বিনোদন প্রতিবেদক, ঢাকা
গল্পটা দুই ভাইয়ের। আপন ভাই না হয়েও তাঁরা আপনের চেয়ে আপন। বড় ভাই চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। পেশায় তিনি লেখক। বয়স পঞ্চাশের কোঠায়। সবাই তাঁকে অবিবাহিত জানলেও তাঁর গোপন-রহস্যটা ভিন্ন। এক কন্যাসন্তান আছে তাঁর। মাঝে মাঝেই লুকিয়ে তিনি মেয়েকে দেখতে যান। কন্যা অবশ্য বাবার পরিচয় জানে না। এখনো তাকে তার বাবার পরিচয় জানানো হয়নি। এই নিয়ে বড় ভাই গভীর কষ্টে থাকেন; কিন্তু কাউকে বুঝতে দেন না।
ছোট ভাই নাট্যকলায় স্নাতকোত্তর করে নাটক লেখার চেষ্টা করছে। এই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। বড় ভাইয়ের আশ্রয়ে থাকে। রিনার প্রেমে হাবুডুবু খাচ্ছে সে। রিনা চরিত্রে অভিনয় করেছেন অর্ষা। কঠিন প্রকৃতির এক মেয়ে রিনা। প্রতিদিনের হাসি-আনন্দের মধ্যেও একটা কষ্ট আছে, যা তার প্রেমিক জানে না।
রিনারা চার বান্ধবী একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকে। সেখানে আছে মায়া, শিলু আর কচি নামের আরও তিন চরিত্র। কচির উদ্ভট আচরণে মায়া, শিলু সবাই অতিষ্ঠ। রিনা আর মায়ার আরও একটা পরিচয় আছে। তারা ‘দ্য নাটকস’ নামে একটা থিয়েটার দলে কাজ করে। এসব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘সাদাসিধে ছোটভাই’। কিছু কাল্পনিক চরিত্র নিয়ে ‘সাদাসিধে ছোট ভাই’ নাটকের গল্প এগিয়ে যাবে। মূল গল্পের বাইরেও চরিত্রগুলোর ছোট ছোট কিছু গল্প আছে। ধারাবাহিকের প্রতিটি পর্ব শেষে সেই ছোট ছোট গল্প বোনাস দৃশ্য হিসেবে দেখানো হবে।
এটিএন বাংলায় আজ থেকে সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক ‘সাদাসিধে ছোট ভাই’। মাসুম রেজার রচনায় নাটকটি বানিয়েছেন সকাল আহমেদ।
গল্পটা দুই ভাইয়ের। আপন ভাই না হয়েও তাঁরা আপনের চেয়ে আপন। বড় ভাই চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। পেশায় তিনি লেখক। বয়স পঞ্চাশের কোঠায়। সবাই তাঁকে অবিবাহিত জানলেও তাঁর গোপন-রহস্যটা ভিন্ন। এক কন্যাসন্তান আছে তাঁর। মাঝে মাঝেই লুকিয়ে তিনি মেয়েকে দেখতে যান। কন্যা অবশ্য বাবার পরিচয় জানে না। এখনো তাকে তার বাবার পরিচয় জানানো হয়নি। এই নিয়ে বড় ভাই গভীর কষ্টে থাকেন; কিন্তু কাউকে বুঝতে দেন না।
ছোট ভাই নাট্যকলায় স্নাতকোত্তর করে নাটক লেখার চেষ্টা করছে। এই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। বড় ভাইয়ের আশ্রয়ে থাকে। রিনার প্রেমে হাবুডুবু খাচ্ছে সে। রিনা চরিত্রে অভিনয় করেছেন অর্ষা। কঠিন প্রকৃতির এক মেয়ে রিনা। প্রতিদিনের হাসি-আনন্দের মধ্যেও একটা কষ্ট আছে, যা তার প্রেমিক জানে না।
রিনারা চার বান্ধবী একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকে। সেখানে আছে মায়া, শিলু আর কচি নামের আরও তিন চরিত্র। কচির উদ্ভট আচরণে মায়া, শিলু সবাই অতিষ্ঠ। রিনা আর মায়ার আরও একটা পরিচয় আছে। তারা ‘দ্য নাটকস’ নামে একটা থিয়েটার দলে কাজ করে। এসব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘সাদাসিধে ছোটভাই’। কিছু কাল্পনিক চরিত্র নিয়ে ‘সাদাসিধে ছোট ভাই’ নাটকের গল্প এগিয়ে যাবে। মূল গল্পের বাইরেও চরিত্রগুলোর ছোট ছোট কিছু গল্প আছে। ধারাবাহিকের প্রতিটি পর্ব শেষে সেই ছোট ছোট গল্প বোনাস দৃশ্য হিসেবে দেখানো হবে।
এটিএন বাংলায় আজ থেকে সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক ‘সাদাসিধে ছোট ভাই’। মাসুম রেজার রচনায় নাটকটি বানিয়েছেন সকাল আহমেদ।
চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
৪ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
৫ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৫ ঘণ্টা আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
৫ ঘণ্টা আগে