বিনোদন ডেস্ক
ভারতীয় টিভি চ্যানেল কালারসে গত সপ্তাহে শুরু হয়েছে সিরিয়াল ‘থোড়া সা বাদল থোড়া সা পানি’। সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন হর্ষদ অরোরা ও ইশিতা দত্ত। সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিয়ালটি প্রচার হচ্ছে।
এটি একটি বাঙালি পরিবারের গল্প। গল্পের শুরুটা হয় ইশিতা দত্তকে ঘিরে। হাসিখুশি জীবনটা ভালোই যাচ্ছিল ইশিতার। কিন্তু বাবা মারা যাওয়ার পর জীবন বদলে যায়। ইশিতার চরিত্রের নাম কাজল।
কাজলের বিয়ের কথা চলছে অর্জুন চট্টোপাধ্যায়ের সঙ্গে। হর্ষদ করছেন অর্জুন চরিত্রটা। তিনি এক ধনী পরিবারের সন্তান।
প্রথম দিকে একটি সাধারণ মেয়ে এবং রাজপুত্রের গল্প মনে হলেও, পরবর্তী সময়ে আরো চমক আসবে বলে জানান সিরিয়ালের অভিনেতারা।
ইশিতা বলেন, ‘আমি এখানে মুখার্জি বাড়ির মেয়ের চরিত্র করছি। যে মেয়েটা এই পরিবারের আদর-যত্নে বড় হয়েছে। কিন্তু বাস্তবতা সামনে আসে বাবা মারা যাওয়ার পর। হিন্দি সিরিয়ালে এমন মেয়ের চরিত্র নতুন নয়। একটা পরিবারের গল্প। একটা মেয়ের গল্প। যার প্রতিটি পর্ব দেখার জন্য দর্শক আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন।’
ভারতীয় টিভি চ্যানেল কালারসে গত সপ্তাহে শুরু হয়েছে সিরিয়াল ‘থোড়া সা বাদল থোড়া সা পানি’। সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন হর্ষদ অরোরা ও ইশিতা দত্ত। সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিয়ালটি প্রচার হচ্ছে।
এটি একটি বাঙালি পরিবারের গল্প। গল্পের শুরুটা হয় ইশিতা দত্তকে ঘিরে। হাসিখুশি জীবনটা ভালোই যাচ্ছিল ইশিতার। কিন্তু বাবা মারা যাওয়ার পর জীবন বদলে যায়। ইশিতার চরিত্রের নাম কাজল।
কাজলের বিয়ের কথা চলছে অর্জুন চট্টোপাধ্যায়ের সঙ্গে। হর্ষদ করছেন অর্জুন চরিত্রটা। তিনি এক ধনী পরিবারের সন্তান।
প্রথম দিকে একটি সাধারণ মেয়ে এবং রাজপুত্রের গল্প মনে হলেও, পরবর্তী সময়ে আরো চমক আসবে বলে জানান সিরিয়ালের অভিনেতারা।
ইশিতা বলেন, ‘আমি এখানে মুখার্জি বাড়ির মেয়ের চরিত্র করছি। যে মেয়েটা এই পরিবারের আদর-যত্নে বড় হয়েছে। কিন্তু বাস্তবতা সামনে আসে বাবা মারা যাওয়ার পর। হিন্দি সিরিয়ালে এমন মেয়ের চরিত্র নতুন নয়। একটা পরিবারের গল্প। একটা মেয়ের গল্প। যার প্রতিটি পর্ব দেখার জন্য দর্শক আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন।’
চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
৪ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
৪ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৫ ঘণ্টা আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
৫ ঘণ্টা আগে