বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেকদিন গানে ছিলেন না সংগীতশিল্পী সাবরিনা পড়শী। একেবারেই ছিলেন না বললে ভুল হবে। নিজের মতো করে গাইতেন। কখনো নিজের পুরনো গান, কখনো অন্যের গাওয়া জনপ্রিয় গানের কাভার করে সেগুলো প্রকাশ করতেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে।
পড়শী আবার স্বরূপে ফিরতে শুরু করেছেন। নিজের কথায়, নিজের সুরে নতুন গান আসছে তাঁর। সোমবার সালমান শাহের জন্মদিন উপলক্ষে একটি প্রকাশ করেছেন। পড়শীর আরেক নতুন খবর এল— গানের প্রতিযোগিতায় দেখা দিচ্ছেন তিনি।
আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই রিয়েলিটি শোয়ে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীকে। তবে এ আয়োজনে প্রতিযোগী নন তিনি। থাকবেন বিচারক হিসেবে। বাছাই করবেন কারা হবেন প্রতিযোগিতার সেরা প্রতিভা।
ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোয়ে বিচারকের আসতে বসতে যাচ্ছেন—এ নিয়ে খুবই আনন্দিত পড়শী। কারণ তাঁর ক্যারিয়ারও শুরু হয়েছিল এমনই একটি রিয়েলিটি শো দিয়ে। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন তিনি। এক যুগ পর রিয়েলিটি শোতে আবারও দেখা যাবে এই গায়িকাকে।
পড়শী বলেন, ‘আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। তখন মঞ্চে গান গেয়েছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগিদের গান শুনব। একজন প্রতিযোগি যখন স্টেজে গান করতে আসেন, তখন তার গানের সাথে স্বপ্ন থাকে, ভয় থাকে। অনেককিছু কাজ করে মাথায়। সেই দিনগুলো আমিও পার করে এসেছি। তাই চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে সেরা প্রতিভা বাছাই করার। আমাকে একবার কুমার বিশ্বজিৎ স্যার বলেছিলেন, তুইও একদিন বিচারক হবি। স্যারের সেই কথাটাই সত্যি হতে যাচ্ছে।’
সোহাগ মাসুদের প্রযোজনায় এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো বাদ্যযন্ত্র সহযোগে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।
অনেকদিন গানে ছিলেন না সংগীতশিল্পী সাবরিনা পড়শী। একেবারেই ছিলেন না বললে ভুল হবে। নিজের মতো করে গাইতেন। কখনো নিজের পুরনো গান, কখনো অন্যের গাওয়া জনপ্রিয় গানের কাভার করে সেগুলো প্রকাশ করতেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে।
পড়শী আবার স্বরূপে ফিরতে শুরু করেছেন। নিজের কথায়, নিজের সুরে নতুন গান আসছে তাঁর। সোমবার সালমান শাহের জন্মদিন উপলক্ষে একটি প্রকাশ করেছেন। পড়শীর আরেক নতুন খবর এল— গানের প্রতিযোগিতায় দেখা দিচ্ছেন তিনি।
আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই রিয়েলিটি শোয়ে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীকে। তবে এ আয়োজনে প্রতিযোগী নন তিনি। থাকবেন বিচারক হিসেবে। বাছাই করবেন কারা হবেন প্রতিযোগিতার সেরা প্রতিভা।
ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোয়ে বিচারকের আসতে বসতে যাচ্ছেন—এ নিয়ে খুবই আনন্দিত পড়শী। কারণ তাঁর ক্যারিয়ারও শুরু হয়েছিল এমনই একটি রিয়েলিটি শো দিয়ে। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন তিনি। এক যুগ পর রিয়েলিটি শোতে আবারও দেখা যাবে এই গায়িকাকে।
পড়শী বলেন, ‘আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। তখন মঞ্চে গান গেয়েছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগিদের গান শুনব। একজন প্রতিযোগি যখন স্টেজে গান করতে আসেন, তখন তার গানের সাথে স্বপ্ন থাকে, ভয় থাকে। অনেককিছু কাজ করে মাথায়। সেই দিনগুলো আমিও পার করে এসেছি। তাই চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে সেরা প্রতিভা বাছাই করার। আমাকে একবার কুমার বিশ্বজিৎ স্যার বলেছিলেন, তুইও একদিন বিচারক হবি। স্যারের সেই কথাটাই সত্যি হতে যাচ্ছে।’
সোহাগ মাসুদের প্রযোজনায় এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো বাদ্যযন্ত্র সহযোগে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।
আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
৬ ঘণ্টা আগেবান্দ্রার বাসভবনে ১৬ জানুয়ারি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় আহত সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বোন সোহা আলী খান সম্প্রতি সাইফের স্বাস্থ্য বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন।
৭ ঘণ্টা আগেনতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
১৭ ঘণ্টা আগেসাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৌদি আরব। প্রতিবছর সেখানে যেমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় চলচ্চিত্র উৎসব হয়, তেমনি চার বছর ধরে আয়োজিত হচ্ছে জয় অ্যাওয়ার্ডস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তৈরি সিনেমা, সিরিজ ও গানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। জয় অ্যাওয়ার্ডসের..
১৭ ঘণ্টা আগে