্গে গাওয়া তাঁর দ্বৈত গান ‘বন্ধুরে’। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর শ্রোতা পেয়েছেন হাবিব-ন্যানসি জুটির নতুন দ্বৈত গান।
সামিনা চৌধুরী নিজস্ব চ্যানেল থেকে প্রকাশ করেছেন তাঁর কণ্ঠে গাওয়া জগজিৎ সিংয়ের ‘ইয়া আল্লাহ’ গানের রিমেক ভার্সন। এর পাশাপাশি ঈদে নতুন মৌলিক গান প্রকাশ করবেন বলেও জানিয়েছেন তিনি।
বেলাল খান তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ক্লোজআপ ওয়ান তারকা লিজার সঙ্গে গাওয়া তাঁর নতুন গান ‘পাখি’। মুসা কে মাহমুদের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী বেলাল খান নিজে।
প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান
সিএমভি থেকে প্রকাশ পেয়েছে ইমরান ও পড়শীর নতুন দ্বৈত গান ‘এক দেখায়’। স্নেহাশীষ ঘোষের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজে। এর পাশাপাশি প্রকাশ পাচ্ছে ইমরান ও পনী চাকমার দ্বৈত আয়োজন ‘আলো’সহ আরও কিছু গান ও ভিডিও।
৩০ বছরের পুরোনো ‘হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’ নামের বিখ্যাত গানটি অনুপম রেকর্ডিংয়ে নতুন করে প্রকাশ পাবে। ইমন চৌধুরীর নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। মনিরুজ্জামান মনিরের কথায় আলাউদ্দিন আলীর সুরে এই গানটি নব্বইয়ের দশকের শুরুতে বিটিভির জন্য প্রথম গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। এরপর অডিও ক্যাসেটের জন্য গেয়েছেন মিতালী মুখার্জি। মূলত মিতালীর সূত্র ধরেই গানটি জনপ্রিয়তা পায়।
প্রযোজনা ও প্রকাশনা প্রতিষ্ঠান সংগীতা ঈদ উপলক্ষে নতুন আঙ্গিকে প্রকাশ করেছে এন্ড্রু কিশোরের ‘কেড়ে নাও দু’চোখের দৃষ্টি’, বেবী নাজনীনের ‘অবলা ভাবিয়া’, হাসানের ‘হারিয়ে ফেলেছি’, আসিফের ‘বিন্দু বিন্দু করে’, বিপ্লবের ‘ঝাঁপ’সহ আরও বেশ কিছু গানের ভিডিও। এ ছাড়া সংগীতার ঈদের তালিকায় আছে ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়ার ‘আমার বাড়ি’, ফকির শাহাবুদ্দিনের ‘আমারে আসিবার কথা কইয়া’সহ আরও কিছু নতুন আয়োজন।
গানচিল মিউজিক ইশান মিত্রের ‘বাড়ি যাবো বাড়ি যাচ্ছি’, জারিফ কবিরের ‘একটি গল্প’সহ আরও বেশ কিছু তারকা শিল্পীর গান ও ভিডিও প্রকাশ করছে এই ঈদে।
ধ্রুব মিউজিক স্টেশন এবার ঈদেও তারকা শিল্পীদের পাশাপাশি তরুণদের কাজ প্রাধান্য দিয়েছে। এরই মধ্যে তারা প্রকাশ করেছে শেখ সাদীর ‘অভিমান’, বিজয় রথ ব্যান্ডের ‘গোধূলি লগ্নে’, আকাশের ‘একলা আকাশ’সহ আরও বেশ কিছু গানের ভিডিও। এই প্রযোজনা ও প্রকাশনা প্রতিষ্ঠান আরও বেশ কিছু গানের ভিডিও প্রকাশ করবে। পাশাপাশি তাদের অঙ্গ প্রতিষ্ঠান থেকে অডিও আকারে প্রকাশ পাবে বেশ কিছু তারকা ও তরুণ শিল্পীর গান।
