বিনোদন ডেস্ক
গত ১২ জানুয়ারি মুক্তি পেয়েছে বিশ্ববিখ্যাত পপতারকা ও জনপ্রিয় কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরার নতুন মিউজিক ভিডিও। মুক্তির পরেই গানটি একের পর এক রেকর্ড ভাঙছে। ইউটিউবে প্রথমবারের মতো কোনো লাতিন গান ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৩ মিলিয়ন বা ৬ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে।
‘শাকিরা: বিজেডআরপি মিউজিক ৫৩তম সেশনের এই গান স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে ইতিমধ্যে ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখের বেশি বার শোনা হয়েছে। দুই দিনে এখন পর্যন্ত এটি ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ বারের বেশি শোনা হয়েছে।
গানটি প্রকাশের পর অনেকেই মনে করছেন, শাকিরা সাবেক প্রেমিক ও তার দুই সন্তানের বাবা জেরার্ড পিকেকে উদ্দেশ্য করে এটি লেখা হয়েছে। এতে শাকিরা নিজেকে বিশ্ববিখ্যাত ওল্ড ব্র্যান্ড ‘ক্যাসিও’ ও ‘রেনোর’ সঙ্গে তুলনা করেছেন।
শাকিরার নতুন গানের কথা বাংলায় দাঁড়ায়, ‘কোনো প্রতিহিংসা নেই প্রিয়। আশা করছি, আমার জায়গায় যাকে নিয়ে আছ, বেশ ভালোই আছ। আমি এখনো জানি না, তোমার কী এমন হয়েছিল। তুমি এমন অদ্ভুত স্বভাবের কেন হয়ে গিয়েছিলে, যা এখন একান্তেও বলা সম্ভব নয়। ২২-এর মধ্যে আমি যেন কেবল দুই ছিলাম তোমার কাছে।’
এরপর শাকিরা যেন সাবেক জেরার্ড পিকেকে উদ্দেশ্য করেই বলেছেন, ‘তুমি খুব দ্রুত ছুটছ, গতি কমাও, ‘তুমি টুইঙ্গোর (রেনো) জায়গায় ঘরে ফেরারি এনেছ, তুমি ক্যাসিও ছেড়ে রোলেক্স কিনেছ। তুমি খুব জোরে ছুটছ, একটু থামো।’
শাকিরা নিজেকে রেনো ব্র্যান্ডের সঙ্গে তুলনা করেছেন। কারণ ফেরারির চেয়ে রেনোর দাম কম হলেও তা বেশি গতিসম্পন্ন। একইভাবে ঘড়ির ব্র্যান্ড রোলেক্সের দাম বেশি, দেখতেও সুন্দর। কিন্তু ক্যাসিওর ব্যাটারি অনেক বেশি ভালো এবং দীর্ঘদিন সঠিক সময় নির্ণয় করতে পারে।
পিকেকে উদ্দেশ্যে করে শাকিরা গান করুক বা না করুক, এর মধ্যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘ক্যাসিও’ ও ‘রেনোর’ বিজ্ঞাপন হয়ে গেছে। দুটি দামি ব্র্যান্ডই শাকিরার গানটি প্রকাশের পর তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাসিও জানিয়েছে, ‘আমাদের প্রতি তাঁর এই বিবেচনা (ছোট করলেও) আমরা পছন্দ করেছি।’ রেনো প্রতিক্রিয়ায় বলেছে, ‘ভদ্রমহিলা ও মহোদয়গণ, আপনারা এই গানটির ভলিয়ম বাড়িয়ে দিন।’
বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ার পপ গায়িকা শাকিরার জুটি ছিল বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক ও প্রভাবশালী জুটিগুলোর একটি। তবে সবাইকে হতাশ করে এই তারকা জুটির ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়। কলম্বিয়ান গায়িকা ও বার্সেলোনার ডিফেন্ডারের দুটি সন্তান আছে।
সংবাদমাধ্যমে তাঁরা জানিয়েছিলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। তবে আমাদের সন্তান আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। তাঁদের মঙ্গলের জন্য আমরা গোপনীয়তা বজায় রাখছি।'
তারকা জুটির সম্পর্ক ভেঙে যাওয়ার দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়ছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে ইবিজা দ্বীপে চলে যান শাকিরা।
২০১০ বিশ্বকাপের সময় প্রথম সাক্ষাৎ হয় পিকে ও শাকিরার। সেই সময় থেকেই তাঁদের প্রেমের শুরু। তবে বিয়ে করেননি তাঁরা। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙেই গেল।
