বিনোদন প্রতিবেদক, ঢাকা
বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসবেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী—এমন খবর বেরিয়েছিল কয়েকদিন আগে। এবার জানা গেলো প্রতিযোগিতার আরও দুই বিচারকের নাম।
সুরকার, গায়ক, সংগীত পরিচালক ইবরার টিপু এবং সংগীতশিল্পী প্রতীক হাসানও থাকবেন এ রিয়েলিটি শোতে বিচারক হিসেবে। খবরটি জানা গেছে আরটিভির পক্ষ থেকে।
ইবরার টিপু এর আগেও বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করলেও এবারই প্রথম এ দায়িত্ব সামলাবেন প্রতীক হাসান।
ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। আশাকরি ভালো কিছু শিল্পী তুলে আনতে পারব এই আয়োজনের মাধ্যমে। যারা পরবর্তীতে দেশের সংগীতাঙ্গনে অবদান রাখতে পারবে।’
প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার ক্যারিয়ারে প্রথম কোনো সংগীতবিষয়ক রিয়েলিটি শোতে বিচারক হতে যাচ্ছি। এ দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করব।’
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এ রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।
রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো বাদ্যযন্ত্রসহযোগে গেয়ে, মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
এছাড়াও rtvonline.com/youngstar, অথবা [email protected], অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন।
বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসবেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী—এমন খবর বেরিয়েছিল কয়েকদিন আগে। এবার জানা গেলো প্রতিযোগিতার আরও দুই বিচারকের নাম।
সুরকার, গায়ক, সংগীত পরিচালক ইবরার টিপু এবং সংগীতশিল্পী প্রতীক হাসানও থাকবেন এ রিয়েলিটি শোতে বিচারক হিসেবে। খবরটি জানা গেছে আরটিভির পক্ষ থেকে।
ইবরার টিপু এর আগেও বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করলেও এবারই প্রথম এ দায়িত্ব সামলাবেন প্রতীক হাসান।
ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। আশাকরি ভালো কিছু শিল্পী তুলে আনতে পারব এই আয়োজনের মাধ্যমে। যারা পরবর্তীতে দেশের সংগীতাঙ্গনে অবদান রাখতে পারবে।’
প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার ক্যারিয়ারে প্রথম কোনো সংগীতবিষয়ক রিয়েলিটি শোতে বিচারক হতে যাচ্ছি। এ দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করব।’
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এ রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।
রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো বাদ্যযন্ত্রসহযোগে গেয়ে, মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
এছাড়াও rtvonline.com/youngstar, অথবা [email protected], অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৮ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৯ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৪ ঘণ্টা আগে