বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘ছোট্ট একটা টিম আর অনেক বড় স্বপ্ন নিয়ে চরকির যাত্রা শুরু করি আমরা। যখন শুরু করলাম, বাংলাদেশের লোকাল মার্কেটে সাবস্ক্রিপশন বেইসড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সম্পর্কে না ছিলো কোনো তথ্য, না ছিলো কোন উদাহরণ। একরকম শুন্য থেকেই শুরু করা। প্রতিবার নতুন কিছু করেছি, সমস্যায় পড়েছি, সমাধান খুঁজেছি, আবার নতুন কিছু করার চেষ্টা করেছি। এভাবেই আমরা শিখতে শিখতে এগিয়ে গিয়েছি। প্রথম থেকেই একটা বিষয় আমরা বিশ্বাস করতাম, স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য ভালো বা খারাপ কনটেন্ট বলতে কিছু নেই। সঠিক দর্শকের কাছে সঠিক কনটেন্ট পৌঁছে দেয়াই আমাদের মূল উদ্দেশ্য।’-কথাগুলো বলছিলেন চরকির ক্রিয়েটিভ প্রডিউসার ও ফাউন্ডিং মেম্বার আল-আমিন হাসান নির্ঝর। গল্পে গল্পে তিনি চরকির শুরুর দিকের নানা প্রতিকূলতা ও পরিস্থিতির কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘তাই কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমরা যেমন একদিকে নতুনত্বকে প্রাধান্য দিয়েছি, অন্যদিকে সাধারণ দর্শকের জন্য নির্মল বিনোদনেরও ব্যবস্থা করেছি। এক বছর আগে যখন চরকির যাত্রা শুরু হয়, অনেকেই আমাদের প্রশ্ন করতেন, ‘পারবো তো?’ এখন মনে হচ্ছে, এই এক বছরে আমাদের নির্মাতা আর দর্শকেরাই সেই উত্তরটা দিয়ে দিয়েছেন।’
২০২১ সালের ১২ জুলাই করোনা মহামারীর এক দুর্বিষহ সময়েই চরকি যাত্রা শুরু করে। দেখতে দেখতে ১ বছরে পূর্ণ করে দ্বিতীয় বছরে পা রাখল বাংলাদেশের এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। নানা জনে নানা কথা পেরিয়ে স্ট্রিমিং জগতে চরকি আজ পরিচিত একটা নাম।
চরকির যাত্রা শুরুর সময়ের আরেক সদস্য আদর রহমান। শুরুর সময়ের গল্প করতে গিয়ে তিনি বলেন, ‘খুব ছোট একটা টিম নিয়ে যাত্রা শুরু করেছিল চরকি। আমরা গুটিকয়েক মানুষ নিজেরাই কনটেন্ট, প্রডাক্ট, মার্কেটিং, অ্যাক্টিভেশন সব সামলে সবার সামনে তুলে ধরেছিলাম এই প্ল্যাটফর্মটি। এত অল্প সময়ে আমাদের প্রচেষ্টা সবাই এতটা ভালোবেসে আপন করে নেবে, তা আমরা ভাবিনি। বিশ্বের বুকে বাংলা কনটেন্টের রাজধানী হিসেবে তুলে ধরব- এই প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিলাম। ভেবে ভালো লাগছে যে, মাত্র এক বছরের মাথায় আমরা আমাদের সেই স্বপ্নের দিকে বেশ খানিকটা এগিয়ে গেছি। আরো অনেকটা পথ বাকি।’
চরকি অরিজিনালস
মাত্র একবছর সময়ের মধ্যেই চরকি প্রায় ৫০টির বেশি অরিজিনাল কনটেন্ট মুক্তি দিয়েছে। সিনেমা, সিরিজসহ চরকি নতুন একটি ক্যাটাগরি চালু করেছে যা 'ফ্লিক' নামে পরিচিত। চরকিতে প্রবীণ পরিচালকদের কাজ যেমন সমাদৃত হয়েছে তেমন নবীনদের কাজও আলোচিত ও প্রশংসিত হয়েছে। সিরিজ শাটিকাপ, নিখোঁজ, ফ্লিক হ্যাপি বার্থডে-সহ বেশ কিছু কাজ দুর্দান্তভাবে গ্রহণ করেছে দর্শক। সেই সাথে ঊনলৌকিক, খাঁচার ভেতর অচিন পাখি, মরিচীকা, তিথির অসুখ, জাগো বাহে, টান, রেডরাম, গুণিন, পেট কাটা ষ, দর্শকরা তুমুল আলোচনায় এনেছে।
চরকি অরিজিনাল কনটেন্টের পাশাপাশি বিদেশি ভাষার সিনেমা ও সিরিজ বাংলায় ডাব করে মুক্তি দেয়। ওয়েটলিফটিং ফেইরি, লুকা, পিগ জেন, কিংস্লেয়ার-সহ আরও অনেক সিনেমা বাংলায় চরকিতে দেখতে পারবে দর্শক।
পুরস্কার ও সম্মাননা
মাত্র ১ বছরেই চরকির ঝুলিতে এসেছে বেশ কিছু দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এই বছর মার্চ মাসে আয়োজিত আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ এ চরকি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ ওয়েব সিরিজসহ মোট ৮টি পুরস্কার জিতেছে।
সেই সাথে মেরিল প্রথম আলো পুরস্কার ২০২১-এ সমালোচকের রায়ে সেরা তিনটি ও তারকা জরিপে ১টি পুরস্কার জিতেছে।
এক বছর পূর্ণ আগেই চরকি ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২-এ বিশেষ সম্মানে ভূষিত হয়েছে। বাংলাদেশের প্রধান ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে চরকি ‘বেস্ট ইনিশিয়েটিভ টু অ্যাকুয়ার সাবস্ক্রাইবার’ক্যাটাগরিতে সম্মানজনক এই স্বীকৃতি পেয়েছে। যা চরকির চলার পথকে করেছে আলোকিত ও অনুপ্রাণিত।
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি প্রথম এক বছরেই দর্শকদের যে ভালোবাসা পেয়েছে, যে সাফল্য ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে তাতে আমরা ধন্য। এগুলো সম্ভব হয়েছে চরকির দুর্দান্ত সব কনটেন্টের কারণে। সেই সাথে চরকির পুরো টিম, স্পন্সর, শুভানুধ্যায়ীদের অবদানে চরকির পথচলা আরও সহজ ও সাবলীল হয়েছে। বাংলা কনটেন্টের রাজধানী হতে চরকি আরও দর্শক জনপ্রিয়তা পেতে থাকুক, দর্শক আরও ফিল্ম ফান ফুর্তিতে থাকুক এই কামনা করি।’
‘ছোট্ট একটা টিম আর অনেক বড় স্বপ্ন নিয়ে চরকির যাত্রা শুরু করি আমরা। যখন শুরু করলাম, বাংলাদেশের লোকাল মার্কেটে সাবস্ক্রিপশন বেইসড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সম্পর্কে না ছিলো কোনো তথ্য, না ছিলো কোন উদাহরণ। একরকম শুন্য থেকেই শুরু করা। প্রতিবার নতুন কিছু করেছি, সমস্যায় পড়েছি, সমাধান খুঁজেছি, আবার নতুন কিছু করার চেষ্টা করেছি। এভাবেই আমরা শিখতে শিখতে এগিয়ে গিয়েছি। প্রথম থেকেই একটা বিষয় আমরা বিশ্বাস করতাম, স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য ভালো বা খারাপ কনটেন্ট বলতে কিছু নেই। সঠিক দর্শকের কাছে সঠিক কনটেন্ট পৌঁছে দেয়াই আমাদের মূল উদ্দেশ্য।’-কথাগুলো বলছিলেন চরকির ক্রিয়েটিভ প্রডিউসার ও ফাউন্ডিং মেম্বার আল-আমিন হাসান নির্ঝর। গল্পে গল্পে তিনি চরকির শুরুর দিকের নানা প্রতিকূলতা ও পরিস্থিতির কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘তাই কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমরা যেমন একদিকে নতুনত্বকে প্রাধান্য দিয়েছি, অন্যদিকে সাধারণ দর্শকের জন্য নির্মল বিনোদনেরও ব্যবস্থা করেছি। এক বছর আগে যখন চরকির যাত্রা শুরু হয়, অনেকেই আমাদের প্রশ্ন করতেন, ‘পারবো তো?’ এখন মনে হচ্ছে, এই এক বছরে আমাদের নির্মাতা আর দর্শকেরাই সেই উত্তরটা দিয়ে দিয়েছেন।’
২০২১ সালের ১২ জুলাই করোনা মহামারীর এক দুর্বিষহ সময়েই চরকি যাত্রা শুরু করে। দেখতে দেখতে ১ বছরে পূর্ণ করে দ্বিতীয় বছরে পা রাখল বাংলাদেশের এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। নানা জনে নানা কথা পেরিয়ে স্ট্রিমিং জগতে চরকি আজ পরিচিত একটা নাম।
চরকির যাত্রা শুরুর সময়ের আরেক সদস্য আদর রহমান। শুরুর সময়ের গল্প করতে গিয়ে তিনি বলেন, ‘খুব ছোট একটা টিম নিয়ে যাত্রা শুরু করেছিল চরকি। আমরা গুটিকয়েক মানুষ নিজেরাই কনটেন্ট, প্রডাক্ট, মার্কেটিং, অ্যাক্টিভেশন সব সামলে সবার সামনে তুলে ধরেছিলাম এই প্ল্যাটফর্মটি। এত অল্প সময়ে আমাদের প্রচেষ্টা সবাই এতটা ভালোবেসে আপন করে নেবে, তা আমরা ভাবিনি। বিশ্বের বুকে বাংলা কনটেন্টের রাজধানী হিসেবে তুলে ধরব- এই প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিলাম। ভেবে ভালো লাগছে যে, মাত্র এক বছরের মাথায় আমরা আমাদের সেই স্বপ্নের দিকে বেশ খানিকটা এগিয়ে গেছি। আরো অনেকটা পথ বাকি।’
চরকি অরিজিনালস
মাত্র একবছর সময়ের মধ্যেই চরকি প্রায় ৫০টির বেশি অরিজিনাল কনটেন্ট মুক্তি দিয়েছে। সিনেমা, সিরিজসহ চরকি নতুন একটি ক্যাটাগরি চালু করেছে যা 'ফ্লিক' নামে পরিচিত। চরকিতে প্রবীণ পরিচালকদের কাজ যেমন সমাদৃত হয়েছে তেমন নবীনদের কাজও আলোচিত ও প্রশংসিত হয়েছে। সিরিজ শাটিকাপ, নিখোঁজ, ফ্লিক হ্যাপি বার্থডে-সহ বেশ কিছু কাজ দুর্দান্তভাবে গ্রহণ করেছে দর্শক। সেই সাথে ঊনলৌকিক, খাঁচার ভেতর অচিন পাখি, মরিচীকা, তিথির অসুখ, জাগো বাহে, টান, রেডরাম, গুণিন, পেট কাটা ষ, দর্শকরা তুমুল আলোচনায় এনেছে।
চরকি অরিজিনাল কনটেন্টের পাশাপাশি বিদেশি ভাষার সিনেমা ও সিরিজ বাংলায় ডাব করে মুক্তি দেয়। ওয়েটলিফটিং ফেইরি, লুকা, পিগ জেন, কিংস্লেয়ার-সহ আরও অনেক সিনেমা বাংলায় চরকিতে দেখতে পারবে দর্শক।
পুরস্কার ও সম্মাননা
মাত্র ১ বছরেই চরকির ঝুলিতে এসেছে বেশ কিছু দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এই বছর মার্চ মাসে আয়োজিত আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ এ চরকি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ ওয়েব সিরিজসহ মোট ৮টি পুরস্কার জিতেছে।
সেই সাথে মেরিল প্রথম আলো পুরস্কার ২০২১-এ সমালোচকের রায়ে সেরা তিনটি ও তারকা জরিপে ১টি পুরস্কার জিতেছে।
এক বছর পূর্ণ আগেই চরকি ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২-এ বিশেষ সম্মানে ভূষিত হয়েছে। বাংলাদেশের প্রধান ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে চরকি ‘বেস্ট ইনিশিয়েটিভ টু অ্যাকুয়ার সাবস্ক্রাইবার’ক্যাটাগরিতে সম্মানজনক এই স্বীকৃতি পেয়েছে। যা চরকির চলার পথকে করেছে আলোকিত ও অনুপ্রাণিত।
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি প্রথম এক বছরেই দর্শকদের যে ভালোবাসা পেয়েছে, যে সাফল্য ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে তাতে আমরা ধন্য। এগুলো সম্ভব হয়েছে চরকির দুর্দান্ত সব কনটেন্টের কারণে। সেই সাথে চরকির পুরো টিম, স্পন্সর, শুভানুধ্যায়ীদের অবদানে চরকির পথচলা আরও সহজ ও সাবলীল হয়েছে। বাংলা কনটেন্টের রাজধানী হতে চরকি আরও দর্শক জনপ্রিয়তা পেতে থাকুক, দর্শক আরও ফিল্ম ফান ফুর্তিতে থাকুক এই কামনা করি।’
দিওয়ালি উপলক্ষে ১ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম অ্যাগেইন’। সিনেমা দুটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে মুক্তির একদিন আগে বলিউডের এই দুই সিনেমা নিষিদ্ধ করে দিয়েছে সৌদি আরব।
২২ মিনিট আগেএক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই,আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ।
৪১ মিনিট আগেসংশোধন হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিদ্যমান আইন ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’। বিদ্যমান আইনের বিভিন্ন ধারায় পরিবর্তনের লক্ষ্যে একটি সংশোধিত খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংশোধিত খসড়া আইনের উপর সকল
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
৪ ঘণ্টা আগে