গত ১২ জানুয়ারি মুক্তি পেয়েছে বিশ্ববিখ্যাত পপতারকা ও জনপ্রিয় কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরার নতুন মিউজিক ভিডিও। মুক্তির পরেই গানটি একের পর এক রেকর্ড ভাঙছে। ইউটিউবে প্রথমবারের মতো কোনো লাতিন গান ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৩ মিলিয়ন বা ৬ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে।
‘শাকিরা: বিজেডআরপি মিউজিক ৫৩তম সেশনের এই গান স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে ইতিমধ্যে ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখের বেশি বার শোনা হয়েছে। দুই দিনে এখন পর্যন্ত এটি ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ বারের বেশি শোনা হয়েছে।
গানটি প্রকাশের পর অনেকেই মনে করছেন, শাকিরা সাবেক প্রেমিক ও তার দুই সন্তানের বাবা জেরার্ড পিকেকে উদ্দেশ্য করে এটি লেখা হয়েছে। এতে শাকিরা নিজেকে বিশ্ববিখ্যাত ওল্ড ব্র্যান্ড ‘ক্যাসিও’ ও ‘রেনোর’ সঙ্গে তুলনা করেছেন।
শাকিরার নতুন গানের কথা বাংলায় দাঁড়ায়, ‘কোনো প্রতিহিংসা নেই প্রিয়। আশা করছি, আমার জায়গায় যাকে নিয়ে আছ, বেশ ভালোই আছ। আমি এখনো জানি না, তোমার কী এমন হয়েছিল। তুমি এমন অদ্ভুত স্বভাবের কেন হয়ে গিয়েছিলে, যা এখন একান্তেও বলা সম্ভব নয়। ২২-এর মধ্যে আমি যেন কেবল দুই ছিলাম তোমার কাছে।’
এরপর শাকিরা যেন সাবেক জেরার্ড পিকেকে উদ্দেশ্য করেই বলেছেন, ‘তুমি খুব দ্রুত ছুটছ, গতি কমাও, ‘তুমি টুইঙ্গোর (রেনো) জায়গায় ঘরে ফেরারি এনেছ, তুমি ক্যাসিও ছেড়ে রোলেক্স কিনেছ। তুমি খুব জোরে ছুটছ, একটু থামো।’
শাকিরা নিজেকে রেনো ব্র্যান্ডের সঙ্গে তুলনা করেছেন। কারণ ফেরারির চেয়ে রেনোর দাম কম হলেও তা বেশি গতিসম্পন্ন। একইভাবে ঘড়ির ব্র্যান্ড রোলেক্সের দাম বেশি, দেখতেও সুন্দর। কিন্তু ক্যাসিওর ব্যাটারি অনেক বেশি ভালো এবং দীর্ঘদিন সঠিক সময় নির্ণয় করতে পারে।
পিকেকে উদ্দেশ্যে করে শাকিরা গান করুক বা না করুক, এর মধ্যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘ক্যাসিও’ ও ‘রেনোর’ বিজ্ঞাপন হয়ে গেছে। দুটি দামি ব্র্যান্ডই শাকিরার গানটি প্রকাশের পর তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাসিও জানিয়েছে, ‘আমাদের প্রতি তাঁর এই বিবেচনা (ছোট করলেও) আমরা পছন্দ করেছি।’ রেনো প্রতিক্রিয়ায় বলেছে, ‘ভদ্রমহিলা ও মহোদয়গণ, আপনারা এই গানটির ভলিয়ম বাড়িয়ে দিন।’
বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ার পপ গায়িকা শাকিরার জুটি ছিল বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক ও প্রভাবশালী জুটিগুলোর একটি। তবে সবাইকে হতাশ করে এই তারকা জুটির ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়। কলম্বিয়ান গায়িকা ও বার্সেলোনার ডিফেন্ডারের দুটি সন্তান আছে।
সংবাদমাধ্যমে তাঁরা জানিয়েছিলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। তবে আমাদের সন্তান আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। তাঁদের মঙ্গলের জন্য আমরা গোপনীয়তা বজায় রাখছি।'
তারকা জুটির সম্পর্ক ভেঙে যাওয়ার দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়ছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে ইবিজা দ্বীপে চলে যান শাকিরা।
২০১০ বিশ্বকাপের সময় প্রথম সাক্ষাৎ হয় পিকে ও শাকিরার। সেই সময় থেকেই তাঁদের প্রেমের শুরু। তবে বিয়ে করেননি তাঁরা। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙেই গেল।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
১ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে