বিনোদন ডেস্ক
ভারতের কালারস চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’। খুব শিগগির আসবে এর দ্বিতীয় সিজন। প্রমোও প্রকাশিত হয়েছে। আর তাতেই নস্টালজিক দর্শক। দেখা যাচ্ছে, এক খুদে তার মায়ের দিকে এগিয়ে চলেছে। আর মা মেয়ের জন্য রাজকুমার সন্ধান করছেন। আরেক ছোট্ট কন্যাসন্তানকে দেখা যাচ্ছে কনের বেশে। বালিকা বিবাহের রেওয়াজ, তার খারাপ দিক, শাশুড়ির কাছে মায়ের যত্নে বেড়ে ওঠার মতো বিষয়গুলো তুলে ধরেছিল প্রথম সিজন।
ইতিমধ্যে রাজস্থানে শুরু হয়ে গেছে শুটিং। ‘বালিকা বধূ ২’-এ সানি পাঞ্চোলি, কেতকী দেব, সীমা মিশ্র, মেহুল বুচ ও ঋদ্ধি নায়েক অভিনয় করবেন। জানা যাচ্ছে, ঋদ্ধি সিরিয়ালের প্রধান চরিত্র আনন্দির মায়ের ভূমিকায় অভিনয় করবেন। প্রথম সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন স্মিতা বনসাল। যদিও খুদে আনন্দির নাম এখনো জানা যায়নি।
‘বালিকা বধূ’র প্রথম সিজন ২০০৮–এ শুরু হয়ে ২০১৬ পর্যন্ত চলেছিল। ছোট্ট আনন্দির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে অভিকা গর। পরে তরুণী চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের ১ এপ্রিল নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন তিনি। কলকাতার জামশেদপুরের মেয়ে প্রত্যুষা বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’ -এ দেখা গেছে তাঁকে। আনন্দির স্বামী জগদীশের চরিত্রে অভিনয় করবেন অবিনাশ মুখোপাধ্যায় এবং পরিণত বয়সে শশাঙ্ক ব্যাস ও শক্তি আনন্দ।
আগস্ট থেকেই শুরু হবে নতুন ‘বালিকা বধূ’র প্রচার।
ভারতের কালারস চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’। খুব শিগগির আসবে এর দ্বিতীয় সিজন। প্রমোও প্রকাশিত হয়েছে। আর তাতেই নস্টালজিক দর্শক। দেখা যাচ্ছে, এক খুদে তার মায়ের দিকে এগিয়ে চলেছে। আর মা মেয়ের জন্য রাজকুমার সন্ধান করছেন। আরেক ছোট্ট কন্যাসন্তানকে দেখা যাচ্ছে কনের বেশে। বালিকা বিবাহের রেওয়াজ, তার খারাপ দিক, শাশুড়ির কাছে মায়ের যত্নে বেড়ে ওঠার মতো বিষয়গুলো তুলে ধরেছিল প্রথম সিজন।
ইতিমধ্যে রাজস্থানে শুরু হয়ে গেছে শুটিং। ‘বালিকা বধূ ২’-এ সানি পাঞ্চোলি, কেতকী দেব, সীমা মিশ্র, মেহুল বুচ ও ঋদ্ধি নায়েক অভিনয় করবেন। জানা যাচ্ছে, ঋদ্ধি সিরিয়ালের প্রধান চরিত্র আনন্দির মায়ের ভূমিকায় অভিনয় করবেন। প্রথম সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন স্মিতা বনসাল। যদিও খুদে আনন্দির নাম এখনো জানা যায়নি।
‘বালিকা বধূ’র প্রথম সিজন ২০০৮–এ শুরু হয়ে ২০১৬ পর্যন্ত চলেছিল। ছোট্ট আনন্দির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে অভিকা গর। পরে তরুণী চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের ১ এপ্রিল নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন তিনি। কলকাতার জামশেদপুরের মেয়ে প্রত্যুষা বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’ -এ দেখা গেছে তাঁকে। আনন্দির স্বামী জগদীশের চরিত্রে অভিনয় করবেন অবিনাশ মুখোপাধ্যায় এবং পরিণত বয়সে শশাঙ্ক ব্যাস ও শক্তি আনন্দ।
আগস্ট থেকেই শুরু হবে নতুন ‘বালিকা বধূ’র প্রচার।
কেউ কেউ আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার! এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ঝাঁজালো উত্তর দিলেন মোহিনী। স্পষ্ট জানালেন, রহমান তাঁর কাছে পিতৃসম।
৪০ মিনিট আগেচলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
৬ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
৬ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৬ ঘণ্টা আগে