এক গল্পে ‘বাকের খনি’র ৩০০ পর্ব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩: ২৮

৩০০ পর্ব স্পর্শ করল মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘বাকের খনি’। আজ ২৭ সেপ্টেম্বর নাটকটির ৩০০তম পর্ব প্রচারিত হবে। মীর সাব্বির ও মেজবাহউদ্দিন সুমনের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। পর্ব পরিচালনায় রয়েছেন মাতিয়া বানু শুকু ও তাসদিক শাহরিয়ার খান।

নাটকের গল্পে দেখা যায়, ফেসবুকের মাধ্যমে খনি বেগম নামে এক অতীব সুন্দরী, রূপবতী রমণীর সঙ্গে পরিচয় ঘটে বাকের নামের এক যুবকের। পুরান ঢাকার অতি আধুনিক খনি বেগম একদিন ছুটির দিন লালবাগের কেল্লায় বাকেরকে দেখা করার জন্য বলে। কিন্তু তার বন্ধু আবুল ওরফে এ্যাবার প্রতারণায় তাদের দেখা হয় না। পরদিন বাকের রাস্তা পার হতে গিয়ে খনির বাবা লাল মিয়ার গাড়ির নিচে চাপা পড়ে। লাল মিয়া দ্রুত তাকে নিজের বাসায় নিয়ে যায়। ধীরে ধীরে সুস্থ হয় বাকের, কিন্তু হারিয়ে ফেলে স্মৃতিশক্তি। এদিকে বন্ধুকে খুঁজতে সেই বাড়িতে উপস্থিত হয় বাকেরের বন্ধু আবুল। শুরু হয় ত্রিমুখী প্রেমের দ্বন্দ্ব।

ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, তাসনুভা তিশা, নাবিলা ইসলাম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আনন্দ খালেদ প্রমুখ। প্রচারিত হচ্ছে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত