বিনোদন প্রতিবেদক, ঢাকা
মারাঠি ভাষার সিরিয়াল ‘তুলা পাহাতে রি’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। পরবর্তী সময়ে আরও ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
তবে কোনো টিভি চ্যানেলে নয়। প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রাথমিকভাবে বাংলায় নাম রাখা হয়েছে ‘তবুও মনে রেখো’। আর এতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ২৫ আগস্ট থেকে এ সিরিজের শুটিংয়ে চঞ্চলের অংশ নেওয়ার কথা। শতাব্দী ওয়াদুদ, শবনম ফারিয়াও অভিনয় করবেন এতে।
‘তবুও মনে রেখো’র গল্প চলবে ১২০ পর্ব পর্যন্ত। বানাবেন আশিকুর রহমান। গত রোজার ঈদে ‘যদি আমি না থাকি’ টেলিফিল্ম বানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। এর আগে আরও অনেক দর্শকপ্রিয় কাজ আছে আশিকুর রহমানের। দীর্ঘ এই সিরিজ নির্মাণে জি ফাইভ তাই আস্থা রেখেছে তাঁর প্রতি।
তবে রিমেক হলেও ‘তবুও মনে রেখো’র গল্প নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে এই বাংলার আর্থসামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে। মূল সিরিয়ালের গল্পে দেখা যায়, ইশা নিমকার নামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের সম্পর্ক হয় ধনী ব্যবসায়ী বিক্রান্তের সঙ্গে। বিয়েও হয় তাঁদের। তারপর নানা জটিলতা ও উত্থান-পতনের ভেতর দিয়ে এগিয়ে যায় সিরিয়ালের গল্প।
জানা গেছে, ‘তবুও মনে রেখো’ ছাড়া আরও চারটি সিরিয়ালের রিমেক নিয়ে আসছে জি ফাইভ। সেগুলো বানাচ্ছেন ভিন্ন চারজন নির্মাতা। প্রাথমিকভাবে শোনা গেছে নজরুল ইসলাম রাজু, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, বাশার জর্জিসের নাম।
মারাঠি ভাষার সিরিয়াল ‘তুলা পাহাতে রি’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। পরবর্তী সময়ে আরও ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
তবে কোনো টিভি চ্যানেলে নয়। প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রাথমিকভাবে বাংলায় নাম রাখা হয়েছে ‘তবুও মনে রেখো’। আর এতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ২৫ আগস্ট থেকে এ সিরিজের শুটিংয়ে চঞ্চলের অংশ নেওয়ার কথা। শতাব্দী ওয়াদুদ, শবনম ফারিয়াও অভিনয় করবেন এতে।
‘তবুও মনে রেখো’র গল্প চলবে ১২০ পর্ব পর্যন্ত। বানাবেন আশিকুর রহমান। গত রোজার ঈদে ‘যদি আমি না থাকি’ টেলিফিল্ম বানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। এর আগে আরও অনেক দর্শকপ্রিয় কাজ আছে আশিকুর রহমানের। দীর্ঘ এই সিরিজ নির্মাণে জি ফাইভ তাই আস্থা রেখেছে তাঁর প্রতি।
তবে রিমেক হলেও ‘তবুও মনে রেখো’র গল্প নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে এই বাংলার আর্থসামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে। মূল সিরিয়ালের গল্পে দেখা যায়, ইশা নিমকার নামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের সম্পর্ক হয় ধনী ব্যবসায়ী বিক্রান্তের সঙ্গে। বিয়েও হয় তাঁদের। তারপর নানা জটিলতা ও উত্থান-পতনের ভেতর দিয়ে এগিয়ে যায় সিরিয়ালের গল্প।
জানা গেছে, ‘তবুও মনে রেখো’ ছাড়া আরও চারটি সিরিয়ালের রিমেক নিয়ে আসছে জি ফাইভ। সেগুলো বানাচ্ছেন ভিন্ন চারজন নির্মাতা। প্রাথমিকভাবে শোনা গেছে নজরুল ইসলাম রাজু, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, বাশার জর্জিসের নাম।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১৪ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১৬ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১৭ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
২০ ঘণ্টা আগে