বিনোদন ডেস্ক
যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ৭৯ বছর বয়সী ‘স্কুইড গেম’ অভিনেতা ও ইয়াং সু। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সিউলের সেওংনাম আদালত আজ শুক্রবার অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন।
ও ইয়াং-সুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক অভিনেত্রী। তাঁর অভিযোগ ছিল, ২০১৭ সালে ও ইয়াং-সু তাঁকে জোর করে জড়িয়ে ধরেন, তাঁর হাত ধরেন ও গালে চুমু খান। আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে ৮ মাসের সাজা দিয়েছেন। সঙ্গে যৌন হয়রানির বিষয়ে ৪০ ঘণ্টার বিশেষ ক্লাসে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৭৯ বছর বয়সী এ অভিনেতাকে। আদালতের রায়ে দোষী প্রমাণিত হলেও এ অভিযোগ অস্বীকার করেছেন ও ইয়াং-সু। উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
দ্য কোরিয়ান হেরাল্ড জানিয়েছে, শুনানি চলাকালে পুরোটা সময় মাথা নিচু করে নীরব ছিলেন ও ইয়াং-সু। বিচারকার্য শেষ হওয়ার পর আপিলের সিদ্ধান্তের কথা জানিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে এ মামলা হওয়ার পর থেকে অনেক সিনেমা থেকে বাদ পড়েছেন ও ইয়াং-সু। এমনকি যে সব সিনেমার শুটিং করেছিলেন আগে, সে সিনেমাগুলো থেকেও তাঁর অংশ সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে।
নেটফ্লিক্সে প্রচারিত ‘স্কুইড গেম’ সিরিজে ও ইল-নাম চরিত্রে অভিনয় করে ২০২১ সালে বিশ্বজুড়ে পরিচিতি পান ও ইয়াং-সু। গোল্ডেন গ্লোব জেতেন, পরের বছর পান এমিতে মনোনয়ন। ২০২১ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ওই নারী অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তির পর তোলপাড় ফেলে দেয় নেটফ্লিক্স সিরিজ স্কুইড গেমস। তিন বছর পর সেই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে।
২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর ‘স্কুইড গেম’ বিশ্বজুড়ে আলোড়ন ফেলে। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ। প্রথম সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে। যাতে জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার। অপরদিকে হারলে মৃত্যু। এই খেলায় অংশগ্রহণ করে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ৭৯ বছর বয়সী ‘স্কুইড গেম’ অভিনেতা ও ইয়াং সু। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সিউলের সেওংনাম আদালত আজ শুক্রবার অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন।
ও ইয়াং-সুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক অভিনেত্রী। তাঁর অভিযোগ ছিল, ২০১৭ সালে ও ইয়াং-সু তাঁকে জোর করে জড়িয়ে ধরেন, তাঁর হাত ধরেন ও গালে চুমু খান। আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে ৮ মাসের সাজা দিয়েছেন। সঙ্গে যৌন হয়রানির বিষয়ে ৪০ ঘণ্টার বিশেষ ক্লাসে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৭৯ বছর বয়সী এ অভিনেতাকে। আদালতের রায়ে দোষী প্রমাণিত হলেও এ অভিযোগ অস্বীকার করেছেন ও ইয়াং-সু। উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
দ্য কোরিয়ান হেরাল্ড জানিয়েছে, শুনানি চলাকালে পুরোটা সময় মাথা নিচু করে নীরব ছিলেন ও ইয়াং-সু। বিচারকার্য শেষ হওয়ার পর আপিলের সিদ্ধান্তের কথা জানিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে এ মামলা হওয়ার পর থেকে অনেক সিনেমা থেকে বাদ পড়েছেন ও ইয়াং-সু। এমনকি যে সব সিনেমার শুটিং করেছিলেন আগে, সে সিনেমাগুলো থেকেও তাঁর অংশ সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে।
নেটফ্লিক্সে প্রচারিত ‘স্কুইড গেম’ সিরিজে ও ইল-নাম চরিত্রে অভিনয় করে ২০২১ সালে বিশ্বজুড়ে পরিচিতি পান ও ইয়াং-সু। গোল্ডেন গ্লোব জেতেন, পরের বছর পান এমিতে মনোনয়ন। ২০২১ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ওই নারী অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তির পর তোলপাড় ফেলে দেয় নেটফ্লিক্স সিরিজ স্কুইড গেমস। তিন বছর পর সেই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে।
২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর ‘স্কুইড গেম’ বিশ্বজুড়ে আলোড়ন ফেলে। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ। প্রথম সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে। যাতে জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার। অপরদিকে হারলে মৃত্যু। এই খেলায় অংশগ্রহণ করে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
২ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
৪ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
৪ ঘণ্টা আগেতারকাসন্তান নন তাঁদের কেউই। তবে অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকের কাছে নিজেদের প্রমাণ করেছেন। অ্যাকশন থেকে কমেডি কিংবা রোম্যান্টিক—একাধিক ঘরানার সিনেমায় ক্রমশ বলিউডের ভরসার নাম হয়ে উঠছেন রাশমিকা, তৃপ্তি ও শর্বরী।
৬ ঘণ্টা আগে