আবারও অসুস্থ তৌসিফ, ছয় মাস থাকতে হবে চিকিৎসকের পর্যবেক্ষণে

বিনোদন প্রতিবেদক, ঢাকা­­­­
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১৮: ১২
তৌসিফ আহমদে; ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে বিশ্রামে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। ছয় মাস থাকতে হবে চিকিৎসকের পর্যবেক্ষণে। গত মাসে শারীরিকভাবে অসুস্থবোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তৌসিফের হার্ট অ্যাটাক হয়েছে, সেই সঙ্গে মাইল্ড স্ট্রোক হয়ে ব্রেনের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে তাঁর। আগামী ছয় মাস থাকতে হবে বিশ্রামে ও ডাক্তারের পর্যবেক্ষণে।

এ বিষয়ে জানতে চাইলে তৌসিফ বলেন, ‘আগে থেকেই অসুস্থ বোধ করছিলাম। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তাম। প্রথমে চিকিৎসকেরা ধরতে পারছিলেন না। গত মাসে অসুস্থবোধ করলে হাসপাতালে যাই। সেখানে গিয়ে ইসিজি করার পর হার্টের সমস্যা ধরে পড়ে। পরীক্ষার পর চিকিৎসক জানান, আমার হার্ট অ্যাটাক হয়েছে। সাবধানের থাকার পরামর্শ দিয়ে জানান, সামনে বড় ধরনের অ্যাটাকও হতে পারে।’

পরে বাসায় আবারও অজ্ঞান হয়ে পড়লে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, ব্রেনের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে তাঁর। তৌসিফ এখন নিউরো সায়েন্স হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর সাবের হোসেনের চৌধুরীর তত্ত্বাবধানে আছেন।

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে তৌসিফ বলেন, ‘প্রফেসর সাবের হোসেনের পরামর্শ অনুযায়ী ওষুধ চলছে। ছয় মাস পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে সার্জারি করতে হবে কিনা।’

অসুস্থ হওয়ার পর বাসাতেই সময় কাটছে তৌসিফের। এখন কোনো ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। তৌসিফ বলেন, ‘গত এক মাস বাসায় শুয়ে-বসে সময় কাটছে। আগামী ছয় মাসের মতো বিশ্রামে থাকতে হবে। সবার কাছে দোয়া চাই। যেন শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’

এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে হার্ট অ্যাটাক হয়েছিল তৌসিফের। সে সময় ধানমন্ডির একটি হাসপাতালে ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে।

দেশের অডিও জগতের জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফের প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ জনপ্রিয় অনেক গান রয়েছে তাঁর ঝুলিতে। গাওয়ার পাশাপাশি তিনি গান লেখেন, সুর ও সংগীতায়োজন করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত