বন্ধ হলো ‘তিতলি’ সিরিয়াল

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ২২: ১৪

একের পর এক বন্ধ হচ্ছে ধারাবাহিক। আজ একইদিনে বন্ধ হচ্ছে দুটি ধারাবাহিকের প্রচার। আগেই জানা গিয়েছিল ‘দেশের মাটি’র প্রচার বন্ধ হয়ে আগামীকাল থেকে একই সময়ে শুরু হবে ‘খুকুমনি হোম ডেলিভারি’।

এবার জানা গেল, শুধু ‘দেশের মাটি’ নয়, বন্ধ হচ্ছে ‘তিতলি’ও। আজ রোববার শেষবারের মতো দেখা গেছে ‘তিতলি’কে। এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হয়েছে গত বৃহস্পতিবার।

এক সময় টিআরপি-র তালিকায় শীর্ষে ছিল ‘তিতলি’। এটি কেন হঠাৎ বন্ধ হচ্ছে, এ নিয়ে দর্শকদের মধ্যে চলছে জল্পনা। শোনা গেছে, টিআরপি কম থাকার কারণেই বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।

তবে ধারাবাহিকের ‘তিতলি’ চরিত্রের অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বলছেন ভিন্ন কথা, ‘তিতলি দুম করে বন্ধ হচ্ছে না। বরং একটা গল্পের শেষ হচ্ছে।’

‘তিতলি’ সিরিয়ালে মধুপ্রিয়া চৌধুরীমধুপ্রিয়া বলেন, ‘সবকিছুর যেমন শুরু আছে। তেমন শেষও আছে। তিতলির ক্ষেত্রেও তাই। তাছাড়াও তিতলি তো আর কোনো ফ্যামিলি ড্রামা নয়। একটা মেয়ের স্বপ্নপূরণের গল্প এটি। সেই গল্প তো অনেক আগেই শেষ হয়ে গেছে।’

ধারাবাহিকটি শেষ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অনেকবারই এই ধারাবাহিকের টাইমিং বদলেছে। সম্প্রতি তিতলিকে দুপুরের স্লটে দেওয়া হয়। দর্শক কমতে থাকে। তার উপর নতুন করে তিতলির গল্পতেও কিছু নেই। তাই শুধু শুধু একটা ভাল গল্পে গোঁজামিল দিয়ে কী লাভ? তার থেকে ভাল শেষ হয়ে যাওয়া।’

তবে এতদিন ধরে তিনি যে ‘তিতলি’ টিমে কাজ করছিলেন, হঠাৎ করে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায়, টিমের অনেকের সঙ্গে আর দেখা হবে না, এটা নিয়ে বেশ মন খারাপ মধুপ্রিয়া চৌধুরীর।

‘তিতলি’ এক বধির মেয়ের স্বপ্নপূরণের গল্প। যার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। এই গল্প দেখাতে গিয়ে এমন কিছু দেখানো হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেন অনেকেই।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত