সেরা হবেন কারা, বিচার করবেন পড়শী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

অনেকদিন গানে ছিলেন না সংগীতশিল্পী সাবরিনা পড়শী। একেবারেই ছিলেন না বললে ভুল হবে। নিজের মতো করে গাইতেন। কখনো নিজের পুরনো গান, কখনো অন্যের গাওয়া জনপ্রিয় গানের কাভার করে সেগুলো প্রকাশ করতেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে।

পড়শী আবার স্বরূপে ফিরতে শুরু করেছেন। নিজের কথায়, নিজের সুরে নতুন গান আসছে তাঁর। সোমবার সালমান শাহের জন্মদিন উপলক্ষে একটি প্রকাশ করেছেন। পড়শীর আরেক নতুন খবর এল— গানের প্রতিযোগিতায় দেখা দিচ্ছেন তিনি।

সাবরিনা পড়শী

আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই রিয়েলিটি শোয়ে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীকে। তবে এ আয়োজনে প্রতিযোগী নন তিনি। থাকবেন বিচারক হিসেবে। বাছাই করবেন কারা হবেন প্রতিযোগিতার সেরা প্রতিভা।

সাবরিনা পড়শী

ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোয়ে বিচারকের আসতে বসতে যাচ্ছেন—এ নিয়ে খুবই আনন্দিত পড়শী। কারণ তাঁর ক্যারিয়ারও শুরু হয়েছিল এমনই একটি রিয়েলিটি শো দিয়ে। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন তিনি। এক যুগ পর রিয়েলিটি শোতে আবারও দেখা যাবে এই গায়িকাকে।

সাবরিনা পড়শীপড়শী বলেন, ‘আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। তখন মঞ্চে গান গেয়েছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগিদের গান শুনব। একজন প্রতিযোগি যখন স্টেজে গান করতে আসেন, তখন তার গানের সাথে স্বপ্ন থাকে, ভয় থাকে। অনেককিছু কাজ করে মাথায়। সেই দিনগুলো আমিও পার করে এসেছি। তাই চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে সেরা প্রতিভা বাছাই করার। আমাকে একবার কুমার বিশ্বজিৎ স্যার বলেছিলেন, তুইও একদিন বিচারক হবি। স্যারের সেই কথাটাই সত্যি হতে যাচ্ছে।’

সোহাগ মাসুদের প্রযোজনায় এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো বাদ্যযন্ত্র সহযোগে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত