বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ অনুষ্ঠানের পর্দা উঠল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে আজ মঙ্গলবার বিকেল ৫টার পর মঞ্চে আসে মাইলস ব্যান্ড। তাঁরা পরিবেশনা শুরু করেন জনপ্রিয় গান ‘চাঁদ তারা সূর্য’ দিয়ে। এরপর তাঁরা একে একে পরিবেশন করেন ‘নীলা’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’-এর মতো জনপ্রিয় গান।
বিকেল ৫টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন মমতাজ বেগম। তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন ‘রক্তে সাগর’ গান দিয়ে। এরপর একে একে গেয়েছন ‘না জানি কোন অপরাধে,’ ‘মড়ার কোকিলে’-এর মতো জনপ্রিয় গান।
এর আগে বিকেল ৫টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কনসার্টের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। নিজেদের পরিবেশনা নিয়ে প্রথমে মঞ্চে আসে ব্যান্ড মাইলস, এরপর মমতাজ।
অনুষ্ঠান উপস্থাপনা করছেন রুমানা মালিক মুনমুন। কনসার্টের মূল আকর্ষণ এআর রহমান মঞ্চে উঠবেন ৭টার পর।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় ভেন্যুর দ্বার খুলে দেওয়ার আগে থেকেই গেটের সামনে দর্শকদের সারি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের সমাগমও বাড়ছে। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে কনসার্টে এসেছেন। মিরপুর থেকে আসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাসান ফয়সাল বলেন, ‘আমি এআর রহমানের ভক্ত। তাঁর নতুন গান প্রকাশ হলেই শুনি। এবার সরাসরি তাঁর গান শোনার জন্য উদগ্রীব হয়ে আছি।’
মাইলস ও মমতাজের পরিবেশনা শেষে একঘন্টা বিরতি দেওয়া হয়। এ আর রাহমানের প্রতীক্ষায় যখন স্টেডিয়াম ভর্তি দর্শক তখনই শুরু হয় বৃষ্টি। মাঠ ছেড়ে দর্শক উঠে আসেন গ্যালারিতে। বৃষ্টি থামলেই মঞ্চে উঠবেন এ আর রহমান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ অনুষ্ঠানের পর্দা উঠল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে আজ মঙ্গলবার বিকেল ৫টার পর মঞ্চে আসে মাইলস ব্যান্ড। তাঁরা পরিবেশনা শুরু করেন জনপ্রিয় গান ‘চাঁদ তারা সূর্য’ দিয়ে। এরপর তাঁরা একে একে পরিবেশন করেন ‘নীলা’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’-এর মতো জনপ্রিয় গান।
বিকেল ৫টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন মমতাজ বেগম। তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন ‘রক্তে সাগর’ গান দিয়ে। এরপর একে একে গেয়েছন ‘না জানি কোন অপরাধে,’ ‘মড়ার কোকিলে’-এর মতো জনপ্রিয় গান।
এর আগে বিকেল ৫টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কনসার্টের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। নিজেদের পরিবেশনা নিয়ে প্রথমে মঞ্চে আসে ব্যান্ড মাইলস, এরপর মমতাজ।
অনুষ্ঠান উপস্থাপনা করছেন রুমানা মালিক মুনমুন। কনসার্টের মূল আকর্ষণ এআর রহমান মঞ্চে উঠবেন ৭টার পর।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় ভেন্যুর দ্বার খুলে দেওয়ার আগে থেকেই গেটের সামনে দর্শকদের সারি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের সমাগমও বাড়ছে। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে কনসার্টে এসেছেন। মিরপুর থেকে আসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাসান ফয়সাল বলেন, ‘আমি এআর রহমানের ভক্ত। তাঁর নতুন গান প্রকাশ হলেই শুনি। এবার সরাসরি তাঁর গান শোনার জন্য উদগ্রীব হয়ে আছি।’
মাইলস ও মমতাজের পরিবেশনা শেষে একঘন্টা বিরতি দেওয়া হয়। এ আর রাহমানের প্রতীক্ষায় যখন স্টেডিয়াম ভর্তি দর্শক তখনই শুরু হয় বৃষ্টি। মাঠ ছেড়ে দর্শক উঠে আসেন গ্যালারিতে। বৃষ্টি থামলেই মঞ্চে উঠবেন এ আর রহমান।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
১ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৪ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৬ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৬ ঘণ্টা আগে