মা-বাবাকে উৎসর্গ করে অনি-মিজানের নতুন গান ‘তোমাকে ছাড়া’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২৪, ১৩: ০৮
Thumbnail image

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই মুখ মিজান রহমান ও অনি হাসান। অনেক দিন ধরেই তাঁদের নতুন গান নিয়ে দর্শক মহলে ব্যাপক আলোচনা চলছে। এবার প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন গান। গানটির শিরোনাম ‘তোমাকে ছাড়া’। গানটি উৎসর্গ করা হয়েছে মা-বাবাকে। অনির আয়োজনে গানটি লিখেছেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী।

গানটি নিয়ে গীতিকার লতিফুল ইসলাম শিবলী ফেসবুকে লিখেছেন, ‘গান লেখা হয় না বহুদিন। ছোট ভাই এবং ট্যালেন্টেড মিউজিশিয়ান অনি হাসান চায়না থেকে একটা গানের মিউজিক ট্র্যাক করে পাঠালে সেটা শুনে এতই ভালো লেগে যায় যে গানটা লিখেই ফেললাম। প্রিয় ভোকাল মিজানের অসাধারণ কণ্ঠে গানটা এক নতুন মাত্রা পেয়েছে। আমি ওয়ারফেজের জন্য কখনো কোনো গান না লিখলেও দুই এক্স ওয়ারফেজের সঙ্গে এত বছর পর এসে এ গানটি আমাকে সত্যিই একটা নতুন রক গান শোনার তৃপ্তি দিয়েছে।’

গানটি মা-বাবাকে উৎসর্গ করার বিষয়ে শিবলী লিখেছেন, ‘গানের বিষয় হিসেবে বাবা এবং মাকে নিয়ে আলাদা অনেক গান হয়েছে, কিন্তু আমার জানামতে দুজনকে একত্রে কোনো গানে সম্ভবত আমরা পাইনি। আমাদের বাবা-মাকে উৎসর্গকৃত গানটি গত রাতে রিলিজ হয়েছে। কমেন্ট বক্সে আছে শেয়ার করলাম।’

মিজান ও অনি দুজনই দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর সাবেক সদস্য। মিজান দেশে থাকলেও অনি থাকেন দেশের বাইরে। সম্প্রতি কনসার্টে অংশ নিতে দেশে এসেছিলেন তিনি। বেশ কিছু স্টেজ শোতে একসঙ্গে দেখা গেছে মিজান-অনিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত