বিনোদন ডেস্ক
ঢাকা: টিআরপি তালিকা আর সংবাদমাধ্যমের আলোচনায় সব সময় গুরুত্ব পায় জি বাংলা ও স্টার জলসায় প্রচারিত সিরিয়ালগুলো। তবে এ চ্যানেল দুটির বাইরে আরও অসংখ্য সিরিয়াল প্রচার হয়। যেগুলো সাধারণ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। প্রচলিত আলোচনার মিছিলে শামিল না হতে পারলেও সিরিয়ালগুলো ঠিকই দর্শকদের মন জয় করে চলেছে বছরের পর বছর। আজ এমন কিছু ধারাবাহিকের খবর জানা যাক।
আকাশ আট চ্যানেলে প্রচার হয় বেশকিছু জনপ্রিয় সিরিয়াল। এগুলোর মধ্যে ‘স্বপ্ন দেখে মন’, ‘তবু বাঁধি খেলাঘর’, ‘দীপাবলির সাতকাহন, ‘হয়তো তোমারই জন্য’ উল্লেখযোগ্য। তবে ‘দীপাবলির সাতকাহন’ এই চ্যানেলের সবচেয়ে আলোচিত সিরিয়াল। সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসকে কেন্দ্র করে এ ধারাবাহিকটি নির্মিত হয়েছে বর্তমান সময়কে কেন্দ্র করে।
এই ধারাবাহিকের পরিচালক সুশান্ত বসু। তিনি জানিয়েছেন, সমরেশ মজুমদার উপন্যাসটি লিখেছিলেন ১৯৮৭ সালে। তবে সিরিয়ালে এসে প্রেক্ষাপট বদলে ফেলা হয়েছে এ সময়ের পরিপ্রেক্ষিতে। তাই আনা হয়েছে কিছু পরিবর্তন।
সিরিয়ালের প্রধান চরিত্র দীপাবলি। তার জীবনের ওঠাপড়া নিয়েই গল্প। এ চরিত্রে অভিনয় করছেন সৌমি চট্টোপাধ্যায়। আরও আছেন বোধিসত্ত্ব মজুমদার, বিপ্লব দাশগুপ্ত, তুলিকা বসু প্রমুখ।
আকাশ আট চ্যানেলের আরেকটি সিরিয়াল ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ২’। এক বৃদ্ধার জীবনকে ঘিরে গল্পটি এগিয়েছে। এ চরিত্রে আছেন লিলি চক্রবর্তী। গল্পে ছেলে তাঁকে ফেলে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। পরিস্থিতির চাপে ছেলেমেয়েরা কি বৃদ্ধ মা–বাবার দায়িত্ব নিতে অস্বীকার করছে? নাকি তারা কোনো মানসিক সমস্যায় আক্রান্ত? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে গল্পে।
কলকাতার আরেকটি চ্যানেল কালারস বাংলাও জনপ্রিয় সিরিয়াল প্রচারে এগিয়ে আছে। এ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। টিআরপির হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছিল সবার ওপরে। তাই এরই মধ্যে এই সিরিয়ালের দর্শক তৈরি হয়ে গেছে। পাঁচটি সিজন প্রচার হয়েছে ‘নাগিন’–এর। ভবিষ্যতে আসছে সিরিয়ালটির ষষ্ঠ সিজন।
‘জগজ্জননী মা সারদা’, ‘কুরুক্ষেত্র’, ‘জয় মা সন্তোষী’ সিরিয়ালগুলোও চ্যানেল আট–এর উল্লেখযোগ্য প্রযোজনা।
কলকাতার আরেকটি চ্যানেল কালারস বাংলাও জনপ্রিয় সিরিয়াল প্রচারে এগিয়ে আছে। এ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। টিআরপির হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছিল সবার ওপরে। তাই এরই মধ্যে এই সিরিয়ালের দর্শক তৈরি হয়ে গেছে। পাঁচটি সিজন প্রচার হয়েছে ‘নাগিন’–এর। ভবিষ্যতে আসছে সিরিয়ালটির ষষ্ঠ সিজন।
‘বিশাখা’ও কালারস বাংলার জনপ্রিয় সিরিয়াল। বিশাখা হলো একজন বিষকন্যা, যে প্রতিজ্ঞা করেছে কাহিনির মুখ্য চরিত্র জ্যোৎস্না ও কাঞ্চনকে তার বিষ দিয়ে শেষ করে দেবে। শুনেই বোঝা যাচ্ছে চরিত্রটি খলনায়িকার। কোনো খলচরিত্রকে নামভূমিকায় রেখে সিরিয়াল প্রচারের ব্যাপারটি বেশ নতুন।
এ চ্যানেলে আরও কিছু জনপ্রিয় ধারাবাহিক প্রচার হয়। ‘ব্যারিস্টার বাবু’, ‘কথা কাহিনি’, ‘আদরের ছোঁয়া’, ‘শপথ ভালোবাসার’, ‘সোনার তলোয়ার’–এর দর্শকও কম নয়।
ঢাকা: টিআরপি তালিকা আর সংবাদমাধ্যমের আলোচনায় সব সময় গুরুত্ব পায় জি বাংলা ও স্টার জলসায় প্রচারিত সিরিয়ালগুলো। তবে এ চ্যানেল দুটির বাইরে আরও অসংখ্য সিরিয়াল প্রচার হয়। যেগুলো সাধারণ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। প্রচলিত আলোচনার মিছিলে শামিল না হতে পারলেও সিরিয়ালগুলো ঠিকই দর্শকদের মন জয় করে চলেছে বছরের পর বছর। আজ এমন কিছু ধারাবাহিকের খবর জানা যাক।
আকাশ আট চ্যানেলে প্রচার হয় বেশকিছু জনপ্রিয় সিরিয়াল। এগুলোর মধ্যে ‘স্বপ্ন দেখে মন’, ‘তবু বাঁধি খেলাঘর’, ‘দীপাবলির সাতকাহন, ‘হয়তো তোমারই জন্য’ উল্লেখযোগ্য। তবে ‘দীপাবলির সাতকাহন’ এই চ্যানেলের সবচেয়ে আলোচিত সিরিয়াল। সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসকে কেন্দ্র করে এ ধারাবাহিকটি নির্মিত হয়েছে বর্তমান সময়কে কেন্দ্র করে।
এই ধারাবাহিকের পরিচালক সুশান্ত বসু। তিনি জানিয়েছেন, সমরেশ মজুমদার উপন্যাসটি লিখেছিলেন ১৯৮৭ সালে। তবে সিরিয়ালে এসে প্রেক্ষাপট বদলে ফেলা হয়েছে এ সময়ের পরিপ্রেক্ষিতে। তাই আনা হয়েছে কিছু পরিবর্তন।
সিরিয়ালের প্রধান চরিত্র দীপাবলি। তার জীবনের ওঠাপড়া নিয়েই গল্প। এ চরিত্রে অভিনয় করছেন সৌমি চট্টোপাধ্যায়। আরও আছেন বোধিসত্ত্ব মজুমদার, বিপ্লব দাশগুপ্ত, তুলিকা বসু প্রমুখ।
আকাশ আট চ্যানেলের আরেকটি সিরিয়াল ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ২’। এক বৃদ্ধার জীবনকে ঘিরে গল্পটি এগিয়েছে। এ চরিত্রে আছেন লিলি চক্রবর্তী। গল্পে ছেলে তাঁকে ফেলে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। পরিস্থিতির চাপে ছেলেমেয়েরা কি বৃদ্ধ মা–বাবার দায়িত্ব নিতে অস্বীকার করছে? নাকি তারা কোনো মানসিক সমস্যায় আক্রান্ত? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে গল্পে।
কলকাতার আরেকটি চ্যানেল কালারস বাংলাও জনপ্রিয় সিরিয়াল প্রচারে এগিয়ে আছে। এ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। টিআরপির হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছিল সবার ওপরে। তাই এরই মধ্যে এই সিরিয়ালের দর্শক তৈরি হয়ে গেছে। পাঁচটি সিজন প্রচার হয়েছে ‘নাগিন’–এর। ভবিষ্যতে আসছে সিরিয়ালটির ষষ্ঠ সিজন।
‘জগজ্জননী মা সারদা’, ‘কুরুক্ষেত্র’, ‘জয় মা সন্তোষী’ সিরিয়ালগুলোও চ্যানেল আট–এর উল্লেখযোগ্য প্রযোজনা।
কলকাতার আরেকটি চ্যানেল কালারস বাংলাও জনপ্রিয় সিরিয়াল প্রচারে এগিয়ে আছে। এ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। টিআরপির হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছিল সবার ওপরে। তাই এরই মধ্যে এই সিরিয়ালের দর্শক তৈরি হয়ে গেছে। পাঁচটি সিজন প্রচার হয়েছে ‘নাগিন’–এর। ভবিষ্যতে আসছে সিরিয়ালটির ষষ্ঠ সিজন।
‘বিশাখা’ও কালারস বাংলার জনপ্রিয় সিরিয়াল। বিশাখা হলো একজন বিষকন্যা, যে প্রতিজ্ঞা করেছে কাহিনির মুখ্য চরিত্র জ্যোৎস্না ও কাঞ্চনকে তার বিষ দিয়ে শেষ করে দেবে। শুনেই বোঝা যাচ্ছে চরিত্রটি খলনায়িকার। কোনো খলচরিত্রকে নামভূমিকায় রেখে সিরিয়াল প্রচারের ব্যাপারটি বেশ নতুন।
এ চ্যানেলে আরও কিছু জনপ্রিয় ধারাবাহিক প্রচার হয়। ‘ব্যারিস্টার বাবু’, ‘কথা কাহিনি’, ‘আদরের ছোঁয়া’, ‘শপথ ভালোবাসার’, ‘সোনার তলোয়ার’–এর দর্শকও কম নয়।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
৯ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১০ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১২ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
১৫ ঘণ্টা আগে