বিনোদন প্রতিবেদক
নতুন বাংলা ওয়েব সিরিজ ‘আমাদের বাড়ি’ আনছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । কাজী রাহাত পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, দীপা খন্দকার, রওনক হাসান, নাজিবা বাশার, সাদিকা স্বর্ণাসহ আরো অনেকে। আগামী ২৭ নভেম্বর থেকে প্রচার শুরু হবে দীর্ঘ এই ওয়েব সিরিজ।
‘আমাদের বাড়ি’র গল্প রচিত হয়েছে একটি সুখী পরিবারকে ঘিরে; একটি যৌথ পরিবার যেখানে পারস্পরিক ভালবাসাই মূল শক্তি। এই শক্তিই পরিবারটিকে নানা ঘাত-প্রতিঘাতের সাথে লড়াই করে জয়ী করে তোলে। জিফাইভ অরজিনাল ড্রামা সিরিজটিতে চিত্রায়িত হয়েছে নিত্যদিনের পারিবরিক হাস্যরস, খুনসুটি এবং আবেগপ্রবণ সব ঘটনা।
জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে আমাদের দর্শকদের ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কাহিনীর মাধ্যমে বিনোদিত করা। আমাদের বাংলাদেশি অরিজিনালগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে; শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই এই জনপ্রিয়তা। আমাদের প্রথম জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজ ‘রূপকথা নয়’-এর সফল সূচনার পর পারিবারিক কাহিনী নিয়ে ২০ পর্বের আরো একটি কনটেন্ট ‘আমাদের বাড়ি’ আনলাম আমরা; সারা বিশ্বের দর্শকদের জন্য এটি আমাদের আরেকটি বাংলাদেশি অরিজিনাল।
পরিচালক কাজী রাহাত বলেন, ‘নব্বইয়ের দশকের শুরুর দিকে আমার ছেলেবেলায় টেলিভিশনে পারিবারিক কাহিনীর অনেক নাটক দেখেছি। তাই এই ঘরানার কাজ করার আগ্রহটা আমার অনেকদিনের। এটিই আমার প্রথম অরিজিনাল ড্রামা সিরিজ। তাই একটি মানসস্মত ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে আমি আমার সবটা ঢেলে দিয়েছি। পাশাপাশি আমি পাশে পেয়েছি অসাধারণ সব কাহিনী লেখকদের। অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, রওনক হাসান ও দীপা খন্দকারের মতো শিল্পীরা তাঁদের সাধ্যের সবটা দিয়ে সহয়োগিতা করেছেন। আমার বিশ্বাস সিরিজটি সবার ভালো লাগবে।’
নতুন বাংলা ওয়েব সিরিজ ‘আমাদের বাড়ি’ আনছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । কাজী রাহাত পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, দীপা খন্দকার, রওনক হাসান, নাজিবা বাশার, সাদিকা স্বর্ণাসহ আরো অনেকে। আগামী ২৭ নভেম্বর থেকে প্রচার শুরু হবে দীর্ঘ এই ওয়েব সিরিজ।
‘আমাদের বাড়ি’র গল্প রচিত হয়েছে একটি সুখী পরিবারকে ঘিরে; একটি যৌথ পরিবার যেখানে পারস্পরিক ভালবাসাই মূল শক্তি। এই শক্তিই পরিবারটিকে নানা ঘাত-প্রতিঘাতের সাথে লড়াই করে জয়ী করে তোলে। জিফাইভ অরজিনাল ড্রামা সিরিজটিতে চিত্রায়িত হয়েছে নিত্যদিনের পারিবরিক হাস্যরস, খুনসুটি এবং আবেগপ্রবণ সব ঘটনা।
জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে আমাদের দর্শকদের ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কাহিনীর মাধ্যমে বিনোদিত করা। আমাদের বাংলাদেশি অরিজিনালগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে; শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই এই জনপ্রিয়তা। আমাদের প্রথম জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজ ‘রূপকথা নয়’-এর সফল সূচনার পর পারিবারিক কাহিনী নিয়ে ২০ পর্বের আরো একটি কনটেন্ট ‘আমাদের বাড়ি’ আনলাম আমরা; সারা বিশ্বের দর্শকদের জন্য এটি আমাদের আরেকটি বাংলাদেশি অরিজিনাল।
পরিচালক কাজী রাহাত বলেন, ‘নব্বইয়ের দশকের শুরুর দিকে আমার ছেলেবেলায় টেলিভিশনে পারিবারিক কাহিনীর অনেক নাটক দেখেছি। তাই এই ঘরানার কাজ করার আগ্রহটা আমার অনেকদিনের। এটিই আমার প্রথম অরিজিনাল ড্রামা সিরিজ। তাই একটি মানসস্মত ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে আমি আমার সবটা ঢেলে দিয়েছি। পাশাপাশি আমি পাশে পেয়েছি অসাধারণ সব কাহিনী লেখকদের। অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, রওনক হাসান ও দীপা খন্দকারের মতো শিল্পীরা তাঁদের সাধ্যের সবটা দিয়ে সহয়োগিতা করেছেন। আমার বিশ্বাস সিরিজটি সবার ভালো লাগবে।’
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১৩ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১৫ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১৬ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
১৯ ঘণ্টা আগে