বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ অনুষ্ঠানের পর্দা উঠল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে আজ মঙ্গলবার বিকেল ৫টার পর মঞ্চে আসে মাইলস ব্যান্ড। তাঁরা পরিবেশনা শুরু করেন জনপ্রিয় গান ‘চাঁদ তারা সূর্য’ দিয়ে। এরপর তাঁরা একে একে পরিবেশন করেন ‘নীলা’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’-এর মতো জনপ্রিয় গান।
বিকেল ৫টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন মমতাজ বেগম। তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন ‘রক্তে সাগর’ গান দিয়ে। এরপর একে একে গেয়েছন ‘না জানি কোন অপরাধে,’ ‘মড়ার কোকিলে’-এর মতো জনপ্রিয় গান।
এর আগে বিকেল ৫টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কনসার্টের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। নিজেদের পরিবেশনা নিয়ে প্রথমে মঞ্চে আসে ব্যান্ড মাইলস, এরপর মমতাজ।
অনুষ্ঠান উপস্থাপনা করছেন রুমানা মালিক মুনমুন। কনসার্টের মূল আকর্ষণ এআর রহমান মঞ্চে উঠবেন ৭টার পর।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় ভেন্যুর দ্বার খুলে দেওয়ার আগে থেকেই গেটের সামনে দর্শকদের সারি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের সমাগমও বাড়ছে। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে কনসার্টে এসেছেন। মিরপুর থেকে আসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাসান ফয়সাল বলেন, ‘আমি এআর রহমানের ভক্ত। তাঁর নতুন গান প্রকাশ হলেই শুনি। এবার সরাসরি তাঁর গান শোনার জন্য উদগ্রীব হয়ে আছি।’
মাইলস ও মমতাজের পরিবেশনা শেষে একঘন্টা বিরতি দেওয়া হয়। এ আর রাহমানের প্রতীক্ষায় যখন স্টেডিয়াম ভর্তি দর্শক তখনই শুরু হয় বৃষ্টি। মাঠ ছেড়ে দর্শক উঠে আসেন গ্যালারিতে। বৃষ্টি থামলেই মঞ্চে উঠবেন এ আর রহমান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ অনুষ্ঠানের পর্দা উঠল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে আজ মঙ্গলবার বিকেল ৫টার পর মঞ্চে আসে মাইলস ব্যান্ড। তাঁরা পরিবেশনা শুরু করেন জনপ্রিয় গান ‘চাঁদ তারা সূর্য’ দিয়ে। এরপর তাঁরা একে একে পরিবেশন করেন ‘নীলা’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’-এর মতো জনপ্রিয় গান।
বিকেল ৫টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন মমতাজ বেগম। তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন ‘রক্তে সাগর’ গান দিয়ে। এরপর একে একে গেয়েছন ‘না জানি কোন অপরাধে,’ ‘মড়ার কোকিলে’-এর মতো জনপ্রিয় গান।
এর আগে বিকেল ৫টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কনসার্টের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। নিজেদের পরিবেশনা নিয়ে প্রথমে মঞ্চে আসে ব্যান্ড মাইলস, এরপর মমতাজ।
অনুষ্ঠান উপস্থাপনা করছেন রুমানা মালিক মুনমুন। কনসার্টের মূল আকর্ষণ এআর রহমান মঞ্চে উঠবেন ৭টার পর।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় ভেন্যুর দ্বার খুলে দেওয়ার আগে থেকেই গেটের সামনে দর্শকদের সারি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের সমাগমও বাড়ছে। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে কনসার্টে এসেছেন। মিরপুর থেকে আসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাসান ফয়সাল বলেন, ‘আমি এআর রহমানের ভক্ত। তাঁর নতুন গান প্রকাশ হলেই শুনি। এবার সরাসরি তাঁর গান শোনার জন্য উদগ্রীব হয়ে আছি।’
মাইলস ও মমতাজের পরিবেশনা শেষে একঘন্টা বিরতি দেওয়া হয়। এ আর রাহমানের প্রতীক্ষায় যখন স্টেডিয়াম ভর্তি দর্শক তখনই শুরু হয় বৃষ্টি। মাঠ ছেড়ে দর্শক উঠে আসেন গ্যালারিতে। বৃষ্টি থামলেই মঞ্চে উঠবেন এ আর রহমান।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৩ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৫ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৮ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৮ ঘণ্টা আগে