জি-সিরিজ ঈদ আয়োজনের তালিকা দীর্ঘ। এর মধ্যে অবশ্য নতুন শিল্পীদের গানই বেশি। সে তালিকায় পাওয়া যাচ্ছে এফ এ সুমনের ‘মন জমিনে’, কামরুজ্জামান রাব্বির ‘কৃষ্ণকলির প্রেম’, মোহাম্মদ ইলিয়াসের ‘জিন্দা লাশ’, রন্টি দাস ও প্রীত মহাজনের ‘তোমার পাগল’, রাজু মণ্ডলের ‘প্রশ্ন’, মাসুদের ‘কলিজার টান’, সাব্বির আহমেদের ‘সুখ পাখি’ ইত্যাদি। বেশ কিছু জি-সিরিজ নতুন আঙ্গিকে প্রকাশ করেছে। সে তালিকায় আছে ফুয়াদ আল মুক্তাদিরের সুর-সংগীতে আনিলার গাওয়া ‘তীর্যক’, তাহসান ও মিনারের ‘ঘুম’, উপলের ‘যাও শত ঘুরছে কত’, অভির ‘মুর্শিদ’সহ আরও কিছু গান।
সুরঞ্জলি মিউজিক এরই মধ্যে নতুন করে প্রকাশ করেছে আশরাফ উদাস ও মমতাজের গাওয়া চারটি দ্বৈত গান ‘ভালোবাসার মোটরগাড়ি’, ‘তোর লাগিয়া ঘর ছাড়া’, ‘কত দিন হইলো গত’ ও ‘কি মায়ায় জড়াইলি বন্ধু’। পাশাপাশি প্রকাশ করছে সুইটির ‘ঢাকাইয়া মাইয়া আমি’সহ আরও কিছু গান ও ভিডিও।
সিডি প্লাস প্রকাশ করছে রেজওয়ান শেখের সুর ও সংগীতায়োজনে সালমার গাওয়া নতুন গান ‘পরদেশি’। ঈদে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও কিছু মৌলিক গান প্রকাশ পাবে বলেও প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন।
ঈগল মিউজিক প্রকাশ করেছে ঐশীর একক গান ‘আজব মানুষ’। অনন্য পলাশের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন নাহিদ নোমান অরূপ। একই সঙ্গে প্রকাশ করেছে মুহাম্মদ মিলন ও পূজার গাওয়া ‘তুমি আছো তুমি নেই’ ছবির টাইটেল গান। সাউন্ডটেক এরই মধ্যে প্রকাশ করেছে তরুণ শিল্পী তারেক হামিমের ‘সিগারেট’, সালেহীন সরকারের ‘মালেক সাই’, বাউল শফি মণ্ডলের ‘লখাই বেহুলা’, ইমরানের ‘বেহেস্তের বাগান’সহ আরও কিছু গান। দু-এক দিনের মধ্যে এই প্রতিষ্ঠান থেকে একে একে বেশ কিছু তারকা শিল্পীর অডিও এবং ভিডিও গান প্রকাশ পাবে বলেও সাউন্ডটেক কর্মকর্তারা জানিয়েছেন।
গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি ঈদের গান প্রকাশ পাবে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও মায়া মনি। গানের শিরোনাম ‘ঈদ মোবারক’।
এ ছাড়া বাংলা ঢোল, জিপি মিউজিক, স্টুডিও প্রোটিউনস বিডিসহ অন্যান্য প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে নতুন আরও বেশ কিছু গান ও ভিডিও প্রকাশ করবে।
নাটক-সিনেমার গান
সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন নাটকের গান শ্রোতার মাঝে দারুণভাবে সাড়া ফেলেছে। যে কারণে একক গানের পাশাপাশি তাঁরা নাটক, টেলিছবির গান তৈরির দিকেও মনোযোগ দিয়েছেন। ঈদের নাটকের গানগুলো প্রকাশ পাবে। প্রকাশ পাবে ‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’ ছবিতে গাওয়া বাপ্পা মজুমদার ও কনার ‘নিভিয়ে দিওনা আলো’, এলিটা করিম ও অন্তুর গাওয়া মোট চারটি গান। কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবীর গাওয়া ‘সুরঞ্জনা’ ছবির দ্বৈত গান ‘সুরঞ্জনা এই বুকে ঠিকানা তোমার’ প্রকাশ পাবে শিগগিরই।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে